অপারেটিং সিস্টেম তৈরির ঘোষনা দিল গুগল। মাইক্রোসফট এর বড় প্রতিদন্দি হল গুগল

সার্চ এর দৈত্য গুগল সম্প্রতি অপারেটিং সিস্টেম তৈরির ঘোষনা দিয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘোষনা দেয়। গুগল বলে এটি হবে অনেক ফাসটার এবং ওপেন সোর্চ। গুগল ইতিমধ্যে হার্ডওয়্যার নির্মাতা কোম্পানি গুলোর সাথে দেখা করে তাদের এ পরিকল্পনার কথা বলেছে। গুগল আশা করে ২০১০ সালের মধ্যবর্তী সময়ের মধ্যে অপারেটিং সিস্টেম বাজারে ছাড়তে পারবে। অপারেটিং সিস্টেমের সামান্য বনর্নায বলা হয়, এটার ইন্টার নেট দিকটাতে বেশি জোর দিবে গুগল। অথার্ত সাইট ব্রাইজ না করে অধিক দ্রুত ইমেইল পড়ার ব্যাবস্থা, দ্রুত ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি। এছাড়াও ব্যবহার কারিকে যেন কোন কারনে ডাটা হারাতে না হয় সেরকমও ব্যবস্থা থাকবে। এ সিস্টেমে ব্যবহার কারিকে হার্ডওয়্যার কনফিগারেশন এর তেমন ঝামেলা পোহাতে হবে না। এবার ঝকন গুগল অপারেটিং সিস্টেমে হাত দিয়েছে সুতরাং আমি মনে করি বিলগেটস বা মাইক্রসফট এর দিন শেষ। আপনারা কি মনে করেন?

তথ্য সূত্র: ইন্টারনেট।
image021.jpg

image03.jpg

Product development president of google

Level 0

আমি হাবিবুর ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 223 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট সম্পর্কে সামান্য কিছু জানি। ইন্টারনেটেই সারাদিন ঘুরি। আমার নিজ্বস্ব সাইট www.bdwebzone.com. কারো প্রয়োজনে আসলে ধন্য মনে করবো। [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটা সুখবন দিলেন। মাইক্রসফট থেকে অনেকেই মুক্তি চায়। মুক্তমন….মুক্তকোড…

Level 2

দেখা যাক কি হয়!!!!

ধন্যবাদ এমন একটি সুখবর দেবার জন্য, আমিও চাই এম এস হতে মুক্তি, ফ্রি লিনাক্স ব্যবহার করার চেষ্টা করেছি অনেক, তবে হার্ড ওয়ারের জটিলতার কারনে সেই ব্যবহার স্থায়ী হয়নি। এখন গুগোল যদি সব হার্ডওয়্যার এর সাথে কম্প্যাটিবল ও এস বের করে এবং তাও আবার ওপেন্‌ সোর্স তাহলে তো সোনায় সোহাগা।

গুগল অপারেটিং সিস্টেমের এটাই সবচেয়ে বড় চমক হবে। কোন হার্ডওয়্যার জটিলতা হবে না। এজন্যই তারা হার্ডওয়্যার নির্মাতাদের সাথে আগেই কনফারেন্স করেছে।

কালকে প্রথম আলোতে নিউজ টা দেখলাম। মন উস খুস করছে কবে আসবে।

আয় হায় কনকি গেটসেতো গলায় দড়ি দিব !!!!!!!!!

Level 0

এটা ছিল ২০০৯ সালের কথা । আর আমি যখন পোস্টটি পড়ছি তখন ২০১২ সালের ৩০ জুলাই। বোঝেন তাহলে । এমন নিউজ দিলেন যে এখন পর্যন্ত এর নাম শুনলাম না।

Level 0

এখন ২০১৪ সাল এর মাঝামাঝি সময়। এখনো গুগল এর অপারেটিং সিস্টেম এর কোন খবর নাই । চরম একটা নিউজ দিয়াছেন ফিরোজ ভাই। ২০০৯ সালের যেইদিন টিউন টা করেছিলেন সেইদিন রাতে হয়তো স্বপ্নে দেখেছিলেন মনেহয়।

2015 এর শেষের দিক। মানে 2016 এর শুরু but Google এর খবর নাই। 2009 সালের পোষ্ট।

আর আজ ২৪ জানুয়ারী ২০১৭, সময় কত দ্রুত কেটে যায়!