তবে সাবধান! সব টুইটার মেসেজই নিরাপদ নয়

টুইটার নিয়ে সাম্প্রতিককালে যেমন মাতামাতি শুরু হয়েছে, তেমনি টুইটার নিয়ে ব্যবহারকারীদের মাঝে সতর্কতার মাত্রাও অনেক কম। সংবাদ পরিবেশনের নামে টুইটারে ছড়ানো হচ্ছে বিভিন্ন ক্ষতিকর সফটওয়্যার আর মেলওয়্যার এর লিংক। সাধাসিধা ইন্টারনেট ব্যবহারকারীরা এসব লিংকে ক্লিক করলেই কম্পিউটার চলে যেতে পারে সাইবার অপরাধীদের দখলে।

স্পেনভিত্তিক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান পান্ডার নিরাপত্তা বিশ্লেষক সান-পল কোরেল জানিয়েছেন, সাইবার অপরাধীরা টুইটারে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হাজারো বার্তা পাঠাচ্ছে যার সঙ্গে রয়েছে ক্ষতিকর সফটওয়্যার ও মেলওয়্যার এর লিংক।

মেলওয়্যার হচ্ছে এক ধরণের ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটারের মালিকের অনুমতি ছাড়াই তৃতীয় পক্ষের হাতে অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ তুলে দিতে সক্ষম এবং একইসঙ্গে বিভিন্ন ক্ষতিকারক সফটওয়্যার নিজে থেকেই সেটআপ করতে পারে। সাইবার অপরাধীরা সাধারণত এই সব মেলওয়্যার এর মাধ্যমে অন্যের কম্পিউটারের নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে।

সাম্প্রতিক সময়ে ইন্টারনেট জগতে মেলওয়্যার এর বিস্তৃতি বাড়ছে ব্যাপক আকারে। এন্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি-র হিসেব অনুযায়ী, আগের বছরের চেয়ে ২০০৮ সালে মেলওয়্যার এর বিস্তার বেড়েছে ৫০০ গুন। একইসঙ্গে এফবিআই-র তথ্য অনুযায়ী গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধ বেড়েছে বিগত সময়ের চেয়ে ৩৩ শতাংশ।

অবশ্য মেলওয়্যার আর সাইবার অপরাধ বৃদ্ধির ফলে এক অর্থে লাভবান হচ্ছে এন্টিভাইরাস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোই। এই দেখুন না, এ বছর প্রথম চারমাসেই ম্যাকাফির ব্যবসা বেড়েছে গত বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ। যদিও সাইবার অপরাধীদের সঙ্গে লড়তে সক্ষম সুরক্ষা সফটওয়্যার তৈরিতে হিমশিম খাচ্ছে তারা।

সে যাই হোক, সাম্প্রতিক ইরান ইস্যু কিংবা ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মতো ঘটনাগুলোর সময় টুইটারই কিন্তু এগিয়ে আসছে নানা তথ্য নিয়ে। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও ইন্টারনেট ব্যবহারকারীরা হুমড়ি খেয়ে পড়ছে টুইটারে, জানতে চাচ্ছে অল্প কথায় সর্বশেষ আপডেট।

Source: deutsche welle

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মিথুন ভাই কেমন কেমন জানি লাগলো টিউনটা পড়ে, কেননা কালকের একটা টিউনে আপনি টুইটারের বিস্তারিত প্রশংসা করেছিলেন ।
তবুও ধন্যবাদ রইল ।

সোহেল ভাই এই খবরটা আমি আজকেই পেয়েছি। প্রথমে আমার কাছেও কেমন জানি লেগেছিল, বলতে পারেন অনেকটা চমকে যাওয়ার মত।

Level 0

shohel islam আপনার টিউন 2 টা ভাল হয় নাই ।

Good

আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম টুইটারে একাউন্ট খুলব,তবে এখন সাবধান হয়ে গেলাম টিউনটির জন্য ধন্যবাদ।