ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস (১৯৫৬-১৯৭১, ১৯৮৩-১৯৯৩)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাস বেশ চমকপ্রদ। বর্তমানে দেশের চলচ্চিত্র যেখানে শিল্পমানের দিক দিয়ে উপরে উঠতে হিমশিম খাচ্ছে, সেখানে ঢাকাই চলচ্চিত্রের শুরুতেই তা শিল্পমানে অনেক উপরে ছিল। ১৯৫৬ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত মোট ২২৪ টি ছায়াছবি ঢাকায় তৈরি হয়েছে। দুইটি ছায়াছবি ছিল পরিত্যক্ত। ২২৪ টি ছায়াছবির মধ্যে ৫৯ টি ছায়াছবি উর্দু ভাষায় নির্মিত, বাকি ১৬৫ টি ছায়াছবি বাংলা ভাষায় নির্মিত। আশ্চর্যজনক আরেকটি তথ্য হচ্ছে দেশ স্বাধীন হবার অনেক পরে, ১৯৮৩ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ প্রযোজনায় আরও ১৮টি ছায়াছবি নির্মিত হয়েছিল। পাকিস্তান আমলে ঢাকা থেকে উর্দু ছায়াছবি নির্মিত হলেও প্রথম প্রথম পশ্চিম পাকিস্তানে মুক্তির ব্যপারে প্রদর্শকরা আগ্রহী ছিল না। পরবর্তিতে শবনম, নাদীম, ববিতা, শাবানা, আনোয়ার হোসেন, রেহমান প্রমুখের ছায়াছবি আলোচিত হওয়ায় পশ্চিম পাকিস্তানের করাচী ও লাহোরে ঢাকার ছায়াছবি মুক্তি পেত। সেই ছায়াছবির অনেকগুলোই ব্যবসা সফল; হিট, সুপার হিট থেকে ধরে সিলবার জুভিলি, গোল্ডেন জুভিলি, প্লাটিনাম জুভিলিও হয়েছিল। পাকিস্তানের ইতিহাসে দুইটি ছায়াছবি প্লাটিনাম জুভিলি হয়েছিল তন্মধ্যে একটি ঢাকা থেকে নির্মিত। শহীদ জহির রায়হানের হাতেই পাকিস্তানের প্রথম সম্পূর্ণ রঙ্গিন ছায়াছবি নির্মিত হয়েছিল, এবং পাকিস্তান হিসেবে ১৯৭১ সালের শেষ ছায়াছবিটিও ছিল শহীদ জহির রায়হানের। ঢাকাই চলচ্চিত্রের উর্দু ছায়াছবির অনেক তথ্য পেলেও বাংলা ছায়াছবির ব্যাপারে নাম ছাড়া কোন তথ্য পাওয়া যায়নি। আমি বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে কয়েকটি বাংলা ছায়াছবির ব্যাপারে কিছু তথ্য পেয়েছি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের কাছে আগেকার ছায়াছবির উপর তথ্য থাকলে থাকতে পারে। যেহেতু বর্তমানে আমার পক্ষে যোগাযোগ সম্ভব হচ্ছে না, আমি প্রাপ্ত তথ্য থেকে প্রথমে তালিকা দিচ্ছি; এরপরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে নির্মিত বাংলা ও উর্দু ছায়াছবির আলাদা করে বর্ণনা দেব।

সাল ১৯৫৬
ঢাকা থেকে মুক্তি পায় দেশীয় বাংলা প্রথম ছায়াছবি “মুখ ও মুখোশ”। সেই দিনটি ছিল তেসরা আগস্ট ১৯৫৬।

সাল ১৯৫৯
বাংলা ছায়াছবিঃ এই বছর ঢাকা থেকে মুক্তি পায় তিনটি বাংলা ছায়াছবি।
১। আকাশ আর মাটি
২। এ দেশ তোমার আমার
৩। মাটির পাহাড়

উর্দু ছায়াছবিঃ
১। জাগো হুয়া সাবেরা

সাল ১৯৬০
বাংলা ছায়াছবিঃ
১। রাজধানীর বুকে
২। আসিয়া

সাল ১৯৬১
বাংলা ছায়াছবিঃ
১। হারানো দিন
২। যে নদী মরু পথে
৩। কখনও আসেনি
৪। তোমার আমার

সাল ১৯৬২
বাংলা ছায়াছবিঃ
১। জোয়ার এলো
২। নতুন সুর
৩। সোনার কাজল
৪। সূর্যস্নান

উর্দু ছায়াছবিঃ
১। চান্দা

সাল ১৯৬৩
বাংলা ছায়াছবিঃ
১। ধারাপাত
২। কাঁচের দেওয়াল

উর্দু ছায়াছবিঃ
১। তালাশ
২। নাচঘর
৩। প্রীত না জানে রীত

সাল ১৯৬৪
বাংলা ছায়াছবিঃ
১। দুই দিগন্ত
২। এই তো জীবন
৩। মেঘ ভাঙ্গা রোদ
৪। অনেক দিনের চেনা
৫। রাজা এলো শহরে
৬। সুতরাং
৭। শীত বিকেল

উর্দু ছায়াছবিঃ
১। সঙ্গম
২। তনহা
৩। শাদি
৪। ইয়ে ভি এক কাহানি
৫। পেয়সে
৬। বন্ধন
৭। মিল্লন
৮। কারওয়ান
৯। মালন

সাল ১৯৬৫
বাংলা ছায়াছবিঃ
১। একালের রূপকথা
২। গোধূলির প্রেম
৩। জানাজানি
৪। রূপবান

উর্দু ছায়াছবিঃ
১। কাজল
২। সাগর
৩। বাহানা
৪। ক্যায়সে কহুঁ
৫। আখরি স্টেশন
৬। মালা
৭। সাত রঙ

সাল ১৯৬৬
বাংলা ছায়াছবিঃ
১। ১৩ নং ফেকু ওস্তাগর লেন
২। আবার বনবাসে রূপবান
৩। আপন দুলাল
৪। বেহুলা
৫। ডাক বাবু
৬। গুনাই
৭। গুনাই বিবি
৮। কাগজের নৌকা
৯। কার বউ
১০। মহুয়া
১১। রহিম বাদশা ও রূপবান
১২। রাজা সন্ন্যাসী
১৩। রূপবান
১৪। সন অব পাকিস্তান
১৫। ভাওয়াল সন্ন্যাসী
১৬। জরিনা সুন্দরী

উর্দু ছায়াছবিঃ
১। ঘর কি লাজ
২। উজালা
৩। ফির মিলেঙ্গে হাম দুনো
৪। এইন্ধন
৫। বেগানা
৬। পূনম কি রাত
৭। ভাইয়া
৮। পরওয়ানা

সাল ১৯৬৭
বাংলা ছায়াছবিঃ
১। আগুন নিয়ে খেলা
২। আলীবাবা
৩। আনোয়ারা
৪। আয়না ও অবশিষ্ট
৫। বালা
৬। চাওয়া পাওয়া
৭। হীরামন
৮। জংলী মেয়ে
৯। জুলেখা
১০। কাঞ্চন মালা
১১। ময়ূরপঙ্খী
১২। নয়নতারা
১৩। অভিশাপ
১৪। অপরাজেয়
১৫। সাইফুল মুল্ক বদিউজ্জামাল

উর্দু ছায়াছবিঃ
১। ইস ধরতি পর
২। নওয়াব সিরাজুদৌলা
৩। চকোরি
৪। দর্শন
৫। ছোটে সাহিব
৬। উলঝন
৭। হামদম
৮। ম্যাঁ ভি ইনসান হুঁ

সাল ১৯৬৮
বাংলা ছায়াছবিঃ
১। আবীর্ভাব
২। অরুণ বরুণ কিরণমালা
৩। এতটুকু আশা
৪। বাল্যবন্ধু
৫। বাঁশরী
৬। ভাগ্যচক্র
৭। চেনা-অচেনা
৮। চম্পাকলি
৯। চোরাবালি
১০। দুই ভাই
১১। কুঁচ বরণ কন্যা
১২। মধুমালা
১৩। মোমের আলো
১৪। নিশি হলো ভোর
১৫। নতুন দিগন্ত
১৬। অপরিচিতা
১৭। পরশমণি
১৮। রাখাল বন্ধু
১৯। রূপ কুমারী
২০। রূপবানের রূপকথা
২১। শীত বসন্ত
২২। শহীদ তিতুমির
২৩। সখিনা
২৪। সংসার
২৫। সপ্তডিঙ্গা
২৬। সুয়োরাণি দুয়োরাণি
২৭। সাত ভাই চম্পা

উর্দু ছায়াছবিঃ
১। সোয়ে নদীয়া জাগে পানি
২। জংলী ফুল
৩। জুগনু
৪। তুম মেরে হো
৫। চান্দ অউর চান্দনী
৬। গোরি
৭। কুলি
৮। যাহাঁ বাজে সেহনাই

সাল ১৯৬৯
বাংলা ছায়াছবিঃ
১। আগন্তুক
২। আলিঙ্গন
৩। আলোমতি
৪। আলোর পিপাসা
৫। বেদের মেয়ে
৬। ভানু মতি
৭। গাজী কালু চম্পাবতী
৮। জোয়ার ভাঁটা
৯। মায়ার সংসার
১০। ময়নামতি
১১। মলুয়া
১২। মনের মত বউ
১৩। মুক্তি
১৪। নাগিনীর প্রেম
১৫। নীল আকাশের নীচে
১৬। নতুন নামে ডাকো
১৭। নতুন ফুলের গন্ধ
১৮। অবাঞ্চিত
১৯। পদ্মা নদীর মাঝি
২০। পালাবদল
২১। পারুলের সংসার
২২। পাতাল পুরীর রাজকন্যা
২৩। প্রতিকার
২৪। শেষ পর্যন্ত
২৫। স্বর্ণকমল

উর্দু ছায়াছবিঃ
১। শহীদ তিতুমির
২। জীনা ভি মুশকিল
৩। দাঘ
৪। পিয়াসা
৫। কঙ্গন
৬। আনাড়ি
৭। মেরে আরমান মেরে সপ্নে
৮। গীত কহিঁ সংগীত কহিঁ
৯। এক জালিম এক হাসিনা

সাল ১৯৭০
বাংলা ছায়াছবিঃ
১। আদর্শ ছাপাখানা
২।একই অঙ্গে এত রূপ
৩। আমীর সওদাগর ও ভেলুয়া সুন্দরী
৪। আঁকাবাঁকা
৫। আপন পর
৬। বাবলু
৭। বিন্দু থেকে বৃত্ত
৮। বিনিময়
৯। বড় বউ
১০। ছদ্মবেশি
১১। ঢেউ এর পর ঢেউ
১২। দীপ নেভে নাই
১৩। দর্পচূর্ণ
১৪। ঘূর্ণি ঝড়
১৫। যে আগুনে পুড়ি
১৬। জীবন থেকে নেয়া
১৭। যোগ বিয়োগ
১৮। ক খ গ ঘ ঙ
১৯। কাঁচ কাটা হীরে
২০। কোথায় যেন দেখেছি
২১। কত যে মিনতি
২২। মানুষ অমানুষ
২৩। মিশর কুমারী
২৪। মধুমিলন
২৫। মণিমালা
২৬। নায়িকা
২৭। নতুন প্রভাত
২৮। অধিকার
২৯। অন্তরঙ্গ
৩০। পিচ ঢালা পথ
৩১। রাজ মুকুট
৩২। রং বদলায়
৩৩। সাধারণ মেয়ে
৩৪। সমাপ্তি
৩৫। সন্তান
৩৬। সূর্য উঠার আগে
৩৭। স্বরলিপি
৩৮। টাকা আনা পাই
৩৯। তানসেন

উর্দু ছায়াছবিঃ
১। ম্যায়না
২। প্যাইল
৩। চলো মান গায়ে

সাল ১৯৭১

বাংলা ছায়াছবিঃ
১। আমার বউ
২। গায়ের বধূ
৩। জলছবি
৪। নাচের পুতুল
৫। স্মৃতিটুকু থাক
৬। সুখ-দুঃখ

উর্দু ছায়াছবিঃ
১। মেহেরবান
২। জলতে সুরজ কে নিচে
(এটাই পাকিস্তান জমানার শেষ উর্দু ছায়াছবি; পরিচালকঃ জহির রায়হান)

অসমাপ্ত ছায়াছবি
১। ফুটপাথ
২। জনম জনম কি পিয়াসি

বাংলাদেশ পাকিস্তান যৌথ প্রযোজনা
১। নাদানি
মুক্তি পায়ঃ ১৮/৯/১৯৮৩
অভিনয়েঃ ফয়সল (পাকি), ববিতা, অনুজা, জাফর ইকবাল

২। বসেরা
মুক্তি পায়ঃ ১৮/৯/১৯৮৪
অভিনয়েঃ নাদীম (পাকি), শাবানা, শওকত আকবর, মুস্তফা

৩। হাম সে হ্যা জমানা
মুক্তি পায়ঃ ৮/৩/১৯৮৫
অভিনয়েঃ নাদীম (পাকি), রোজিনা, মীনা কাশি, মুস্তফা

৪। হালচাল
মুক্তি পায়ঃ ৫/৪/১৯৮৫
অভিনয়েঃ নাদীম (পাকি), শাবানা, নাজান (তুর্কি)

৫। জমিন আসমান
মুক্তি পায়ঃ ৬/১১/১৯৮৫
অভিনয়েঃ নাদীম (পাকি), সবীতা (শ্রীলঙ্কা), মুস্তফা

৬। হিসাব
মুক্তি পায়ঃ ৯/৬/১৯৮৬
অভিনয়েঃ নাদীম (পাকি), রোজিনা

৭। হাম এক হ্যায়
মুক্তি পায়ঃ ৯/৬/১৯৮৬
অভিনয়েঃ জাভেদ শেখ, সালমা আঘা (পাকি), ইলিয়াস কাঞ্চন

৮। মিস ব্যাংকক
মুক্তি পায়ঃ ১৭/৮/১৯৮৭
অভিনয়েঃ বাবরা শরীফ (পাকি), শিবা (নেপাল), ভুন কয়সি, মুস্তফা

৯। আগর তুম না হতে
মুক্তি পায়ঃ ৩/১০/১৯৮৬
অভিনয়েঃ ফয়সল (পাকি), অনুজা, নতুন

১০। হাম সে না টকরানা
মুক্তি পায়ঃ ১৩/২/১৯৮৯
অভিনয়েঃ জাভেদ শেখ (পাকি), অনুজা, জুলিয়া

১১। সাত সহেলিয়াঁ
মুক্তি পায়ঃ ৬/১/১৯৮৭
অভিনয়েঃ রঙ্গীলা (পাকি), রোজিনা, ঢলি, রাজ্জাক, জিনাত

১২। বদলা
মুক্তি পায়ঃ ২০/১১/১৯৮৭
অভিনয়েঃ নাদীম (পাকি), অঞ্জনা, ভুন কয়সী

১৩। মেরি আদালত
মুক্তি পায়ঃ ২৫/৭/১৯৮৮
অভিনয়েঃ নাদীম (পাকি), সঞ্চুরিতা, নতুন

১৪। এক জান হ্যায় হাম
মুক্তি পায়ঃ ১৭/২/১৯৮৯
অভিনয়েঃ জাভেদ শেখ (পাকি), রোজিনা

১৫। আন্ধি
মুক্তি পায়ঃ ৬/১২/১৯৯১
অভিনয়েঃ নাদীম (পাকি), শাবানা

১৬। রাঞ্জিস
মুক্তি পায়ঃ ২৯/১/১৯৯৩
অভিনয়েঃ শবনম, রাজ্জাক, চম্পা, জাফর ইকবাল

১৭। মজবুত
মুক্তি পায়ঃ ১৭/৯/১৯৯৩
অভিনয়েঃ মুস্তফা কুরেশী (পাকি), জনী, অঞ্জু ঘোষ, রোজী

১৮। জানে আনজানে
মুক্তি পায়ঃ ? ছায়াছবিটি একমাত্র বাংলাদেশে মুক্তি পায়
অভিনয়েঃ মোহাম্মদ আলী (পাকি), সবীতা (শ্রীলঙ্কা), অঞ্জনা

সূত্রঃ পাকিস্তান ফিল্ম ম্যাগাজিন

Level 0

আমি আসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সিলবার জুভিলি, গোল্ডেন জুভিলি, প্লাটিনাম জুভিলিও agula ki?

বাঃহ সব লিখে ফেলেছেন! আমাদেরও ছিল ভাল চলচিত্রের ইতিহাস……………