ধুলায় হাঁচি কাশি ! জন সচেতনামুলক টিউন ২০১৭

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস সালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আবার ও পিরে এলাম আপনাদের মাঝে। যাই হোক কাজের কোথায় আসি। আজকে আমি একটা গুরুত্বপর্ন বিষয় আপনাদের সাথে ইনশা আল্লাহ শেয়ার করব আশা করি সবাই উপকৃত হবেন।
অনেকেই আছেন যারা সামান্য ধুলায় গেলেই হাঁচি, কাশি শুরু হয়ে যায়। ঘর পরিষ্কার করার সময় সামান্য ধুলা লাগলে হঠাত হাঁচি কাশির সঙ্গে নাক দিয়ে পানিও পড়া শুরু হয়। বারবার একই ধরনের এ ঘটনার পুনরাবৃত্তি হলেও আমরা বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাই না বা আটি রোগ হিসেবে গণ্যই করি না। তবে আমাদের মনে রাখা দরকার এটি নাকের একটি অ্যালার্জি জনিত রোগ যাকে বলা হয়  'অ্যালার্জিক রাইনাইটিস '।

অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া লক্ষন দেখা দিয়ে বুঝতে হবে রোগটি অ্যালার্জিক রাইনাইটিস। অনেকের ঘরের পুরনো ধুলাবালি থাকে এবং পোষা প্রানীর লোমের সংস্পর্শে এই লক্ষন শুরু হয়। কারো কারো ক্ষেত্রে সারা বছর ধরে এই লক্ষন থাকে।

কারো কারো ঋতুভিত্তিক যেমন গ্রীষ্মের শেষে এবং বর্ষা ও শরতে এই সমস্যা শুরু হয়। শিশু কিশোরদের মধ্যে  এই রোগের প্রকোপ বেশি থাকলেও যেকোনাে   বয়সে এইসব রোগের লখন দেখা দিতে পারে।

যেসব পরীক্ষা করাতে পারেন।

এই রোগটি আপনার হয়েছে কিনা তা শনাক্ত করার জন্য রক্তের ইয়ােসিনােফিল, সিরাম আইজই, স্কিন প্রিগ টেস্ট, সাইনাসের এক্সরে করে নিতে পারেন। আলারজেন পরিহার করে চললে এন্টিহিস্টামিন, নেসাল স্টেরয়েড ব্যবহার ও

 

আমার ইসলামী ব্লগ ঘুরে আসবেন

QURAN HADITH ISLAMIC PDF BOOK 

Level 0

আমি প্রতিবাদী মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 55 টি টিউন ও 279 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Apon Ahmed


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস