দীর্ঘ তিন বছর পর ইউটিউব চালু হল পাকিস্তানে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

 

 

 

 

সুপ্রিয় পাঠকবৃন্দ,

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি পরম করুনাময়ের অশেষ রহমতে ভালোই আছেন।আমিও সেই মহান সত্ত্বার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় ভালোই আছি, আলহামদুলিল্লাহ। শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই আজকের টিউনের বিষয়বস্তু সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যাক।

তিন বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর পাকিস্তান সরকার সে দেশে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব-কে আবার উন্মুক্ত করে দিয়েছে। ইসলাম ধর্মের জন্য অবমাননাকর ভিডিও টিউনিংয়ের অভিযোগে পাকিস্তান ইউটিউবকে নিষিদ্ধ করেছিল।পাকিস্তানের টেলিকম খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা এখন বলছে যেহেতু ইউটিউব কর্তৃপক্ষ এখন পাকিস্তানের জন্য আলাদা করে একটি ভার্সন শুরু করেছে তাই এই নিষেধাজ্ঞা রাখার আর কোনও প্রয়োজন নেই। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের জন্য নির্দিষ্ট এই ইউটিউব ভার্সনে সরকার কনটেন্ট ফিল্টার করতে পারবে, অর্থাৎ তাতে কী দেখা যাবে না-যাবে সেটার ওপর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে।

পাকিস্তানের তরুণ প্রজন্মের অনেকেই ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন। তবে অনেক অ্যাক্টিভিস্ট আবার দাবি তুলেছেন সরকারের সঙ্গে ইউটিউবের মালিক সংস্থা গুগল-এর কী শর্তে আপস রফা হয়েছে তা প্রকাশ করতে হবে।

তারা বলছেন সরকার ও গুগল-এর মধ্যে সমঝোতার শর্তগুলো প্রকাশ করা দরকার গোটা বিষয়টায় স্বচ্ছ্বতা নিশ্চিত করার জন্যই। ইতোমধ্যে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির একজন কর্মকর্তা বিবিসি’র কাছে এ কথা নিশ্চিত করেছেন যে দেশের সব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ইউটিউবে অ্যাক্সেস খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০১২ সালে আমেরিকায় নির্মিত বিতর্কিত চলচ্চিত্র ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউবে আপলোড হওয়ার পরেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট ওই সাইটটির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল

শেষ কথাঃ

টিউনটি যদি আপনাদের কিঞ্চিৎ ভালো লেগে থাকে তাহলে social media তে শেয়ার করুন। টিউনে আলোচিত কোন বিষয় বুঝতে যদি কারও কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন ধরনের মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। তবে একান্ত প্রয়োজনে কপি পেস্ট করলে অবশ্যই মূল লেখার লিংক উৎস হিসেবে কপি পেস্ট টিউনে যোগ করে দিই। পরিশেষে সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আবারো কথা হবে আগামীতে কোন দিন অন্য কোন টিউনে,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরও ভালো মানের টিউন আপনাদের উপহার দিতে পারি,

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ

টিউনটি আমার ব্লগে এখানে প্রকাশিত

সৌজন্যে: BD ICT Blog

যেকোনো প্রয়োজনে: আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন

Level 4

আমি মুহাম্মাদ আব্দুল আলিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস