বন্ধুরা আপনাদের জন্য এসে গেছে এক দারুন খরব! এবার বাংলাদেশ সহ ১৩০ দেশে নেটফ্লিক্স চালু হচ্ছে!!
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সেবা নেটফ্লিক্স চালু হচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ১৩০টি দেশে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া 'কনজ্যুমার ইলেকট্রনিক শো ২০১৬' -তে এই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী রিড হেসটিং।
রিড হেসটিং তার ঘোষণায় বলেন, বিশ্বজুড়ে নেটফ্লিক্স চালু করায় যে কোনো গ্রাহক যে কোনো স্থান থেকে টিভি শো ও মুভি উপভোগ করতে পারবেন। এ বছরের শেষে হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) মানের ভিডিও স্ট্রিমিং সেবাও চালু হবে।
এক বিবৃতিতে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০টি দেশে নেটফ্লিক্স চালু হচ্ছে। কিন্তু চীন, উত্তর কোরিয়া, সিরিয়া ও ক্রিমিয়ার মতো কিছু দেশে আইনের বাধ্যবাধকতার কারণে তা চালু করা যাচ্ছে না। তবে ওই সব দেশে সেবাটি চালু করার চেষ্টা করা হবে।
গত অক্টোবর ২০১১ তে নেটফ্লিক্স ঘোষণা দেয় যে তারা ২০১২ সালের প্রথম দিকে ইউকে এবং আয়ারল্যান্ডে তাদের সার্ভিস চালু করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে মাসিক স্বল্প খরচে তারা আনলিমিটেড টিভি অনুষ্ঠান এবং মুভি স্ট্রিমিং করবার সুবিধা প্রদান করবে। কিন্তু এখন বাংলাদেশ সহ ১৩০ ট দেশে চালু হয়ে যাওয়া টা আমাদের কাছে আনন্দের ই। যদিও ওনেকে বলছেন যে বাংগালি রা ফ্রি ই দেখে না আর পে করে দেখবে তাদের সাথে আমার মত ভিন্ন। হয়ত ১০-১৫ ডলার লাগবে কিন্তু মাত্র এই কয়টা ডলালের জন্য কি পরিমান মুভি আর টিভি শো দেখতে পাবেন তার তুলনায় এই কয়টা ডলার কম ই হবে।
এখন যদি প্রশ্ন করেন যে কি কি দেখতে পাব তার জন্য দেখতে পারেন।
সব গুলি মুভির লিস্ট পাবেন এখানে
http://www.finder.com/bd/netflix-movies
সব গুলি জনপ্রিয় টিভি শো এর লিস্ট পাবেন এখানে
http://www.finder.com/bd/netflix-tv-shows
আমি এ কে এম বোরহানিছ বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানার কোন শেষ নাই ,
Really a good news.Netflix er show gular quality kharap hoitise.