একের পর এক যেন হাইড্রোজেন বোমা ফাটিয়ে চলছে WikiLeaks । যুক্তরাষ্ট্রের কড়া রক্ষা কবচকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ করে চলেছে গোপনীয় সব নথিপত্র । এইবার কুটনীতিক বিষয় নিয়ে প্রকাশ হওয়া নথিগুলো নড়িয়ে দিয়েছে বিশ্বকে । ফলে বিশ্বের নানা প্রান্ত থেকে আক্রমন চলছে Wikileaks এর বিরুদ্ধে । সেই সবের সারমর্ম রইল নিচে ।
সর্বশেষ: ডোমেইন বন্ধ করে দিলো DNS সার্ভিস প্রোভাইডার: WiKiLeaks এর মূল ডোমেইনের (wikileaks.org) DNS সাপোর্ট বন্ধ করে দিলো যুক্তরাজ্যভিত্তিক DNS সার্ভিস প্রোভাইডার, EveryDNS । এখন ডোমেইনটি অকার্যকর হয়ে পড়েছে । ব্যবহারকারীর মিরর সাইটগুলো থেকে WiKileaks এর নথিগুলো পেতে পারেন (লিংক) ।
সাইবার আক্রমন "DDos Attack": এই নিয়ে দ্বিতীয়বারের মত শক্তিশালী DDos এট্যাক করে ডাউন করে দেয়া হয় তাদের সার্ভার । প্রথমবার সেকেন্ডে ৩-৪ জিবি মাত্রার আক্রমন চালালেও এইবার তা ছিল আরো ভয়াবহ ১০ জিবি/সেকেন্ড মাত্রার ।
চীনে ব্যান: চীনের সরকার সেই দেশে WikiLeaksকে ব্যান ঘোষণা করেছে । এমনিতেই চীন নানান ওয়েবসাইট বন্ধ করে রেখেছে, Wikileaks তো মনে হয় এতো দিন বেশ ছাড়ই পেলো !
আমাজানের অস্বীকৃতি: অতিরিক্ত ভিজিটর এবং সাইবার আক্রমনের ফলে WikiLeaks আমাজনকে বেছে নেয় সার্ভার হিসেবে । কিন্তু একদিন যেতে না যেতেই আমাজান কর্তৃপক্ষ WikiLeaks কে সার্ভিস দিতে অস্বীকৃতি জানায় এবং সার্ভার থেকে সাইটটি মুছে দেয় । পরে WikiLeaks তাদের পুরোনো সুইডিশ সার্ভারে ফিরে যায় ।
প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট: Wikileaks প্রতিষ্ঠাতা Julian Assange এর বিরুদ্ধে রেড এলার্ট জারি করেছে ইন্টারপোল । তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ আনা হয় । তবে কোন এরেস্ট ওয়ারেন্ট জারি হয় নাই ।
হিলারীর নিন্দা, ওবামার অসন্তোষ: নথি প্রকাশের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা হিলারী তীব্র নিন্দা প্রকাশ করেন এবং একে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর বিরাট হুমকি বলে চিহ্নিত করেন । ওবামা সরাসরি কিছু না বললেও তিনি অসন্তুষ্ট তা সংবাদ মাধ্যমকে জানানো হয় ।
মনে হচ্ছে Wikileaks এর ভবিষ্যত সুখকর নয় । তবে এইরকম আরো তথ্যফাঁসে কত থলের বিড়াল বের হয়ে আসে তাই এখন দেখার বিষয় ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Best of Luck Wikileaks. We are with you.
আমিও কিছু খবর এখানে রাখার চেষ্টা করছি। ডাটাগুলো পেলে রেখে দিতাম।
http://mynewspapercut.blogspot.com/search/label/Wikileaks