শুরু হচ্ছে ফেসবুকের হ্যাকার কাপ !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সোসিয়্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক প্রথমবারের মত আয়োজন করতে যচ্ছে হ্যাকারদের নিয়ে প্রতিযোগিতা "Facebook 2011 Hacker Cup" । দুনিয়ার বড় বড় সব কোডার, হ্যাকাররা লড়াই করবেন একে অপরের বিরুদ্ধে । যে কেউ চাইলে অংশগ্রহন করতে পারবেন এই প্রতিযোগিতায় ।

মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হবে এই এলগরিদম বেইসড প্রতিযোগিতা । প্রতি পর্বের নির্দিষ্ট সংখক বিজয়ী অংশ নিতে পারবেন পরের পর্বে । শেষ রাউন্ডে অংশে নিবেন বিশ্ব সেরা ২৫জন হ্যাকার । তাদের যাবতীয় খরচ বহন করে আমন্ত্রন জানানো হবে ক্যার্লিফোর্নিয়ায় ফেসবুক হেড কোয়ার্টারে । সেখানেই হবে ফাইনাল রাউন্ড । ফাইনাল বিজয়ী পাবে ৫০০০ মার্কিন ডলার । ২য় ও ৩য় স্থান অধিকারী পাবে যথাক্রমে $২০০০ ও $ ১০০০ । ৪র্থ থেকে ২৫তম সবাই পাবেন $১০০ পুরস্কার । প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু ২০ ডিসেম্বার থেকে । প্রতিযোগিতা চলবে পুরো জানুয়ারী'১১ জুড়ে । আপনিও ২০ তারিখের পর রেজিস্ট্রেশন করতে পারেন ফেসবুক হ্যাকার কাপের অফিসিয়াল পেজ থেকে

মূল ফিচার @ব্লগদেশ.com

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিজের নিজের সাইট সামলান। কারযে সাইট কখন হ্যাক হয়।
তবে অত্যান্ত দুঃখের বিষয় আমি হ্যাকিং বেশি জানি না।

    এটা সেই ধরনের হ্যাকিং নয়, ইথিকাল হ্যাকিং । প্রোগ্রামিং প্রতিযোগিতা বলতে পারেন । মন্তব্যের জন্য ধন্যবাদ 😀 ।

    আমি অবশ্য জানতাম হ্যাকাররা সবাই এথিকাল হয়। আনএথিকাল হয় ক্র্যাকাররা।

খাইছে রে….

thx 4 the news

Dekhi ki hoi.