পৃথিবীর সবচাইতে অদ্ভুদ জায়গা এই টিউনটি যদি আপনি পড়েন তাহলে অবাক চোখে ভাবতে থাকবেন এবং পৃথিবী সম্পর্কে আরও জানতে চাইবেন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আশাকরি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমার টিউনটি  visit করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।

পৃথিবীতে এমন এমন অদ্ভুদ (Advud) জায়গা রয়েছে, যার উত্তর বিজ্ঞানীদের কাছেও অজানা। এখন আপনাদের কাছে Maldives Island এর সম্পর্কে উপস্থাপন করবো, যা সত্যিই আপনাদেরকে ভাবিয়ে তুলবে। তো চলুন শুরু করা যাক.

Maldives এর নাম শোনামাত্রই সবার প্রথমে এখানে বিভিন্ন টুরিস্ট পয়েন্টের কথা মনে পরবে। আর Maldives হল বিভিন্ন টুরিস্ট পয়েন্টের জন্য বিখ্যাত। এ ছাড়া Maldives এ অনেক সংখ্যক দীপ রয়েছে। আর এই Maldives এ আপনি বেড়াতে গিয়ে যেখানেই থাকুন না কেন, সারাদিন ঘোরাফেরা করে সন্ধার সময় অবশ্যই vaadhoo island এ যাবেন।

কারণ মালদ্বীপে রাতের বেলাই একটি অদ্ভুদ দৃশ দেখা যায়। আপনি যদি এই সময় সমুদ্রের তীরে গিয়ে সমুদ্রের পানি হাত দিয়ে স্পর্শ করেন তাহলে, আপনি পানি থেকে নীল বর্ণ বের হতে দেখতে পাবেন। নীচের ছবি যদি লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝতে পারবেন।

এমনকি এখানে যদি কেউ সন্ধ্যার সময় সাঁতার কাটে তাহলে, তার চারপাশে নীল বর্ণের আলো দেখা যাবে।

এ নীল বর্ণের আলোর সৃষ্টির কারণ হলো, এ পানিতে অবস্থিত flanko planangko এর সাথে oxygen এর বিক্রিয়া হওয়ার ফলে এটি ঘটে থাকে।

আজকের টিউন এই পর্যন্তই রাখলাম। পোস্টটি ধৈযের সহিত পড়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর এই রকম রহস্যময় ও অজানা তথ্য জানার জন্য আমার ছোট blogger এ visit করতে পারেন। সবাই ভালো থাকবেন “আল্লাহ্‌ হাফেজ”।  আমার site link: https://www.ipostbd.com

Level 1

আমি আব্দুল আলীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস