একজন টেকটিউনসার এবং টেকটিউনস

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

টিউনটা করার জন্য আন্তরিকভাবে দুঃখীত।
এডমিন, এডিটর, মোডারেটর এবং বিভিন্ন পর্যায়ে থাকা কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং বিদায় জানিয়ে শুরু করছি "বিদায়ী টিউন"

গত কয়েকদিন আগে একটা টিউন করেছিলাম। কোনো এক ক্র‍্যাকিং সফটওয়্যার নিয়ে।

ভিউ বেশি ছিলো না, ৭৭৭ ভিউ ছিলো সর্বোচ্চ।
আজকে টেকটিউনসতে এসেই চোখে পড়লো টেকটিউনসের একটা নোটিফিকেশন। ক্লিক করলাম এবং দেখলাম "অ্যাফিলিয়েট ফাইট হোস্ট ব্যবহার করায় আপনার কোয়ালিটি টিউনার ব্যাজ অপসারণ করা হলো। "

দারুণ নিয়ম।
তবে এটা তাদের ক্ষমতার অপব্যবহার মনে করছি।

    তার আগে কিছু কারণ উল্লেখ করি।

  • প্রথমতঃ "অ্যাফিলিয়েট ফাইট হোস্ট" করার কোনো প্রয়োজন নেই। কারণ আমার ফাইল আপলোডিং নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অনশ্যই আমি গুগলে থেকে লিংক সংগ্রহ করে টিউন করবো।
  • দ্বিতীয়তঃ টিউনার ব্যাস হারিয়েছি। এটা হতে পারে সতর্কতা মূলক এর জন্য। কিন্তু সরাসরিভাব তারা ক্ষমতা দেখিয়েছেন।
  • তৃতীয়তঃ ভুল হতেই পারে। ভুলের জন্য সংশোধন করার জন্য তাকে ইনফর্ম করা অবশ্যই টেকটিউনস এর কর্তব্য।

আপনি আপনার ক্ষমতাধর হাত দিয়ে কাজ করে যান। সাথে ছিলাম, সাথে না থাকলেও ধন্যবাদ জ্ঞাপন করতে পারবো। এগিয়ে যান আপনারা।

আমাদের মত কোয়ালিটি টিউনার টেকটিউনসে রেখে কোনো লাভ নেই।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন আশা করি।

মেহেদী হাসান মামুন, রাইজিং কোয়ালিটি টিউনার,

টেকটিউনস, টেকটিউনস আইডি

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে আপনার শেষ টিউনে সতর্ক করা হয়েছে। তারপরও আপনি কপি টিউন করেই গিয়েছেন এবং আপনাকে টেকটিউনস গাইড লাইন মেনে টিউন করার জন্য বলা হয়েছে। এখান ক্ষমতার কিছুই নেই। সবই গাইড লাইন মোতাবেকই করা হয়। ধন্যবাদ।