😆
টেকটিউনস এর টিউনার হিসাবে এটি আমার দ্বিতীয় টিউন। আমি জানিনা আমার টিউন গুলো আপনাদের কেমস লাগছে। এর আগে আমি ট্রিক বিটিতে টিউন করতাম। এর পর টেকটিউসনস এ টিউনার হয়ে এখন আমি নিয়ম মাফিক আপনাদের জন্য টিউনস করবো। আপনার আমর জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউনস উপহার দিতে পারি।
সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক তাদের অ্যাপসের জন্য একটি উন্নত ব্রাউজারের পরীক্ষা করছে। পরীক্ষাধীন নতুন এ ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক চালানোর পাশাপাশি পছন্দসই অন্য কোনো ওয়েবসাইটে ঠুকতে পারবেন।
নান্দনিক উৎকর্ষের পাশাপাশি নতুন এ ব্রাউজারের নিচের দিকে একটি বার সংযোজিত হচ্ছে। এ বারটিতে জনপ্রিয় টিউনগুলোর একটি তালিকা থাকবে। এতে একই সাথে থাকবে ব্যাক ও ফরোয়ার্ড বাটন। পাশাপাশি থাকবে বুকমার্ক করার সুযোগও। অর্থাৎ সব কিছু মিলে নতুন এ ব্রাউজারের মাধ্যমে ফেসবুক অ্যাপসটি একটি স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ অ্যাপস হতে যাচ্ছে।
বর্তমানে অল্পসংখ্যক ব্যবহারকারীর মধ্যে অ্যাপসটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গত সপ্তাহে ফেসবুক জাপানে তার নতুন রিঅ্যাকশন ফিচারটি চালু করেছে। ‘লাভ’, ‘ইয়ে’, ‘ওয়াও’, ‘স্যাড’ প্রভৃতির সমন্বয়ে তৈরি এ ইমোজি-ভিত্তিক ফিচারটি প্রথম স্পেন ও আয়ারল্যান্ডে চালু করা হয় গত বছরের অক্টোবরে। পরে এটি ধারাবাহিকভাবে চালু হয় চিলি, পর্তুগাল ও ফিলিপাইনে। 😛 😆
আসা করি বাংলাদেমে ও চালু হবে ফেসবুকের নিজস্ব সফটয়ার টি। 😆
আমার একটা ফেসবুক আইডি আছে। আপনাদের ভাল লাগলে আমার িআমার ফেসবুক খেকে ঘুরে আসতে এখানে ক্লিক করুন
আমি আব্দুর রশিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ