জ্যাকসনের মৃত্যুতে থমকে ছিল ইন্টারনেটও

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মাইকেল জ্যাকসনের মৃত্যু যেমন লাখো লাখো মানুষকে থমকে দিয়েছে, ঠিক তেমনি কয়েক ঘন্টার জন্য থমকে দাঁড়িয়েছিল গুগল নিউজের মত শক্তিশালী সার্চ ইঞ্জিন।

ঘটনাটা ঘটে ঠিক যখন মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর আসে ঠিক তখনই। সকলে ভেবেছিল তাঁর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এরপর একের পর এক ক্লিক। কোটি কোটি মানুষের একই বিষয়ের উপর হামলে পড়ার পর থেমে যায় গুগলের গতি। সেই সময়ে যে কোন ইন্টারনেট ব্যবহারকারী যখন মাইকেল জ্যাকসনের নাম দিয়ে গুগল নিউজের খোঁজ বাটনে চাপ দিয়েছে, সেই দেখতে পেয়েছে এরর পেজ। আর এই ভুলপাতার সঙ্গে দেখা গেছে একটি ছোট্ট কথা -ভাইরাস সচেতন করার বক্তব্য।

gglerr.png

গুগলের মুখপাত্র গ্যাব্রিয়েল ষ্টাইকার এই বিষয়টি স্বীকার করে বললেন, ঘটনাটি ঘটেছিল। তখন সময় ছিল প্রশান্ত মহাসাগরীয় সময় দুপুর ২ টা ৪০ থেকে ৩ টা ১৫ মিনিটের মধ্যে। এ সময়ের মধ্যে মাইকেল জ্যাকসন বিষয়ক রির্পোটগুলো খোঁজ করলেই ভুল পাতা বা এরার পেইজ দেখা গেছে। এ সবই হয়েছে অধিক সংখ্যক মানুষ একই সঙ্গে হিট করার কারণে।

কেবল গুগল নয়, টুইটারও আঘাত খেয়েছিল একই কারণে। আর এই সামাজিক মাধ্যমটিতে প্রতি ঘন্টায় হিট হয়েছে ১ লাখ। মাইকেল জ্যাকসন সম্পর্কে এক ঘন্টায় সেখানে আপডেট হয়েছে সাড়ে ৩৫ হাজার মাইক্রোব্লগ।

 

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Really shocking

Level 0

this proves the popularity of the king of the pop.

Asoleo Onek Koster….AR kisui Bolar Nai….Dhonnobad Tune er Jonno……

প্রথমেই টিউনের জন্য ধন্যবাদ। তবে আপনাকে সোর্স ইনফরমেশন আরেকবার দেখে আসতে অনুরোধ করবো। আপনি এটি বিবিসি টেকনোলজি থেকে নিয়েছেন। সম্পূর্ণ খবরটাই ঠিক আছে, তবে শুরুতে একটু ভুল বলে ফেলেছেন।
আপনি বলেছেন সকলে ভেবেছিল তাঁর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। কথাটা ঠিকমতো পড়ে আসবেন দয়া করে। বলা হয়েছে, গুগল ভেবেছে তাদের সার্ভার হ্যাক বা অ্যাটাক করা হয়েছে যে কারণে কোটি কোটি ইউজার এরর পেজের সম্মুখীন হচ্ছিল।
আর প্রতি ঘণ্টায় হিট এক লাখ না, বরং প্রতি ঘণ্টায় মাইকেল জ্যাকসনের নাম উল্লেখ করে টুইট আপডেট হয়েছে ১ লাখেরও বেশিবার।

আশা করি সংশোধন করে নেবেন।

যাই হোক এ থেকে বোঝা যায় মাইকেল ঝ্যাকশনের উপর মানুষের ভালবাসা কতখানি।

আসলেই কঠিন

আসলেইতো তাই, এই কারণেই টিউনমেন্ট এতো কম।