বাংলাদেশের বাজারে এল নকিয়ার বিজনেস স্মার্টফোন ই৭ ‘কমিউনিকেটর’। ২৩ এপ্রিল থেকে এটি দেশের বাজারে পাওয়া যাবে।গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় নকিয়া ইএ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, গ্রাহকেরা এমন একটি সমাধান খুঁজছিলেন, যা একই সঙ্গে অফিস ও ব্যক্তিগত জীবনের সমন্বয় করতে পারে। ব্যবসা পরিসরে এটি ‘কনজ্যুমারাইজেশন অব আইটি’ হিসেবে পরিচিত। নকিয়া ই৭ গ্রাহকদের জন্য এমন একটি স্মার্টফোন, যেখানে নিজেদের কর্মক্ষেত্রে গ্রাহকেরা করপোরেট মেসেজিং সার্ভারের সঙ্গে যুক্ত হতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, নকিয়া ই৭-এ মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে যোগাযোগের ব্যবস্থা আছে। এতে চার ইঞ্চি ডিসপ্লে, পূর্ণাঙ্গ কি-বোর্ড এবং অভি স্টোরের সুবিধা রয়েছে। পাশাপাশি মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে করপোরেট ইনবক্স, ক্যালেন্ডার, কনটাক্টস, টাস্কস ও করপোরেট ডিরেক্টরির সুবিধা আছে এই ফোনে।
এই ফোনের মাধ্যমে উদ্যোক্তারা মোবাইল মেসেজিং অবকাঠামো ব্যবহার করে প্রশাসনিক, লাইসেন্সিং ও সংরক্ষণ বাবদ অনেক খরচ বাঁচাতে পারেন। নকিয়া স্মার্টফোনের জন্য মাইক্রোসফট অফিস কমিউনিকেটর মোবাইল উদ্ভাবন করেছে। এই মুঠোফোনটিতে একই ভিউ থেকে ১০টি ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা রয়েছে। এতে অ্যাডব রিডার, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এইচডিএমআই সংযোগ সুবিধা ইত্যাদি রয়েছে। এর দাম হবে ৪৮ হাজার ৫০০ টাকা।
মুল পেজ নিচে
http://www.prothom-alo.com/detail/date/2011-04-23/news/148670
আমি Tarif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student of honours 3rd yr.My subject is chemistry.nu university.kushtia
যদি এটা android os হতো তাহলে জটিল হতো