চলতি বছরেই আসবে নতুন থ্রিডি মোবাইল ফোন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

দীর্ঘ গুজবের অবসান ঘটিয়ে অবশেষে এ বছরেই নতুন প্রযুক্তির মোবাইল ফোন আনতে যাচ্ছে আমাজন। চলতি বছরের ডিসেম্বর মাস নাগাদ থ্রিডি প্রযুক্তির এই স্মাটফোন উম্মুক্ত করবে যুক্তরাষ্ট্রের অনলাইন রিটেইলার প্রতিষ্ঠানটি। আমাজনের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সুত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জানাল। স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের আধিপত্য। এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে মাঠে নামবে আমাজন, এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমানে প্রযুক্তি বাজারে আমাজন তাদের ফায়ার ব্যান্ড দিয়ে পরিচিতি পেয়েছে।

3D IMAGE

SEE MORE 3D MOBILE AND PHOTO CLICK HERE

কিন্ডল ই-রিডার, ফায়ার ট্যাব, আমাজন অনলাইন সপ এমন কি আরো জনপ্রিয় আমাজন ফায়ার টিভি ভিডিও স্ট্রিমিং বক্স ও উম্মুক্ত করেছে। গত কয়েক বছর ধরেই প্রযুক্তি বিশ্বে ফায়ার ব্রান্যের স্মার্টফোনের গুজব রয়েছে। এদিকে ওয়াল স্ট্রিট জানাল তার এক প্রতিবেদনে বলা হয়েছে,দুটি মডেলের থ্রিডি ফোন তৈরি করবে আমাজন। একটি স্মার্টফোনে থাকবে হলোগ্রাম প্রযুক্তি, অর্থা হলোগ্রামের মত ছবি দেখা যাবে, আর একটিতে খাকবে আই ট্রাকিং প্রযুক্তি অর্থাচোখের ইশারায় ফোন নিয়ন্ত্রন করা যাবে। আমরা এতদিন থ্রিডি মজা দিয়েছি চশমা ব্যবহার করে, বিভিন্ন সফটয়ার ব্যবহার করে য়ার অবসান ঘটবে। তাই থ্রিডির মাজা পাওয়া যাবে নিজের ফোনেই।

ধন্যবাদ সবাইকে. প্রযুক্তির সঙ্গে থাকুন,

 

Level 1

আমি মিজান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস