সারা বিশ্ব যার সঙ্গীতের ছন্দে নাচতে শুরু করতো পপ গানের সেই জীবন্ত কিংবদন্তী মাইকেল জ্যাকসন (৫০) আর নেই। বাংলাদেশ সময় শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি মারা যান। সঙ্গীতে তার অনন্য মেধার পাশাপাশি ঘটনাবহুল জীবনযাপন আর যৌন কেলেংকারির অভিযোগে দুনিয়াজুড়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন জ্যাকসন।
লস এঞ্জেলেস কাউন্টি করোনর অফিস থেকে ফ্রেড কোরাল জানান, স্থানীয় সময় দুপুর ২টা ২৬ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর কারণ জানা যায়নি। শুক্রবার তার ময়না তদন্ত করা হতে পারে। জ্যাকসনের ভাই জেরেমিন সাংবাদিকদের জানান, জ্যাকসন বাসায় অসুস্থ হয়ে পড়লে ব্যক্তিগত চিকিৎসক তার স্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। প্যারামেডিকরা এসে অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা এক ঘণ্টার বেশি চেষ্টা চালানোর পর তিনি বেঁচে নেই বলে জানান।
'থ্রিলার', 'বিলি জিন' সহ দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়া তার অ্যালবাম, গানের সঙ্গে তার ব্যতিক্রমী সৃষ্টিশীল নাচের লয়ছন্দ, স্টেজে অনন্য পারফরমেন্সে তিনি বিশ্বে কোটি কোটি ভক্তের শরীরমনে কাঁপন জাগিয়ে তুলতেন। = বিডি নিউজ২৪
এটি একটি সাময়িক পোস্ট
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
dokko pailam. tobe tar যৌন কেলেংকারির subjecta akta sorojontro,ai karone je sa muslim hoisilo
oi beta sakil tor somossa ki khali ulta palta মন্তব্য des. মরার আবার জাত কি?’ mane. beta oni to muslim silen . tate tor somossa ki?
মাইকেল জ্যাকসন তার নামের প্রতি সুবিচার করেছেন। কারণ কালো মানুষ হয়েও তিনি আমেরিকার মত জায়গায় বণবাদের উদ্ধে অবস্থান করেছেন। মারটিন লুথার কিং কালো মানুষদের নেতা ছিলেন। মোহাম্মদ আলী কালো বলেই গন্য হন। ওবামাকেও কালো প্রেসিডেন্ট বলা হয়। কিন্ত মাইকেল জ্যাকসন তার ব্যক্তিত্বের কারণে বণবাদের ছাপ তার উপর পড়েনি। তবে তিনিও নিজেকে কালো থেকে সাদা হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তার এ চেষ্টা বনবাদ হিসাবে গন্য করা হয়নি। ফ্যানরা তার এ কাজকেও ফান হিসাবে নিয়েছে। এতে বণবাদের আচড় লাগেনি।
মামুন ভাই- কে প্রশ্নঃ Bux.to কি সঠিক ভাবে টাকা প্রদান করবে / কেউ কি Bux.to থেকে ইনকাম করে হাত পযর্ন্ত পেয়েছিল?
so sorry for this muslim