অন্যান্য ক্ষেত্রে যেমনই হোক না কেন, প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করে রেখেছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা । ফ্রিলান্সিংয়ের দুটি মূল সাইট Freelancer.com ও oDesk.com এ বাংলাদেশ আছে বেশ ভালো স্থানে ।
দেশের নাম উজ্জল করা ফ্রিল্যান্সারদের পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জানাবে বেসিস (Bangladesh Association of Software & Information Services (BASIS)) । ১০ জন দেশ সেরা ফ্রিল্যান্সারের হাতে পুরস্কার তুলে দিবে বেসিস ।
বাংলাদেশ ভাবমূর্তি উজ্জ করেছেন এবং একই সাথে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা এনেছে এমন সেরা ১০জনকে বাছাই করা হবে । পুরস্কার ও সম্মাননা দেয়া হবে গ্রান্ড আওয়ার্ড নাইটে । আওয়ার্ড নাইটটি অনুষ্ঠিত হবে ৪ঠা ফেব্রুয়ারী, এই বছরের বেসিস SoftExpo চলাকালীন সময়ে ।
আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকলে আপনিও মনোনিত হতে পারেন এই পুরস্কারের জন্য । নিজে অথবা পরিচিত কাউকে মনোনিত কতে পারবেন এই পাতা থেকে ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।