১৬,ফেব্রুয়ারি...ঢাকা..রিপোটার কলকাতা:-আসন্ন ক্রিকেট বিশ্বকাপ ২০১১,উদ্বোধন ১৯ ফেব্রুয়ারি..
এক বর্ণময়,বৈচিত্র ভরা সাংস্কৃতিক পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হতে চলেছে।
কিন্তু সেই অনুষ্ঠানে যদি মশা কামড়ায় তাহলে?
...না, তারও ব্যবস্হা আছে।
আমরা ঘরের ভিতরে মশা তাড়াতে সাধারণত
মশাতাড়ানোর কয়েল ব্যবহার করি..
বা
স্পে
অথবা
ম্যট বা
লিকিউড তেল
কিন্তু এসবই একটি ছোট জায়গায় প্রযোজ্য....এত বড় জায়গায়...কি করে মশার বংশ ধ্বংস হবে..
তাহলে কামান দাগতে হবে....
কামান!!...মশা মারতে কামান!...এও কি সম্ভব?
নিশ্চয়....
এ কামান ধোঁয়া কামান...
দেখতে নিম্নের মতন
চারিদিক ধোঁয়ায় ঢেকে য়ায়
মশা তাড়ানোর জন্য মূল রাসায়নিক পদার্থ হলো 'এরিথ্রিন'..এরই প্রয়োগ হয় বিভিন্ন ভাবে....
ডি.সি.সি এখন ব্যাস্ত মশাহীন ম্যাচ পরিচালনা করতে।
বর্তমান ঢাকার স্বাস্থ আধিকারিক,ব্রিগেডিয়ার জেনারেল নাসির উস্কিন সাংবাদিকদের জানায়..'সাম্প্রতিক
কালে মশার উপদ্রপ বিপজ্জনক ভাবে বৃদ্ধিপেয়েছে। তাই আমরা স্টিডিয়াম এবং তার পাশ্ববর্তী তিন কিমি অঞ্চল
মশা তাড়াবার বিশেষ ব্যবস্থা নিচ্ছি।'
১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ -- ভারতের খেলার শুভ কামনা রইলো......খেলা দুপুরবেলা...
আমি কলকাতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্ । নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।- ---ফেসবুকে আমি http://www.facebook.com/pages/Kolkata-India/100002338894158 আমার ব্লক http://kolkata12345.blogspot.com/
আমরা তো বাড়িতে বসেই খেলা দেখবো, উনাদের বইলেন আমাদের বাড়িতে যেন কিছু ব্যাবস্থা নেয়, আর বাচিনা এত মশা………….