Walton Primo S8 Review: দুর্দান্ত দামে দুর্দান্ত স্মার্টফোন!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

দেশের বাজারে দারুন বাজেটে অনবদ্য সব স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ব্র্যান্ড হচ্ছে ওয়ালটন। ওয়ালটন তার শুরু থেকে দেশের বাজারে মানুষের জন্য সাশ্রয়ী দামে দারুন দারুন সব স্মার্টফোন নিয়ে আসছে। দেশের বাজারে বর্তমানে দেশীয় ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে গেলে যেন কেবল ওয়ালটনেরই জয়জয়কার! আজকের আর্টিকেলে আমরা ওয়ালটনের নতুন একটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব।

ওয়ালটনের স্মার্টফোনের ক্ষেত্রে কিছু মডেল সেগমেন্ট রয়েছে। একেক সেগমেন্ট একেক রকমের স্মার্টফোনকে রিপ্রেজেন্ট করে। যেমন প্রিমো ই সিরিজ কেবল চিপ বাজেট স্মার্টফোনকে রিপ্রেজেন্ট করে, আরএক্স সিরিজ বাজেটের মধ্য সেরা হার্ডওয়্যারের স্মার্টফোনকে রিপ্রেজেন্ট করে, জেডএক্স সিরিজ ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোনগুলোকে রিপ্রেজেন্ট করে! তেমনিভাবে ওয়ালটনের একটি জনপ্রিয় মিড বাজেট স্মার্টফোন লাইনআপ হচ্ছে প্রিমো এস সিরিজ।

প্রতিবারই প্রিমো এস সিরিজে দারুন দারুন সব স্মার্টফোন নিয়ে এসে ওয়ালটন দেশের মোবাইল বাজারে বেশ প্রতিযোগী একটি অবস্থান সৃষ্টি করে।

সম্প্রতি ওয়ালটন এই এস সিরিজের অধিনে বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন প্রিমো এস৮। প্রিমো এস৮ নিয়ে নানান রকম টিজার ছবি টিউন করে ওয়ালটন প্রায় বেশ সময় ধরে মানুষকে এই স্মার্টফোন সম্পর্কে জানান দিয়ে আসছিল, অবশেষে ওয়ালটন পুর্নাঙ্গ ভাবে ফোনটি উন্মোচন করল।

একনজরে নতুন এই প্রিমো এস৮ স্মার্টফোনে যা যা থাকছেঃ

  • ৪জি কানেক্টিভিটি
  • ১১ অপারেটিং সিস্টেম
  • হেলিও জি৮৮ চিপসেট, হাইপার ইঞ্জিন ২.০ প্রযুক্তি
  • ৬ জিবি এলপিডিডিআরএক্স৪ র‍্যাম, ১২৮ জিবি রম
  • ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, ৯০ হার্জ রিফ্রেশ রেট
  • কোয়াড ক্যামেরা সেটআপ (৪৮+৫+২+২)
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি
  • ১৮ ওয়াট ফাস্ট চার্জিং, রিভার্স চার্জিং

ফোনটির বাজার মূল্য ২০৯৯০ টাকা। 

প্রিমো এস৮ এর বক্সে যা যা থাকছেঃ একটি চার্জিং এডাপ্টার, টাইপ সি পোর্ট, সিম ইজেক্টর পিন, গ্লাস প্রোটেকটর এবং টিপিইউ কভার।

ডিজাইন এবং ডিসপ্লেতে অদ্বিতীয়!

প্রিমো এস৮ স্মার্টফোনে পেয়ে যাবেন সম্পূর্ণ গ্লাস বডি ডিজাইন! ওশিয়েন ব্লু এবং মিরর ব্ল্যাক দুটি কালারে বাজারে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। ওয়ালটন এস সিরিজের পূর্বের সকল স্মার্টফোনের ধাচে নতুন এই এস৮ স্মার্টফোনকেও যথেষ্ট প্রিমিয়াম লুক দিয়েছে! চারপাশে মেটাল হাউজিং এর মাঝে দুপাশে পেয়ে যাবেন সম্পূর্ণ গ্লাস ফিনিস। এস৮ ফোনটি হাতে নিয়ে নিঃসন্দেহে এটি যে একটি ২০ হাজার টাকা বাজেট রেঞ্জের ফোন সেটি মনে হবেনা আপনার কাছে!

গ্লাসবডির হলেও স্মার্টফোনটি স্ক্যাচ রেজিস্ট্যান্ট। ফোনটির ফ্রন্ট প্যানেলে বাম পাশে উপরে দেখা মিলবে একটি পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা। এস৮ ফোনটিতে পাবেন ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে প্যানেল।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে লো-টেম্পারেচার পলি-সিলিকন তথা এলটিপিএস ডিসপ্লে প্যানেল। সাধারন আইপিএস এলসিডি ডিসপ্লে এর চাইতে এই এলটিপিএস ডিসপ্লের একক ক্রিস্টাল ইলেকট্রন গুলোর মুভমেন্ট অনেক বেশি ফাস্ট! যার দরুন এলটিপিএস ডিসপ্লেতে রেজুলেসন এবং ভিউইং এঙ্গেল দুটোই পাওয়া যায় বেশি। আর ডিসপ্লে সিলিকন ক্রিস্টালগুলোর মুভমেন্ট তুলনামুলক ফাস্ট হবার কারনে এসব ডিসপ্লেতে রিফ্রেশ রেট’ও পাওয়া যায় অনেক বেশি। প্রিমো এস৮ স্মার্টফোনটির রিফ্রেশ রেট ৯০হার্জ।

বাইরে রোদের মধ্যে এই ফোনটি ব্যবহার করতেও আপনার কোনরকম সমস্যার সম্মুখিন হতে হবেনা। কেননা, এস৮ স্মার্টফোনটির ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট। ৪০০ নিট ব্রাইটনেস সম্বলিত এই ডিসপ্লে দিয়ে আপনি মাল্টিমিডিয়া কঞ্জাম্পশনে যেমন সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, তেমনি বাইরেও যথেষ্ট ব্রাইটনেস পেয়ে যাবেন। প্রিমো এস৮ ফোনটির ডিসপ্লের এস্পেক্ট রেসিও ২১ঃ৯। গেমিং, ৪কে ভিডিও দেখা সহ আরো নানা কাজে ফোনটির ডিসপ্লে থেকে সর্বোচ্চ সুবিধা পাবেন, প্রিমো এস৮ ফোনটির ডিসপ্লে এস্পেক্ট রেসিও  ২৪৬০*১০৮০ পিক্সেল।

ফোনটির টাচ রেসপন্সও যথেষ্ট ভালো। ফোনটি একসাথে ১০ মাল্টিফিঙ্গার টাচ সাপোর্ট করে, গেমারদের জন্য যথেষ্ট উপকারে আসবে!

ক্যামেরায় অনন্য প্রিমো এস৮!

প্রিমো এস৮ স্মার্টফোনে পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষমতা সম্পন্ন কোয়াড ক্যামেরা সেটাপ। এই কোয়াড ক্যামেরা সেটাপে প্রাইমারি সেন্সর পেয়ে যাবেন ৪৮ মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি শক্তিশালী সেন্সর ফোনটি থেকে সার্বিক ক্যামেরা আউটপুটে ইউজারকে দারুন সার্ভিস দিবে।

বাজেট হিসেবে এই প্রিমো এস৮ এ ওয়ালটন যে শক্তিশালী ক্যামেরা সেটাপ দিয়েছে; তা দিয়ে এই বাজেটে বাজারে প্রতিযোগিতা করবার মতন অন্য স্মার্টফোন খুব কমই আছে! এই ফোনের প্রাইমারি সেন্সরটির সাইজ ১/২”। সেন্সর সাইজ যত বেশি সেই ফোনটি দিয়ে বেশি সার্প ও কালার একুরেট ছবি পাওয়া সম্ভব! প্রাইমারি সেন্সরটির এপার্চার সাইজ এফ/1.79।

ওয়াইড এঙ্গেল ছবি তোলার জন্য প্রিমো এস৮ স্মার্টফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর। সুতরাং যারা অসাধারন প্যানারমিক শট নিতে পছন্দ করেন তাদের জন্য এই ওয়াইড এঙ্গেল সেন্সরটি অনেক বেশি কাজে দিবে!

ম্যাক্রো লাভারদের জন্য এই ফোনের ক্যামেরা সেটাপে থাকছে ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। যা দিয়ে ম্যাক্রো মোডে ফোনটি দিয়ে এস্থেটিক সব ম্যাক্রো ফটোগ্রাফি ক্যাপচার করতে পারবেন।

ছবির অবজেক্টকে ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দেবার জন্য প্রিমো এস৮ এর ক্যামেরা সেন্সর শেষ যে সেন্সরটি সেটি হচ্ছে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

সেলফি, অনলাইন ক্লাস, ভিডিও কনফারেন্সিং এর জন্য এই ফোনটির ফ্রন্ট প্যানেলে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৮ মেগাপিক্সেল হলেও ক্যামেরাটি বেশ কোয়ালিটি আউটপুট দিতে সক্ষম হয়েছিল। মূলত স্মার্টফোনের সাথে যারা দুর্দান্ত ক্যামেরা চাচ্ছেন, তাদেরকে প্রিমো এস৮ স্মার্টফোন একদমই নিরাশ করবে না।

দুর্দান্ত হার্ডওয়্যার সেটাপ!

প্রিমো এস৮ স্মার্টফোনের অন্যতম প্রশংসনীয় দিক হচ্ছে ফোনটির শক্তিশালী হার্ডওয়্যারে সেটাপ। ওয়ালটন মূলত এই বাজেটে ইউজারদের বেস্ট গেমিং অভিজ্ঞতা দেবার জন্য ফোনটির হার্ডওয়্যার অংশকে দারুনভাবে সেটাপ করেছে। প্রিমো এস৮ স্মার্টফোনে মেইন ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও জি৮৮ চিপসেট। একই চিপসেট শাওমিও তাদের নতুন রেডমি নোট ১১ এর চাইনিজ ভেরিয়েন্টেও ব্যবহার করেছে! মিডিয়াটেকের হেলিও জি সিরিজ একটি গেমিং ওরিয়েন্টেড চিপসেট, তারওপর হেলিও জি৮৮ গেমিং এর জন্য দারুন সমাদৃত একটি শক্তিশালী চিপসেট।

চিপসেটের সাথে ইন্টিগ্রেটেড জিপিইউ হিসেবে পাওয়া যাবে, মালি জি৫২ এমসি২’কে।

সম্পূর্ণ সিস্টেমকে ব্যাকআপ দিবে ফোনটির ৬ জিবি আল্ট্রা ফাস্ট ডিডিআরএক্স৪ র‍্যাম। দ্রুত রিড-রাইট সক্ষম এই চিপসেটটি স্মার্টফোনের মাল্টি টাস্কিং সক্ষমতাকে অনেক বেশি পরিমানে বুস্ট করতে সক্ষম হবে। বেশি র‍্যামের পাশাপাশি স্টোরেজ নিয়েও চিন্তা করতে হবেনা এস৮ ইউজারদের! কেননা এতে দেয়া হয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এত পরিমাণ স্টোরেজেও যদি কাজ না হয়, তবে ২৫৬ জিবি পর্যন্ত মেমোরি এক্সটেন্ড করবার সুযোগও থাকছে এই ডিভাইসটিতে।

প্রিমো এস৮ স্মার্টফোনের এনটুটু বেঞ্চমার্ক স্কোর এসেছে ২৪৯৭৪৫। পাশাপাশি ফোনটির গিকবেঞ্চে সিঙ্গেল কোরে স্কোর এসেছে ৩৫০ এবং মাল্টি কোরে স্কোর এসেছে ১২৮৮।

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর!

প্রিমো এস৮ স্মার্টফোনে প্রাইমারি সিকিউরিটি ফিচার হিসেবে দেয়া রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রত্যেক স্মার্টফোন ইউজারই পছন্দ করেন! প্রিমো এস৮ স্মার্টফোনেও প্রাইমারি সিকিউরিটি ফিচার হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির রিড একুরেসিও যথেষ্ট ভালো, এবং আনলকিং স্পীডও যথেষ্ট ফাস্ট!

অন্যান্য স্পেশাল ফিচারস

প্রিমো এস৮ স্মার্টফোনে বেশ কিছু স্পেশাল ফিচার পেয়ে যাবেন। এগুলো হচ্ছেঃ

  • স্ক্রিন রেকোর্ডার
  • চ্যাট বাবল
  • স্মার্ট মিডিয়া কন্ট্রোল
  • কনভারসেশন নোটিফিকেশন

মেড ইন বাংলাদেশ

মেড ইন বাংলাদেশ হিসেবে প্রিমো এস৮ এর মত স্মার্টফোন দেশে উৎপাদিত হওয়া আমাদের মত ছোট উন্নয়নশীল দেশের জন্য আসলেই প্রশংসনীয়! ওয়ালটনের বাংলাদেশেই নিজ উদ্যোগে এমন একটি স্মার্টফোন উৎপাদন করা যেমন তাদের প্রযুক্তি খাতে নিজস্ব সমৃদ্ধির জানান দেয়; তেমনি জানান দেয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তাদের দারুন পদক্ষেপ। এই দামে দারুন স্পেসিফিকেশনের এই ফোনটি ব্যবহার করতে পারাটাও একজন ইউজারের কাছে গর্বের হতে পারে।

বিগ ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট!

সম্পূর্ণ ফোনটিকে ব্যাকআপ দেবার জন্য ফোনটিতে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে স্মার্টফোনটি দিয়ে অনায়াসে দুইদিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। বড় ব্যাটারি চার্জ হতে সময় লাগবে, ভেবে ভয় করেন অনেকেই! সেই ভয় করবারও অবকাশ রাখছে না ওয়ালটন। ফোনটিতে পেয়ে যাবেন ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। কেবল যে ফোন চার্জ নিয়েই যাবে কিছু দিবে না তা কিন্তু নয়! এস৮ এ পেয়ে যাবেন রিভার্স চার্জিং সুবিধা! আপনার ওয়্যারলেস হেডফোন, ফিটনেস ব্যান্ডের মতন ডিভাইস চার্জ দিতে পারবেন নিমিষেই!


ওয়ালটনের অন্যসকল ফোনের মতই প্রিমো এস৮ স্মার্টফোনেও পেয়ে যাবেন রেগুলার ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি। ব্যাটারি, এডাপ্টার এবং অন্যান্য বক্সে থাকা স্পেয়ার পার্টসে পেয়ে যাবেন ৬ মাসের ওয়ারেন্টি। দারুন এই স্মার্টফোনটি দেখতে আপনি এখনি চলে যেতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন স্মার্টজোন কিংবা ওয়ালটন প্লাজায়! তাছাড়াও ওয়ালটন এই ফোনটি তাদের নিজস্ব ইকমার্স প্লাটফর্ম ওয়ালকার্টেও ছেড়েছে, আপনি ফোনটি কিনতে চাইলে সেখান থেকেও কিনতে পারেন!

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস