বন্ধ হচ্ছে Payza?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সংবাদটি পরে সত্যি হতাশ। কোনভাবেই পেজা খুলতে পারছিনা। কেউকি যানেন কি হয়েছে?

পুরো সংবাদটি:

পেইজা হলো পেওনার বা নেটলার এর মতই একটা অনলাইন পেমেন্ট গেটওয়ে। যারা মাধ্যমে ফ্রিল্যান্সাররা তাদের উপার্জিত টাকা তাদের কাছে আনতে পারেন।

বাংলাদেশেও এর কার্যক্রম রয়েছে। পেইজা একাউন্ট খুলতে কোন টাকা বা ফী এর দরকার নেই।

তবে পেজা অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য সম্ভাবত একটি দুঃসংবাদ অপেক্ষা করছে। আর তা হলো, আপাতত ডিওজি (The US Department of Justice) অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ এনেছে। যার আনুমানিক মূল্য ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি।

ফিরোজ প্যাটেল (৪৩) এবং ফোরান প্যাটেল (৩৭) এদের বিরুদ্ধে অবৈধ অর্থ ব্যাবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হলে ২৫ বছরেরও বেশি জেল হতে পারে।

তবে এর পরিপ্রেক্ষিতে Payza টুইটারে একটি বিবৃতি প্রদান করেছে। সেখানে তারা জানিয়েছে “পেজা বর্তমানে যুক্তরাষ্টের আইনি জটিলতার মধ্যে রয়েছে। ” তবে তারা দাবি করে তাদের আর্থিক লেনদেন নিরাপদ এবং তা নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ হবে।

বর্তমানে Payza সাইটে ঢুকা যাচ্ছে না।

সোর্স: http://bd24live.com/bangla/article/1521745309/159339/index.html

Level 2

আমি আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

payza.eu
তাদের নতুন Domain.

যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকেই বন্ধ আছে, এটা নতুন খবর না ভাই। আর, ইউরোপের ডোমেইনে এখনো চালু আছে