এবার এসে গেল প্রিমিয়াম একাউন্টগুলার পূর্ণ পোর্টাল!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সুখবর, সুখবর, সুখবর।

যারা এতদিন র‍্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড এরকম ফাইল হোস্টিং সাইটগুলো থেকে ডাউনলোড করা নিয়ে নানা রকম সমস্যায় ভুগছিলেন, তাদের জন্য এসে গেল এক পরিপূর্ণ সমাধান।

কি সেই সমাধান!!!!???

হ্যা, এবার এসে গেল ফাইল হোস্টিং সাইটগুলোর প্রিমিয়াম একাউন্টের পূর্ণাঙ্গ পোর্টাল। যাতে আছে প্রায় সবগুলো ফাইল হোস্টিং সাইটের প্রিমিয়াম একাউন্ট। প্রতিদিন আসছে প্রায় ২০+টি নতুন একাউন্ট।

এবং এসবই একদম ফ্রীতে।

পোর্টালের সুবিধা সমূহঃ

  • ১. প্রায় সবগুলো ফাইল হোস্টিং সাইটের প্রিমিয়াম একাউন্ট।
  • ২. প্রতিদিন ২০+ টির মত নতুন একাউন্ট।
  • ৩. অনডিমান্ড প্রিমিয়াম একাউন্ট।
  • ৪. এবং সবকিছুই ১০০% ফ্রীতে।

পোর্টালের ঠিকানাঃ http://www.pmfree.cz.cc

তো আর চিন্তা কি? এবার ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্ট দিয়ে আর আরাম করুন নাকে তেল দিয়ে। 😛

আপনি হয়ত ভাবতেছেন আমার মাথার দশ বিশটা স্ক্রু ঢিলা ত হইছেই সেই সাথে তিন চারটা স্ক্রু মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে!!

কিন্তু না!এটিই সত্য!

প্রতিদিন সত্যিই ২০+ একাউন্ট পাচ্ছেন!

এবং সবগুলোই নিশ্চিত ১০০% কাজ করে!আপনি খুবই বিরল ভাবে দেখতে পাবেন Bad Username Or Password show করতে!

আপনি যখন ১০০% নিশ্চিতই তখন আর বসে আছেন কেন?

এখনই একবার এইখানে ঢুঁ মেরে আমার কথার সত্যতা যাচাই করুন!

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।
দেখি কাজে লাগাইতে পারি কিনা।

thankyou bai ….apnaka oshonkko donno bad 🙂

    আপনাকেও ধন্যবাদ!

    একাউন্ট গুলোর সদ্যব্যবহার করা শুরু করে দিন!!!

নিয়মটা দিলে আরো ভাল হতো।ধন্যবাদ share করার জন্য

যাহোক টিটিতে টিউন করলে তাহলে! অনেক ভালো লাগলো আর এগিয়ে যাও এবং নিয়মিত আপটুডেট করবে ঠিক আছে?

জটিল হয়েছে।চালিয়ে যান।ধন্যবাদ সুফি ভাই।

    উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ!