গত একমাস ধরেই গ্রাহকরা বলে আসছিল তাদের কিউবি প্যাকেজের গতি দ্বিগুন হয়ে গেছে । কিন্তু অনেকেই আশঙ্কা করছিলেন হয়তবা কোন ভূলের কারণে এমনটি হচ্ছে ।
কিন্তু আজ গ্রাহকদের মেইল দিয়ে জানিয়ে দেয়া হচ্ছে বর্তমান সব প্যাকেজের স্পিডই দ্বগুন করা হয়েছে । অর্থাৎ আের সব প্যাকেজ একই দামে একই লিমিটে ব্যান্ডউইড দ্বিগুন পাওয়া যাবে । মেইলে নতুন প্যাকজগুলোও দেয়া হয়েছে ।
আগামীকাল পত্রিকায় ও ওয়েবসাইটে এই প্যাকেজগুলোর অফিসিয়াল ঘোষণা দেয়া হবে ।
এটি কোন বিজ্ঞাপনমূলক নয়, বরং বড়ই খুশি হয়ে দেয়া পোষ্ট
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হুম আমি আরও এক মাস আগেই ৫১২ পাইছি। ওহ দারুন মজা কিউবি ইজ বস। 😀