বন্ধুরা সবাই কেমন আছেন?
যুক্তরাষ্ট্রের নাসার 'অনারেবল ম্যানশনে চ্যাম্পিয়ন' তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। ‘স্পেস অ্যাপস প্রতিযোগিতা ২০২০’ এ 'অনারেবল মেনশন' বিভাগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 'বুয়েট জেনিথ' দল বিজয়ী হয়েছে। যে ফলাফল টি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে বাংলাদেশের ‘বুয়েট জেনিথ’ এ দলটির নাম প্রকাশ করেছ।
বিশ্বের ১৫০ দেশের ৩৮০০ প্রজেক্টের মধ্যে এই বিশেষ খেতাব অর্জন করে ‘বুয়েট জেনিথ’। দলটির সদস্যরা হলেন হাসান মাসুম, জিহাদুল করিম, রাবিব যাহিন, তামিমুল এহসান, মেহরাব হক, ফাবিহা তাসনীম। এ প্রসঙ্গে দলটির সদস্য মেহরাব হক গণমাধ্যমকে জানান, সঙ্গে স্যাটেলাইট সংযোগ বৃদ্ধির কাজ করেছেন। কোন স্যাটেলাইট মহাকাশে কোন অবস্থায় রয়েছে এবং এসব তথ্য সংগ্রহ করে সবার কাছে পৌঁছে দেয়ায় তাদের প্রকল্পের উদ্দেশ্য বা কাজ। এসব তথ্য সংগ্রহ করে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেয়া হলো তাদের প্রকল্পের মূল কাজ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের তত্ত্বাবধানে এ দলটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজক হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস দেশের নয়টি শহরের 'নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ-2020' বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করে। চূড়ান্ত পর্বে ঢাকা জেলার টিম ‘বুয়েট জেনিথ’ ও ‘ভ্যাকপিকার’ নামে বরিশাল জেলার টিম গ্লোবাল ফাইনালিস্ট ৪০ টিমের ভিতর জায়গা করে নেয়।
এর আগে নাসা থেকে ২০১৮ সালে বেস্ট ডাটা ইউজার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেখান থেকে রানার্সআপ দল এর ১৭ টি প্রজেক্ট নাসার জমা দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন 'অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস' বা বেসিস।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে 'নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০' এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অনারেবল মেনশন তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ৩ হাজার ৮০০ প্রকল্পের মধ্যে বাংলাদেশের টিম ‘বুয়েট জেনিথ’ গ্লোবাল ফাইনালিস্টের অনারেবল মেনশন তালিকাতে স্থান করে নিয়েছে।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেছেন, যুক্তরাষ্ট্রের নাসা স্পেস অ্যাপ প্রতিযোগিতায় বাংলাদেশ 2018 সালের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দল 'বুয়েট জেনিথ' আবারো দেশের নাম উজ্জ্বল করেছে। এটি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এছাড়া তিনি বলেছেন, বারবার বাংলাদেশের তরুণরা দেশকে এভাবেই বিশ্বের দরবারে সম্মানজনক স্থানে তুলে ধরবে বলে আমার বিশ্বাস।
বন্ধুরা এই ছিল আজকের টিউন। যদি টিউনটি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)