শুরু হচ্ছে গুগলের ওয়েবভিত্তিক আন্তর্জাতিক সায়েন্স ফেয়ার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেক জায়ান্ট গুগল সবসময়ই পছন্দ করে নতুন নতুন জিনিস সমাজকে উপহার করে । সেই সাথে নতুন প্রযুক্তি ও সমাজ উন্নয়নেও সর্বদা আন্তরিকভাবে সচেষ্ট গুগল ।

নতুন বছরের শুরুতেই গুগল নিয়ে এলো নতুন এক কনসেপ্ট, ওয়েব ভিত্তিক আন্তর্জাতিকবিজ্ঞান মেলা, "Google Science Fair" । বিজ্ঞান প্রযুক্তিকে পৃথিবীর নতুন প্রজন্মের কাছে আকৃষ্ট করতেই এই প্রয়াস । পৃথিবীর যেকোন অংশে থাকা ১৩ থেকে ১৮ বছর বয়সী যেকেউ অংশ নিতে পারবে এই বিজ্ঞান মেলায় ।

শেষ রাউন্ড বাদে সবকটি রাউন্ড হবে অনলাইনে । যেকেউ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাবে । গুগল ইতিমধ্যে একটি সাইট চালু করেছে, প্রতিযোগিতার সব খবরাখবর, নিয়ম, নিদের্শনা, সাহায্য আছে সেখানে [লিংক] ।

পুরস্কার তালিকা

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে অবাক করা কিছু পুরস্কার । প্রথম স্থান অর্জনকারী একজন অভিভাবক নিয়ে ১০ দিনের ভ্রমন সুবিধা পাবেন "National Geographic Expeditions" যা Galapagos Islands এ অবস্থিত । সেই সাথে ডারউইনের সেই বিখ্যাত ল্যাবরেটরী ভ্রমনের সুযোগ । বিজয়ী টিম মেম্বাররা পাবেন $৫০,০০০ ও ২য় টিম পাবে $২৫,০০০ সহ আরো অনেক পুরস্কার । এছাড়া বাকি আরো ১৫টি দল/ব্যাক্তি পাবে গুগল ক্রোম নোটবুক, এন্ড্রয়েড ফোন সহ নানান পুরস্কার

প্রতিযোগিতার নিয়ম

অংশগ্রহনকারী দলগুলো থেকে বিচারকরা ৬০টি দল মে, ২০১১ এর মধ্যে নির্বাচন করবেন । সেইখান থেকে অনলাইন ভোটিংয়ে "People’s Choice Award" দেয়া হবে । আবার ৬০দলের মধ্যে ১৫টি দল নির্বাচন করা হবে । এই ১৫টি দল গুগলের খরচে যাবে গুগল হেডকোর্টার, ক্যালিফোর্নিয়ায় । সেইখানে মুখোমুখি প্রতিযোগিতায় নির্বাচিত হবে বিজয়ী ।

শুরু হয়ে গেছে রেজিস্ট্রেশন, প্রজেক্ট জমা দেয়ার সময় শেষ হবে ৪ এপ্রিল ২০১১-তে । এই পরিকল্পনায় গুগলের সাথে আছে CERN, National Geographic, LEGO, Scientific American । আপনি আগ্রহী ও যোগ্য হয়ে থাকলে অংশ নিতে ভুলবেন না, ভালো প্রজেক্ট থাকলে গুগল ফিরিয়ে দিবে না নিশ্চিত ।

ভাল লাগলে লাইক মারেন ব্লগদেশ@ফেসবুক

.
.

মূল ফিচারের লিংক

.
.

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বগ্লদেশ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করছি। আপনার ওয়েবসাইটের ইমেল Feedburner টা কাজ করছে না

ধন্যবাদ খবরটা শেয়ার করার জন্য।