ফেসবুকে আবারও ফিরে আসছে ‘পোক’ সঙ্গে আরও এক গুচ্ছ অপশন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রায় দশ বছর ধরে ফেসবুকে রয়েছে ‘পোক’ করার একটি অপশন। পোক, অর্থাৎ খোঁচানো। কিন্তু, ফেসবুক ব্যবহারকারীদের বেশিরভাগই জানেন না, ঠিক কেন এই পোক অপশন রয়েছে।

এই মুহূর্তে ‘পোক’ ফিচারটি খুব সীমিত জায়গাতেই উপলব্ধ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য নেশন’। ব্রিটেন, তাইল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া ও ফ্রান্স— আপাতত এই কয়েকটি দেশেই ট্রায়াল রান হচ্ছে পোক-এর।

প্রসঙ্গত, পোক-এর দশ বছরের জন্মদিনে, ফেসবুক আরও কয়েকটি ‘গ্রিটিংস’ নিয়ে আসছে বলে জানা গিয়েছে। হাই-ফাইভ, হাগ, উইঙ্ক— যোগ হবে পোকের সঙ্গে। ওয়েভ ফিচারটি বেশ কয়েক দিন আগেই শুরু হয়েছে।

প্রোফাইলের ‘হ্যালো’ বাটনের উপরে কারসার রাখলেই পোক-সহ বাকি ফিচারগুলি দেখা যাবে কয়েক দিন পর থেকেই। ফেসবুকের তরফ থেকে কখনই এই পোক-এর সঠিক উদ্দেশ্য বলা হয়নি। ‘আমরা এটি তৈরিই করেছিলাম কোনও পারপাস ছাড়া’— সংস্থার তরফ থেকে এমন কথাই জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে।

কিন্তু, এবারের ভাবনা তেমনটা নয়। তাই, পোকের সঙ্গে যুক্ত করা হয়েছে আরও কয়েকটি ফিচার।

Level 2

আমি সুজন চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস