বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের কোর এক্স-সিরিজের নতুন প্রসেসরের নাম ঘোষনা করেছে। কম্পিউটেক্স তাইপেকে সামনে রেখে ‘কোর আই৯’ নামের এই প্রসেসরকে পরিচয় করে দেয়া হয়। নতুন এক্স২৯৯/এলজিএ২০৬৬ ‘বেসিন ফলস’ প্লাটফর্মনির্ভর নতুন কোর এক্স-সিরিজের নয়টি ভিন্ন পণ্য আসছে। যার মধ্যে মঙ্গলবার ৫টি পণ্যের বর্ণনা দেয়া হয়। বাকি চারটি আসছে বলে জানিয়েছে ইন্টেল। ক্রেতারা ৪ কোর থেকে শুরু করে ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬ এবং ১৮ কোরের প্রসেসর বেছে নিতে পারবেন, যা বাজারের সকল চাহিদা পূরণ করতে সক্ষম হবে। প্রায় প্রতিটি মডেলেই থাকছে ইন্টেলের হাইপার-থ্রেড প্রযুক্তি। পরিচয় করে দেয়া প্রসেসরগুলো হলো- কোর আই৫-৭৬৪০এক্স, কোর আই৭-৭৭৪০এক্স, কোরর আই৭-৭৮২০এক্স, কোর আই৯-৭৯০০এক্স। এগুলোর দাম যথাক্রমে ২৪২ ডলার, ৩৩৯ ডলার, ৩৮৯ ডলার, ৫৯৯ ডলার ও ৯৯৯ ডলার। এছাড়া সামনে উন্মোচিত হতে যাওয়া প্রসেসরগুলো হলো কোর আই৯-৭৯২০এক্স, আই৯-৭৯৪০এক্স, আই৯-৭৯৬০এক্স, আই৯-৭৯৮০এক্সই। দাম নির্ধারণ হয়েছে ১১৯৯ ডলার, ১৩৯৯ ডলার, ১৬৯৯ ডলার ও ১৯৯৯ ডলার। চলতি সপ্তাহে কম্পিউটেক্সে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে ইন্টেল।
আমি আব্দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor post