আর কয়েক দিন পরে-ই পরদা উঠতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর ICC Cricket World Cup 2011. আর এই আসরকে গিরে আমাদের মনে কতই না ওত্যেজনা বিরাজ করছে । কে জিতবে এবারের আসর...? কোন দেশ নিয়ে যাবে এই মহা-মুল্যবান কাপ ......? কোন দল হারবে আর কোন দল জিতবে এমন কত-ই না প্রশ্ন ঘুরছে আমাদের মনে, এই সব কিছুর অবসান হবে ২ এপ্রিল শনি বার। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আগের আসর গুলোতে যদিও আমাদের প্রত্যাশা পুরন করতে পারেনি আশা করি এই আসরে সেটা করে দেখবে। তাই আমার পক্ষ থেকে বাংলাদেশ দলের জন্য রইল অনেক অনেক আগাম শুভ কামনা।
এবার আসি মুল টিউনে>>> ক্রিকেটকে খেলা দেখতে পচন্দ করেনা এমন লোক এই যোগে খোঝে পাওয়া মুশকিল । তাই আপনাদের জন্য ক্রিকেট নিয়ে আমার এই ছোট্ট টিউন , আশা করি ভাল লাগবে । যে কোনো Live ক্রিকেট ম্যাচ দেখতে ( T20- ODI-Test) নিচের লিংকে ক্লিক করুন, আর লিংকে ক্লিক করলে আপনি পাবেন ১০ টি চ্যানেল আর সেই চ্যানেল এর উপরে লেখা থাকবে কোন দল কোন দলের সাথে খেলছে। ইচ্ছে করলে দেখতে পারেন সব গুলো ম্যাচ । ভাল লাগলে মন্তব্য করবেন......***হোসাইন***
Live খেলা দেখার জন্য এখনে।
Live Scorecard এর জন্য এখানে।
World Cup 2011 Schedule এর জন্য এখানে
আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক অনেক অনেক ধন্যবাদ। আমার টিভি কার্ড নাই কিন্তু নেটে দেখার ইচ্ছে আছে। অনেক খুজেও পাইনি আনাকে তাই আবারো থ্যাংকস ;D