জুনে চালু হচ্ছে Wimax

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কিছুদিন আগে একটি পোস্ট দেখলাম তাতে লিখা আছে wimax জুনে আসছে ।ওই পোস্টে বিস্তারিত কিছু লেখা ছিলনা তাই ভাবলাম বিস্তারিত কিছু লিখি কারণ বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে wimax এর জন্য।

১লা জুন ঢাকাতে wimax চালু করছে বাংলালায়ন এবং এই বছরের মধ্যেই সব জেলায় আর আগামী বছরের মধ্যে সারা দেশে চলে আসবে। অন্যান্য টেলিকম কোম্পানীর টাওয়ার ব্যবহার করবে বলে কিছুটা তাড়াতাড়ি আসবে বলে আশা করা যাচ্ছে।

2009_03_23_1_20_b.jpg

বাংলালায়ন এর তথ্য অনুযায়ী 128kbps এর জন্য প্যাকেজগুলো হচ্ছে আনলিমিটেড ৬৯০ টাকা,রাত ১২টা হতে সকাল ৯টা ৩৪৫ টাকা আর সারাদিন ৪৫টাকা তবে অন্য কোন প্যাকেজ এখন পযর্ন্ত প্রকাশ করা হয়নি।

আর মডেমের দাম ৩৫০০ টাকা(Plug & play) ।আশা করা যাচ্ছে খুব ভাল সার্ভিস পাবেন।বর্তমানে banglalion এর website এ রেজিস্টেশন করা যাচ্ছে । রেজিস্টেশন এবং আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mamun bhi 128 kbps dia ki bujhbo 128 kilobytes per second na 128 kilobites per second?

১২৮ KBps,মানে কিলোবাইট

Level 0

.is that bandwidth or download speed?
jodi bandwidth hoa thake, broadband ar sathe difference ta kothai?

128kbps=128Kilobits 128KBps=128Kilobytes. Kilobits/8=Kilobytes.
128kbps কি লিংক স্পীড? যদি লিংক স্পীড হয় তাহলে বলতে হয় জিপির স্পীড তো অনেক বেশি কারণ windows task manager networking- এ 921.6kbps show করে।

AMi akon e 256 kbps pai ………………..amr ar ki lav hobay??

গতকাল প্রথম আলোতে দেখলাম 128 কিলোবাইট পার সেকেন্ড। তবে আমার ধারণা 128 kbps ই ঠিক, রিপোর্টার ভুল করেছে।

Level 0

128 kbps কে 8 দিয়ে ভাগ করলে আসল স্পীড পাওয়া যাবে।
মানে 16 KBps এ ডাউনলোড হবে।
যদিও পুরোপুরি 16 পাবেন না……।

দারুন স্পীড!!! অপেক্ষায় রইলাম…………

ভাই আমার জানামতে কিলোবাইট kBps স্পীড বেশী হবে কারণ wimax এর জন্য bandwidth বেশী থাকে ২০+ ম্পীড আশা করতে পারেন। আর এইটা শুধু একটাপ্যাকেজ আরও স্পীড নিয়ে সামনে নতুন প্যাকেজ আসছে

lincoln ভাই লিখলেন যে, 128 kbps কে 8 দিয়ে ভাগ করলে আসল স্পীড পাওয়া যাবে? দয়া করে একটু বলবেন 4(চার) দিয়ে কেন? আমরা জানি 8(আট) বিটস মানে 1 বাইট.
আরেকটা কনফিউশন দেখলাম KB আর kb নিয়ে, নিয়ম হচ্ছে বড় হাতের থাকলে হবে কিলোবাইট আর ছোট হাতের থাকলে হবে কিলোবিট।

Level 0

gr8 news………

বাংলা লিখবো কিভাবে……

আচ্ছা ওয়াইম্যাক্স বলছে 128 কেপিবিএস। এর মানে কি 128 কিলোবিট নাকি 128 কিলোবাইট। অর্থাৎ 1 মেগাবাইটের একটা ফাইল ডাউনলোড হতে কতটুকু সময় নিবে? এই বিষয়টা আমার কাছে স্পষ্ট না। একটু বুঝিয়ে দিলে ভাল হয়।

ধন্যবাদ।

broadband জিন্দাবাদ