সরকারি চাকুরী না পেলে আমার জীবন বৃথা। আমার পড়ালেখা বৃথা। সমাজে মুখ দেখাবো কি ভাবে?
এইসব যারা চিন্তা করেন তাদেরকে দু একটা কথা বলবো।
আচ্ছা বাংলাদেশে প্রতিটা চাকরির আবেদনে আবেদন কারীর সংখ্যা আপনি দেখেছেন তো? আর এখন প্রায় সবাই একটিভ। সবাই খুব পড়ালেখা করেন।
এত ঠেলা ধাক্কার পর আপনি যদি রিটেনে টিকেও যান তবুও কিন্তু আরো অনেক ঝামেলা আছে। যা শুধুমাত্র আপনার মেধা দিয়েই সমাধান করতে পারবেন কিনা সন্দেহ।
তাহলে কেন শুধুমাত্র সরকারি চাকরি করতে হবে?
২৪ বছর লেখা পড়া করার পর ৩০ বছর পর্যন্ত কিছুই করেন না সরকারি চকরির আশায়। ভেবে দেখুন। আপনি শিক্ষিত তাই আমি যথেষ্ট স্মার্ট আর বুদ্ধিও রাখেন। লাভ লোকসানের হিসেব টা অল্প শিক্ষিত কারো থেকে আপনি ভাল বুঝবেন স্বাভাবিক। ৬ বছর যদি বসে না থেকে আপনি অন্য কোন কোম্পানিতে জব নেন তাহলে হয়তো এই ৬ বছরে আপনি অনেক ভাল পজিশনে যেতে পারবেন বা ছোট খাটো পুঞ্জি (মুলধন) দিয়ে ব্যবসা শুরু করেন, নিজেই অনেক আইডিয়া বের করতে পারবেন। আর গুগলে ইউটিউবেও অনেক আইডিয়া পেতে পারেন। তাহলে কিন্তু ৩০ বছরের সময় আপনি পুরোপুরি স্বাবলম্বী হয়ে যাবেন। তখন চাকরি না পাওয়া হতাশ বন্ধুটিকে চাকরি দেয়া যোগ্যতা আপনার থাকবে।
বলবো না প্রথমেই অনেক বড় কিছু করেন। আগে ছোট কিছু করেন তারপর আস্তে আস্তে বড় করে নিন। আপনি পারবেন এই বিশ্বাসটা নিজের মাঝে আনুন। ইচ্ছা থাকলে উপায় হবেই। আর বিখ্যাত মানুষের মাঝে খুব অল্প সংখ্যক মানুষ ই সরকারের চাকর ছিলেন। যারা ছিলেন তারাও সংখ্যায় নগণ্য।
আর যারা ভাবছেন সরকারি চাকরি না করলে বউ পাবেন না তাদেরকে বলছি সরকারি চাকরি যদি নিশ্চিত পাওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করুন। তবে চাকরি করেন আর না করেন আপনার জন্য যাকে নির্দিষ্ট করে সৃষ্টা কর্তা রেখেছেন আপনি তাকেই পাবেন।
ভাল লাগলে আমার ছোট ওয়েবসাইটে ঘুরে আসবেন - mohinbd24.com
আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com