এবছর গ্লোবাল রোবটিস্ক চ্যালেঞ্জে বাংলাদেশের হয়ে ইন্ডিয়ায় যাবে BUBT এর রোবট যোদ্ধারা

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এবছর  গ্লোবাল রোবটিস্ক চ্যাঁলেঞ্জে বাংলাদেশের হয়ে ইন্ডিয়ায় যাবে BUBT এর রোবট যোদ্ধারা

গত ১১ ফেব্রুয়ারী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল গ্লোবাল রোবটিস্ক চ্যাঁলেঞ্জ এর বাংলাদেশ রাউনড। এ প্রতিযোগিতায় অংশ নেয় বুয়েটসহ আরও ১৫০ টি পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি।

কঠিন সেই প্রতিযোগিতায় নির্ধারিত হল বাংলাদেশ থেকে কোন দুটি দল তাদের রোবট নিয়ে ইন্ডিয়া যাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা লড়াই যেখানে এ দুটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে

সেই প্রতিযোগিতায় প্রথম হল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (BUBT) এর ইলেক্ট্রিক্যাল বিভাগের দল 'ফড়িং'। আর দ্বিতীয় হল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল।

 

প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

 

বিইউবিটি এর ইলেকট্রিক বিভাগের আর একটি দল এর আগে গত ৮ জানুয়ারী CUET  এ অনুষ্ঠিত CUET  Robotics Championship এ রানার্স আপ হয়।সেই প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুরান্ত পর্যায়ের সুজোগ পাওয়া ৭ টি বিশ্ববিদ্যালয় এর ২১ টি দল, শেষ মেস সব দলকে পিছনে ফেলে ফাইনালে নিজেদের নাম লিখিয়ে নেয় SUST এর সাসট প্লাস প্লাস ও  এবং অল্পের জন্য হেরে  রানার্স আপ হয় BUBT এর Winrar 09,

http://epaper.prothom-alo.com/view/dhaka/2016-01-10/26

এর আগে গত ২০১৩ সালে RUET এ অনুষ্ঠিত robotics challenge এ সেবার প্রথম স্থান অধিকার করেছিল BUBT এর আর একটি robotics Group

BUBT এবং SUST  উভয় দলের জন্য রইল শুভ কামনা যেন তারা বিশ্ব দরবারে  বাংলাদেশ এর মুখ উজ্জ্বল করতে পারে

 

 

Level New

আমি অপূর্ব দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস