সেই অনেক বছর আগে কোন এক বিশ্বকাপে বাংলাদেশের হাতে ধোলাই খাওয়ার পর থেকে ভারত হয়ে গেছে বাংলাদেশের চির প্রতিপক্ষ। এক সময় মাঠে ভারত - পাকিস্তানের খেলা উত্তাপ ছড়াতো। কালের বিবর্তনে এখন সেই উত্তাপ বাংলাদেশ - ভারতের ম্যাচে হয়। ক্রিকেটে বাংলাদেশ এখন কোন দিক থেকেই ভারতের থেকে ছোট নয়। বরং অনেক দিক থেকে বাংলাদেশ এগিয়ে আছে।
আমাদের আছে মাশরাফির মত ক্যাপ্টেন যে ভাঙ্গা পা নিয়েও দলকে উদ্দিপিত রাখেন। আরো আছে সাকিবের মত খ্যাতিমান আলরাউন্ডার। কাটার মাষ্টার মুস্তাফিজও কোন দিক থেকে কম না। আর তাদের মত তারকারা গত ১০০ বছরেও ভারতে জন্মায়নি।
আজ ছয়ই মার্চ ২০১৬ এবং আজ মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। সুতরাং দেখার মত একটি হাড্ডা হাড্ডি লড়াই কামনা করা যেতেই পারে এই খেলা থেকে।
লিঙ্কটি আমি বুক মার্ক করে রেখেছি। আপনি চাইলেও করতে পারেন। এশিয়া কাপে যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে। সব থেকে দুঃখ জনক ছিল সাকিবের ক্যাঁচ মিস হওয়াটা। সাকিবের মাপের খেলোয়াড়ের থেকে এটা কামনা করা যায় না। হয়ত অই ভুলটা না হলে ফলাফল অন্য কিছু হতে পারতো। টাও আশা করি পরের ম্যাচে আমরা ভালই করবো।
লিঙ্কটি আমি বুক মার্ক করে রেখেছি। আপনি চাইলেও করতে পারেন। এশিয়া কাপে যদিও প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে। টাও আশা করি পরের ম্যাচে আমরা ভালই করবো। সবাই দোয়া করবেন আমাদের টাইগার দের জন্য।
আমি অনেক অপেক্ষা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।