শুভ সন্ধ্যা...। এইমুহুর্তে যারা এটা ভাবছেন শুভ এই সন্ধ্যায় অশুভ সংবাদ টা নিয়ে কে এলো তাদের সাথে পরিচয় পর্বটা একটু খানি সেরে নেই। আর যেহেতু এটা আমার প্রথম টিউন তাই পরিচয়টা তো দিতেই হবে। 😛 😆
আমি নাহিদ। এখানে আছি “প্রযুক্তি প্রিয় বালক” নামে। পড়াশুনা করছি অনার্স ফার্স্ট ইয়ারে। আজকের জন্য এতটূকুই থাক।
আসলে যার ভাবছেন এটা কিরকম টিউন। তাদের জন্য বলব ভাই আমি প্রযুক্তি ভালোবাসি। প্রযুক্তির খবরা খবর গুলো না আমাকে খুভ টানে। সেই টান থেকে টেনে টুনে যা নিতে পারব তার মধ্য থেকেই আপনাদের কে এক-দু টুকরো দেওয়ার জন্য চেষ্টা করব।
এক “দেশের বুলি অন্য দেশের গালি” প্রবাদটা নিশ্চয়ই জানা আছে। আপনার আমার জন্য এই “p**n” শব্দটা খানিকটা আস্বস্থি সৃষ্টিদায়ক হলেও অকিউলাস রিফট (Oculus Rift) এর নির্মাতারা কিন্তু একে তাদের সাফল্যের চাবি হিসেবে ধরে নিয়েছেন। তাদের মতামত অনুসারে এই ‘অকিউলাস রিফ্ট’-এর সাফল্য অনেকটাই আসবে এর উপরে ভর করে। ‘অকিউলাস রিফ্ট’ হল একটি ফেসবুক প্রোডাক্ট। অর্থাৎ আগামী দিনে সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাও যে ভার্চুয়াল হতে পারে এই ধারণাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। আগামী মার্চেই এটা বাজারে আসবে বলে জানা গেছে।
মজার আমাদের অনলাইন নিউজপেপার গুলো অনুসারে আসছে দারুণ এক P**N দেখার ডিভাইস। এটাতে যেন তারাই সবচেয়ে খুশি। হ্যাডলাইনগুলো দেখে তো আপাতত তাই মনে হচ্ছে। “আর সিডিতে নয় এবার ভার্চুয়াল এই দেখা যাবে P**N” “আসছে ভার্চুয়াল P**N” “শেষ হচ্ছে সিডিতে P**N দেখার দিন, আসছে ভার্চুয়াল P**N”। ভাউ তুই দেখস ভালো কথা তাই বলে গলা ফাটাইয়া মানুষকে জানান দেওয়ার কি আছে...?
কি মজা কি মজা ... মৌজা হি মৌজা... গেবনে আর কি লাগে ভাউ...? 😈 🙄
কথা হলো এতে কি শুধু P**N ই দেখবে মানুষ...?
উত্তরটা যে না ই হবে তা তো বুঝেই গেছেন। এটা আসলে একটা ওপেন প্লাটফর্ম। যেটা মূলত গেইমিং এর উপর ভিত্তি করেই বানানো হয়েছে তবে চাইলে আপনি এটাতে P**N ও দেখতে পারবেন। হ্যা অনেকেই মনে করছেন ওপেন প্লাটফর্ম হওয়ার জন্যও এটার ভালো বিক্রি হবে। তাই বলে তো আর এটা P**N দেখার ডিভাইস নয়। 😀 🙂 😛
নির্মাতা প্রতিষ্ঠানঃ Palmer Luckey (ফেসবুক অধিকৃত)
এটা দিয়ে গেইমিংয়ের স্বাদ নেওয়ার জন্য আপনার পিসির কনফিগ হতে হবেঃ
Video Card NVIDIA GTX 970 / AMD R9 290 equivalent or greater
CPU Intel i5-4590 equivalent or greater
Memory 8GB+ RAM
Video Output Compatible HDMI 1.3 video output
USB Ports 3x USB 3.0 ports plus 1x USB 2.0 port
OS Windows 7 SP1 64 bit or newer
দামঃ প্রায় ৪৭০০০ টাকা।
Realse date: মার্চ (সম্ভাব্য)
আজ এতটুকুই...। ফেবুতে আমি
ভালো থাকুন সুস্থ থাকুন, প্রযুক্তির সাথেই থাকুন। না থেকে যাবেন কই...? 😉 😛 😛
আমি প্রযুক্তি প্রিয় বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা এক ধরনের VR (Virtual Reality) এর মত। পোলাপান দেখবে ভার্চুয়াল আর ফিলিংস পাবে রিয়েল। তবে দুইটা জিনিস P**N আর Haunted টাইপের ভুতুড়ে ভিডিও। আপনি বললেও দেখবো, না বললেও দেখবো।