আমেরিকানরা নাকি ফটোশপে খুবই কাচাঁ!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ভাই অহেতুক প্যাচাল খাড়া করার জন্য আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি । তবে যে সব ফটোশপ টেকি  ভাইয়েরা আছেন তারা এই টিউনটি দেখে জাতিকে সহ আমাকে ধাধা থেকে বাচান। নিচের ছবিটা যদি স ত্য হয় তবে কি  আমেরিকানরা  ফটোশপে খুবই কাচাঁ!  আমি যদিও আমেরিকানদের থেকেও কাচা তাতে কি ?

Level 0

আমি এ কে এম বোরহানিছ বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানার কোন শেষ নাই ,


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই চিন্তায় পড়ে গেলাম………………….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কাঁচা তো হবেই, উদার মনষ্ক আমেরিকানরা ফটোশপ তো আমাদের ফ্রিল্যান্সিং এবং পাইরেসিং করে আনন্দ দানের (!) জন্য বানাইছে। নিজেদের ব্যবহারের জন্য তো বানায় নাই। তারা কি এখন এসব ফালতু সফট ব্যবহার করে? কিন্তু ক্যান এইরকম সিচুয়েশনে না শিখা টেস্ট করতে গেল 🙁

কোন ধরনের পোষ্ট?

ভালই দেখাইলেন ……………….>" "<

    ভাই আমি কিন্তু কিচ্ছু দেখাই নাই ।যাস্ট জাতির কাছে তথা তেকিদের কাছে জানতে চেয়েছি যে ছবিটা কি ঠিক না এটাও ভূল ।তবে মন্তব্যর জন্য অনেক ধন্যবাদ

Level 0

কপি পেস্ট করে দিলেন? http://www.sonarbangladesh.com/blog/ronyraj96/38958

to be or not to be

Level 0

ভাই,লাদেন মারা গেছে,এটা এখনও আমি বিশ্বাস করি না। ফটোশপে এ ধরনের ছবি সহজেই বানানো যায়। এর জন্য লাদেন বা লাদেনের মত চেহারার কেউকেই যে মারতে হবে এমন কোনো কথা নেই।
আমার ফটোশপ জোন এর পর্ব-৮ টি দেখলেই আপনিও হয়তো এই টাইপের ছবি বানিয়ে ফেলতে পারেন।

    হ্যা ভাই আমারো তাই মনে হয় ।

    Level 0

    আমার ও বিশ্বাস হয়না যে লাদেন মারা গেছে । যে লোকটাকে আমেরিকা ১০ বছর ধরে তন্ন তন্ন করে খুঁজছে সেই লোক কি না ৪০ মিনিটের আক্রমণে শেষ !!!!! তার আত্মরক্ষা ব্যাবস্থা কি এতই দুর্বল ছিল ??? এটা হয়ত আমেরিকার একটা টেক যা নিয়া টিটি তে কিছুদিন পরে টিউন হবে ।

যারা এই ফটো তৈরী করেছে তাদেরকে টেকটিউনসের ফটোসপের টিউটোরিয়াল গুলোর লিংক দিয়ে দিন।

কম খারাপ না…………।:D:D:D:D:D
তবে এটা কোন বিষয় না, কাচা মানুষ কাচা কাজ করে এটা পুরান কথা, হয়তো ফটোশপ শিখতেছে তাই একটু ট্রাই মারলো আরকি।
জনগন কে বোকা বানাতে গিয়ে নিজেরাইযে বোকা সেটা বুঝালো ।
তবে ফটোশপ কেনো আরো জত সফট আছে তা দিয়েও মিথ্যা কে ঢাকতে পারবে না ।

Level 0

ও ভাইয়েরা……আপনারা কি খবর দেখেন? আমেরিকা কিন্তু লাদেন এর লাশ এর কোনো ছবি প্রকাশ করেনি।এই ছবি টা পাকিস্তান এর GEO চ্যানেল প্রকাশ করেছে।

ওবামা প্রশাসন বলেছে তাদের কাছে লাদেন এর লাশ এর ভিডিও এবং ছবি আছে।যখন সময় হবে তখন তারা তা সবার কাছে প্রকাশ করবে।

    ভাই আপনি শিওর ?(ভাবার ইমো হবে )

    Level 0

    লাশ ছিল আমেরিকার হেপাজতে আর ছবি তুলছে পাকিস্তানের GEO চ্যানেল !!!??? খবর এ বলছে ওবামা এবং তার সরকার এর উদ্দতন কর্মকর্তারা লাদেন হত্যার অভিযান টা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে । তাইলে তারা ওই ক্লিপ টা সেভ করলনা কেন ? তাদের তো উচিত ছিল এই মহা আনন্দের ( ! ) বিষয় টা BBC এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করার ।

    mukut vai geo channel chobi pailo kamne???

    Level 0

    আমি কি জানি?
    টিভি তে নিউজ এ দেখেছি।বাকিটা চ্যানেল আই কে জিজ্ঞেস করুন

টিউ্ন টা সময়ের সাথে যুগোপযুক্ত… ধন্যবাদ ।

ছবিটা একটা দীর্ঘ ভাবনার সুচনা করল। আপনাকে ধন্যবাদ।

আপনি মনে হয় ভুল করছেন. আপনি খবর ভালো করে দেখেন এই ছবি আমেরিকা দেই নাই। এটা BBC দিয়েছে.. যখন কোন ধরনের ছবি ও ভিডোও পাই নাই।

    Level 0

    লাশ ছিল আমেরিকার হেপাজতে আর ছবি তুলছে BBC চ্যানেল !!!??? খবর এ বলছে ওবামা এবং তার সরকার এর উদ্দতন কর্মকর্তারা লাদেন হত্যার অভিযান টা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে । তাইলে তারা ওই ক্লিপ টা সেভ করলনা কেন ? তাদের তো উচিত ছিল এই মহা আনন্দের ( ! ) বিষয় টা BBC এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করার ।

কি জানি ভাই বোজিনা এটা আমিরিকার কোন ধরনের নাটক। হয়তোবা লাদেনের অধ্যায় শেষ করতে কোন এক নিরিহ মানুষকে হত্যা করে লাদেন বলে চালিয়ে দিল।

Level 0

এটা হতে পারে ওবামার মধ্যবর্তী নির্বাচনের জন্য জনপ্রিয়তা পাওয়ার কোশল ।

ভাইরে চিন্তাই ফালাই দিলেন।

এই টিউন টা আমেরিকান দের দেখানো দরকার।আর বোজানো দরকার বাঙালি বলেই যে আমরা কিছুই বুজিনা এইটা ঠিক না, আমরা অত আবুল না 😀

Level 0

হেরা দুনিয়ার মানুষরে আবুলই ভাবে। চান্দে না গিয়াও কয় চান্দে গেছে। হেই ছবি আবার মাইনসের লাইভ দেখায়। যেইখানে বাতাস নাই ওইখানেও হেগো পতাকে বাতাসে উড়ে। হেঃ হেঃ হেঃ পুরা আবুল। আমি জন্মেও বিশ্বাস করি না হেরা চান্দে গেছে। আধুনিক টেকনোলজির যুগেও নির্বিচ্ছিন্ন লাইভ খেলা দেখতে ডিস এন্ট্যানা লইয়া টানা টানি শুরু হইয়া যায়। আর হেরা নাই মানদাতার আমলেও লাইভ দেখাইছে হেও চান্দে বইয়া। হেঃ হেঃ হেঃ পুরা আবুল।

Level 0

আমেরিকার দাদাগিরি দিনকেদিন বেড়েই চলেছে।

আমার মনে হয় না ,এটা লাদেন এর ছবি। কারন লাদেন কে মারল, অথচ আল কায়েদার উল্লেখ যোগ্য কোন বক্তব্য দেখতেছিনা।

ভাই লাদেন কিডা?

ওই যে সেদিন আপনার বাড়ীতে দাওয়াত খেতে গিয়েছিলাম যাকে নিয়ে….। উনিই লাদেন।
আপনার হয়ত মনে নেই….. খাওয়া শেষে উনি আপনাকে একটি উপদেশ দিয়েছিলেন…। “আমেরিকার হাতে কখনো আত্মসমর্পন করবেনা”।