নতুন করে চালু হল আর ও একটি বাংলা ব্লগ সাইট

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন ।অনেক দিন পর ব্লগে আসলাম ।যাইহোক আশা করি আজ থেকে আপনাদের সাথে থাকতে পারব বলে আশা করি ।আমি ব্লগার ভাইদের কথা ভেবে একটা সাইট তৈরি করেছি বাংলায় ।এই সাইটে যে কেউ চাইলে লেখা লিখতে পারবেন ।যত খুশি তত ।আমাদের দেশে এমন অনেক ইন্টারনেট ইউজার আছে যারা ইংলিশে ব্লগিং করে কিন্তু বাংলায় টাইপিং পারেনা ,আমি এই দিকটি বিবেচনা করে রেখেছি একটি ভালো অফার। তা জানতে আমার সাইট দেখতে পারেন ।আমি আশা করব আমার এই ছোট সাইটে আপনারা আসবেন ।সবাই ভালো থাকবেন ।আমার সাইটে ভিজিট করতে পারেন
সাইটের লিংক।

Level 0

আমি Alamger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক একটি সাইট তৈরি করেছি আপনাদের সবাইকে আমন্ত্রন ।এই সাইটে লেকা জমা দিন www.ojanabd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, এভাবে লেখা দেন কেনো? একটু বিস্তারিত লেখলে কি অসুবিধা হয়। আর আপনার কি টিটি-ই পছন্দ এ্যাড দেয়ার জন্য।?

কি দিলেন ভাই Nothing Found

জনাব আলমগীর, আপনি আপনার পোস্ট টা কিছুটা সংশোধন করুন। আপনি যে লিংক টা লিখেছেন তার আগে http:// লিখুন। তা না হলে সবাই not found দেখতে পাবে।
উদাহারণঃ এই ঠিকানায়
উদাহারণ টা কপি করে আপনার দেয়া লিংকের যায়গায় পেস্ট করে দিতে পারেন।

Level 0

হুম…

Level 0

ভাই লিংকটির আগে http:// লাগিয়ে দেন তাহোলে লিংক কাজ কোরবে, চাইট টা খোলার জন্য ধন্যবাদ
আর একটা কথা লেখা বড় করবেন , না পারলে কারো সাহাষ্য নেন

Level 0

একটু ভুল হয়ে গিয়েছিল । ধন্যবাদ ভাই

Level 0

ইমরান ভাই এমন কয়টা ইউজার দেখাতে পারবেন যে তারা নিজের সাইট নিয়া টিউন করেনা ।

    না ভাই, ব্যাপারটা এমন না। সাইটের এ্যাড দেন এটা সমস্যা না। সমস্যা হলো বিস্তারিত কিছু না দিয়ে এভাবে টিউন করা সত্যিই বিরক্তিকর।

বাপরে !!!!!! ২৮ ভোট মনোনিত না হওয়ার জন্য । আপনি নিজেও কি এর বিপক্ষে ? যাই হউক, আসলে সাইট যত বেশি হবে তত বেশি জ্ঞান চর্চা হবে । তাই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি । সাইটের নামটা সুন্দর হয় নাই । তারপরও দোয়া করি এগিয়ে যান । চেষ্টা করবো লেখা দিতে । কিন্তু ভাই আমি থাকি লন্ডন । লেখা সিলেক্টেড হলে যদি বাংলাদেশী টকটাইম দেন তাহলে আমার তো কোন কাজে আসবে না । আমরা যারা দেশের বাইরে আছি , তাদের কথাও তো ভাবা উচিত ।

ধন্যবাদ সাইট লিংক শেয়ার করার জন্য ।

ইমরান খান

বাপরে !!!!!! ২৮ ভোট মনোনিত না হওয়ার জন্য । আপনি নিজেও কি এর বিপক্ষে ? যাই হউক, আসলে সাইট যত বেশি হবে তত বেশি জ্ঞান চর্চা হবে । তাই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি । সাইটের নামটা সুন্দর হয় নাই । তারপরও দোয়া করি এগিয়ে যান । চেষ্টা করবো লেখা দিতে । কিন্তু ভাই আমি থাকি লন্ডন । লেখা সিলেক্টেড হলে যদি বাংলাদেশী টকটাইম দেন তাহলে আমার তো কোন কাজে আসবে না । আমরা যারা দেশের বাইরে আছি , তাদের কথাও তো ভাবা উচিত ।

ধন্যবাদ সাইট লিংক শেয়ার করার জন্য ।

ইমরান খান