প্রতিদিনের খবর/সকল পত্রিকা পড়তে আমাদের এই ওয়েবসাইটটি আপনাদের সহায়ক হবে বলে আমরা মনে করি।
সংবাদপত্রে মানদণ্ড : একটি সংবাদ পত্রের চারটি গুণ থাকা আবশ্যক। যথা:
(১) সহজপ্রাপ্যতা: একটি সংবাদ পত্র সহজে জনসাধারণের কাছেই থাকবে। যেমন দোকান, লাইব্রেরি, হকার্স দ্বারা ঘরে ঘরে পাঠেয়ে ইত্যাদি। বর্তমানে এতই সহজপ্রাপ্য যে ইন্টারনেটে দেশের বা বিশ্বের জনপ্রিয় সংবাদপত্রগুলাে সহজেই দেখা যায় ও পড়া যায়।
(২) পর্যাবৃত্তি: যেসকল পত্রিকা দৈনিক, সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক বা অন্য যেকোনাে ধারায় প্রকাশ করা হয় সেগুলাে তাদের নির্দিষ্ট সময় পর পর পুনঃ পুনঃ প্রকাশ করবে। এই ধারার পরিবর্তন হয় না। যেমন যে পত্রিকা সাপ্তাহিক ভাবে প্রকাশিত হয় সেটি প্রতি সাত দিন পর পর অবশ্যই প্রকাশিত হবে এবং এই ধারা ভঙ্গ হবে না।
(৩) সাম্প্রতিকতম: সংবাদপত্র যে পর্যাবৃত্তিতেই প্রকাশিত হােকনা কেন তা অবশ্যই হতে হবে সর্বশেষ সত্য সংবাদে পূর্ণ।
(৪) সাবর্জনীনত্ব: সংবাদপত্র অবশ্যই হতে হবে সব মানুষের জন্য। কোনাে বিশেষ ধর্ম, বর্ণ বা বিশেষ গােষ্টিকে উদ্দেশ্য করে প্রকাশ হবে না বা অন্য গােষ্টিকে তাচ্ছিল্য করবে না। সংবাদপত্র হবে সকলের।
একটি ভালাে মানের পত্রিকার এই চারটি দিক অবশ্যই থাকে।
এখানে পাবেন All Bangla Newspaper, Magazine, epaper, Jobs site, Indian Newspaper etc.
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।