এখন আপনার ব্লগ (ব্লগার.কম) মোবাইল এ দেখা যাবে (আলাদা থিম)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

হ্যাঁ ব্লগার প্রিয় বন্ধু এবার আপনাদের ব্লগ মোবাইল এ দেখা যাবে তার জন্য গুগল ব্যবস্থা করে দিয়েছে। আগে আমাদের ব্লগ গুল যখন  মোবাইল থেকে দেখতাম তখন কত না সমস্য! তাই সে সমস্যার সমাধান করে দিল গুগল।

নিচে স্ক্রিনশট দেখে নিন
সরাসরি দেখতেঃ http://www.blogmds.cz.cc/?m=1
এই প্রযুক্তি টি এখন বেটা অবস্থায় আছে এটা একটিভ করার জন্য আপনার ব্লগার একাউন্টে লগইন করার পর আপনার ব্লগের সেটিং এ ক্লিক করুন (নিচের চিত্রে খেয়াল করুন)

এবার নিচের চিত্রের মত "ইমেইল এবং মোবাইল" এ ক্লিক করুন

এবার নিচের মত মোবাইল টেম্পলেট এ ইয়েস করে শেভ করে নিন।

Mobile Template (beta)


মোবাইলে দেখার জন্য আপনার ব্লগের এড্রেস এর শেষে /?m=1 দিলেই হয়ে যাবে (যেমনঃ http://www.blogmds.cz.cc/?m=1) যেকন মোবাইল থেকে দেখা যাবে।

পুর্বসুত্রঃ আমার ব্লগ

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধারুন খবর দিলেন,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার টাতে এরকম আসে না।প্রথমেই আসে ইমেইল বিজ্ঞপ্তি পরে পোস্টিং বিকল্প সমুহ। কি করা যায়?

অনেক ধন্যবাদ।