সার্চ এর দৈত্য গুগল সম্প্রতি অপারেটিং সিস্টেম তৈরির ঘোষনা দিয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘোষনা দেয়। গুগল বলে এটি হবে অনেক ফাসটার এবং ওপেন সোর্চ। গুগল ইতিমধ্যে হার্ডওয়্যার নির্মাতা কোম্পানি গুলোর সাথে দেখা করে তাদের এ পরিকল্পনার কথা বলেছে। গুগল আশা করে ২০১০ সালের মধ্যবর্তী সময়ের মধ্যে অপারেটিং সিস্টেম বাজারে ছাড়তে পারবে। অপারেটিং সিস্টেমের সামান্য বনর্নায বলা হয়, এটার ইন্টার নেট দিকটাতে বেশি জোর দিবে গুগল। অথার্ত সাইট ব্রাইজ না করে অধিক দ্রুত ইমেইল পড়ার ব্যাবস্থা, দ্রুত ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি। এছাড়াও ব্যবহার কারিকে যেন কোন কারনে ডাটা হারাতে না হয় সেরকমও ব্যবস্থা থাকবে। এ সিস্টেমে ব্যবহার কারিকে হার্ডওয়্যার কনফিগারেশন এর তেমন ঝামেলা পোহাতে হবে না। এবার ঝকন গুগল অপারেটিং সিস্টেমে হাত দিয়েছে সুতরাং আমি মনে করি বিলগেটস বা মাইক্রসফট এর দিন শেষ। আপনারা কি মনে করেন?
তথ্য সূত্র: ইন্টারনেট।
Product development president of google
আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]
একটা সুখবন দিলেন। মাইক্রসফট থেকে অনেকেই মুক্তি চায়। মুক্তমন….মুক্তকোড…