বাংলাদেশে বিলুপ্ত ঘোষিত বাদুড়ের সন্ধান

টিউন বিভাগ খবর
প্রকাশিত
জোসস করেছেন

বাংলাদেশ থেকে ১৩৩ বছর আগে বিলুপ্ত হওয়া 'প্রজাপতি বাদুর' খুঁজে পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক মোহাম্মদ মনিরুল হাসান খান। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। গত ৭ জুন টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে একটি সার্ভে করার সময় কলাগাছে বাদুরটি দেখতে পান। এই বিরল ঘটনার সাক্ষী হিসেবে তিনি তার মুঠোফোনে একটি ছবি তুলেছেন

বাংলাদেশসহ পৃথিবীতে নানা প্রজাতির বাদুর রয়েছে। তবে প্রজাপতি বাদুরের আকর্ষণীয় রঙ এবং অনন্য উড়ার ধরনের কারণে এটি সবচেয়ে সুন্দর প্রজাতি হিসেবে খ্যাত। তিন থেকে চার সে.মি. লম্বা এই প্রজাতির বাদুরের ওজন সাধারণত চার গ্রামের মতো হয়। লাল, কালো, হলুদ ও কমলা রঙের বাহারি মিশ্রণে এদের প্রজাপতির ন্যায় উজ্জ্বল দেখা যায়। আর এর উড়ার ধরণও অনেকটা প্রজাপতির মতো। তাই এর নাম দেয়া হয়েছিল 'Painted Bat' বা 'Butterfly Bat'। বাংলায় এর নাম দেয়া হয়েছে 'প্রজাপতি বাদুর'।
ভারতের কিছু রাজ্য এবং দক্ষিণ -পূর্ব এশিয়ার কিছু দেশে এখনো এই বাদুর দেখা গেলেও বাংলাদেশে সর্বশেষ দেখা গিয়েছিল ১৮৮৮ সালে। এরপর অনেক খুঁজেও কেউ এই বাদুরের সন্ধান দিতে পারে নি। তাই বিশ্বের বন্যপ্রাণী বিষয়ক সংস্থা এবং জার্নালগুলোয় বাংলাদেশ থেকে প্রজাপতি বাদুর বিলুপ্ত হয়েছে বলে জানানো হয়েছিল।
মধুপুর বনে পাওয়া গেছে বলে দেশের আরও কিছু বনে প্রজাপতি বাদুর থাকতে পারে বলে প্রানিবিজ্ঞানীরা ধারণা করছেন। অন্যান্য বাদুরের তুলনায় এই প্রজাতির বাদুর ধীরে চলে। এরা দিনের আলোয় কম বের হয়, রাতেই বিভিন্ন পোকামাকড় শিকার করে। এদের উজ্জ্বল বর্ণের কারণে সহজেই অন্যান্য শিকারি প্রাণী এদের দেখতে পায়। আর সহজেই এদের শিকার করতে পারার কারণে এদের সংখ্যা দ্রুত কমে এসেছে। এরা সাধারণত বছরে একবার প্রজনন করে এবং একসাথে মাত্র একটি বাচ্চা জন্ম দেয়।
বাস্তুতন্ত্রে এদের উল্লেখযোগ্য ভূমিকার কারণে এই প্রাণীটিকে সংরক্ষণ করার দাবি জানান দেশীয় প্রানিবিজ্ঞানীরা। এই বিপন্নপ্রায় প্রজাতি রক্ষায় সকলকে সাহায্যের আবেদন করেন তারা।

Level 0

আমি মো.জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস