মাইক্রোসফট অফিস ২০১০ -এর অনলাইন ভার্সন পাওয়া যাবে ফ্রিতে

আবারও শুরু হয়েছে মাইক্রোসফট আর গুগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। মাইক্রোসফট গতমাসে তাদের নতুন সার্চ ইঞ্জিন Bing দিয়ে এই লড়াইয়ের সূচনা করে। তারপর গুগলও পাল্টা আঘাত হানে গত সপ্তাহে তাদের নতুন অপারেটিং সিস্টেম Chrome OS তৈরির ঘোষণা দিয়ে। মাইক্রোসফট কি আর থেমে থাকবে, ফলশ্রুতিতে তারাও তাদের অত্যন্ত লাভজনক পণ্য MS Office 2010 -এর অনলাইন ভার্সন ফ্রি করার ঘোষণা দিল।

গত সোমবার মাইক্রোসফট এই ঘোষণা দেয়। তাদের ভাষ্যমতে, আগামী বছরেই আসছে মাইক্রোসফট অফিস ২০১০। এতে থাকছে ফটো এডিটিং, ভিডিও স্ট্রিমিং এর মত বেশ কিছু নতুন ফিচার। মাইক্রোসফট এই ঘোষণা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তারা অনলাইন ভার্সনে কিছু সীমাবদ্ধতা রেখে দিয়েছে। তবে অনলাইন ভার্সন দিয়েই ব্যবহারকারীরা তাদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে নথিপত্র তৈরি, আপডেট এবং অন্যদের সাথে শেয়ার করতে পারবে।

মাইক্রোসফট শুধুমাত্র গত অর্থবছরের প্রথম নয় মাসেই অফিস বিক্রি করেছে প্রায় ১৪.৩ বিলিয়ন ডলার এবং লাভ করেছে প্রায় ৯.৩ বিলিয়ন ডলার।

msbschrt.gif

বর্তমানে সারাবিশ্বে প্রায় ৮০% কম্পিউটার ব্যবহারকারী মাইক্রোসফটের অফিস স্যুইট ব্যবহার করলেও মূলত গুগলের সাথে পাল্লা দিয়ে তারা এই অফার দিয়েছে। মাইক্রোসফট অফিস ২০১০ -এর বেসিক স্টুডেন্ট ভার্সন এবং প্রোফেশনাল ভার্সনের জন্য মূল্য হবে ৭০ ডলার থেকে ৩৫০ ডলারের মধ্যে।

আবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দুই টেকনোলজী জায়ান্টের মধ্যে এই দ্বৈরথ বেশ ভালভাবেই জমে উঠেছে। আমরাও অপেক্ষায় থাকি গুগল আবার কি আকর্ষণ নিয়ে হাজির হয়।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

থাতে কি হলো আমদের এই লাভ হলো। অদের মাঝে প্রতিযোগিতা যত বেশি ততই আমদের লাভ। এই ভাবে একটু কষ্ট করে অগ্রিম খবর গুলো দিবেন আর এর জন্য আপনা-কে ধন্যবাদ।

Level 0

Thanks for your news.

Thanks for good thing.

চমৎকার এই খবর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

শুধু খবরটা কারও কোন লাভ হল ?