সোসিয়্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক প্রথমবারের মত আয়োজন করতে যচ্ছে হ্যাকারদের নিয়ে প্রতিযোগিতা "Facebook 2011 Hacker Cup" । দুনিয়ার বড় বড় সব কোডার, হ্যাকাররা লড়াই করবেন একে অপরের বিরুদ্ধে । যে কেউ চাইলে অংশগ্রহন করতে পারবেন এই প্রতিযোগিতায় ।
মোট তিনটি পর্বে অনুষ্ঠিত হবে এই এলগরিদম বেইসড প্রতিযোগিতা । প্রতি পর্বের নির্দিষ্ট সংখক বিজয়ী অংশ নিতে পারবেন পরের পর্বে । শেষ রাউন্ডে অংশে নিবেন বিশ্ব সেরা ২৫জন হ্যাকার । তাদের যাবতীয় খরচ বহন করে আমন্ত্রন জানানো হবে ক্যার্লিফোর্নিয়ায় ফেসবুক হেড কোয়ার্টারে । সেখানেই হবে ফাইনাল রাউন্ড । ফাইনাল বিজয়ী পাবে ৫০০০ মার্কিন ডলার । ২য় ও ৩য় স্থান অধিকারী পাবে যথাক্রমে $২০০০ ও $ ১০০০ । ৪র্থ থেকে ২৫তম সবাই পাবেন $১০০ পুরস্কার । প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু ২০ ডিসেম্বার থেকে । প্রতিযোগিতা চলবে পুরো জানুয়ারী'১১ জুড়ে । আপনিও ২০ তারিখের পর রেজিস্ট্রেশন করতে পারেন ফেসবুক হ্যাকার কাপের অফিসিয়াল পেজ থেকে ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের নিজের সাইট সামলান। কারযে সাইট কখন হ্যাক হয়।
তবে অত্যান্ত দুঃখের বিষয় আমি হ্যাকিং বেশি জানি না।