কেমন আছেন সবাই? অনেক অনেক অনেক দিন পর টেকটিউনস এ টিউন করতে পেরে অনেক ভাল লাগছে। আমি জানিনা সবার এত ভাল ভাল টিউন এর ভিড়ে আমার টিউন এর কোথায় জায়গা হবে?
Ok থাক এসব কথা। সবার মূল্যবান সময় নষ্ট করতে চাইনা। রবীন্দ্রনাথ ঠাকুর কে চেনেনা এমন লোক মনে হয় নেই। আমি আজ এমন একটা সাইট এর কথা বলব যে সাইটে রবীন্দ্রনাথ ঠাকুর এর স্বরচিত সব অবতরণিকা | উপন্যাস | গল্প | নাটক | গান (স্বরলিপি সহ) | কবিতা | প্রবন্ধ |
অচলিত সংগ্রহ সব কিছু পাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতেও পারবেন অনেক কিছু। এমন কি পছন্দের গান ,উপন্যাস, গল্প, কবিতা ই-মেইল ও করতে পারবেন দরকার হলে সরাসরি প্রিন্ট ও করতে পারবেন। আর যারা রবীন্দ্র সঙ্গীত চর্চা করেন তারা স্বরলিপি সহ গান পাবেন।আর একটা জিনিস সবাই কে উপহার স্বরূপ দিতে চাই ………… তা হল “গীতবিতান” এটি একটি পিডিএফ ফাইল চাইলে সবাই ডাউনলোড করে রাখতে পারেন………আর এত সুন্দর করে এটা organize করা যে দেখলে মন ভাল হয়ে যাবে।
আমি অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আপনাকে…. চমৎকার এই সাইট টি ও বইটির জন্যে। 🙂