অনলাইনে আয় করা এতই সোজা ?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ কাল কথায় আর বিজ্ঞাপনের প্রচার প্রচারণায় মনে হয় যে হাত বাড়ালেই অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায়। কতটা কষ্টকর তা সংশ্লিষ্ট ব্যক্তিই জানেন। কারণ আমাকে তো আর শুধু শুধু টাকা দেবে না কেউ। আবার এর মধ্যে ভুয়া প্রতিষ্ঠানের সংখ্যা নেহাত কম নয়। তবে এত কিছুর মধ্যেত্ত কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা সত্যিই টাকা প্রদান করে থাকে। তবে এত সহজেই নয়।

আজ আপনাদের একটি সাইটের মাঝে পরিচয় করিয়ে দেব যাদের কাছ থেকে টাকা পাত্তয়া যায় সহজেই। এটি একটি চ্যাট করার সাইট। রোমানিয়ায় এই সাইটির মূল অফিস। তবে পাশ্ববর্তী ভারত পাকিস্তানের অনেকেই এখানে মডারেটর হিসেবে কাজ করে থাকেন।

এখানে চ্যাট করার মাধ্যমে ডলার উপার্জন করা যায়। ১ ডলার হলেই ক্যাশ আউট করা যায়। এটি পেপাল এবং এ্যালার্ট পে উভয় মাধ্যম সমর্থন করে থাকে। এজন্য অবশ্যই আপনাকে যেকোন একটিতে একাউন্ট থাকতে হবে।

নিয়মাবলী :

প্রথম পর্যায়ে নতুন ব্যবহারকারীকে প্রথম ৫০০০ লাইনের প্রতি লাইনের জন্য .২ সেন্ট প্রদান করা হবে। এর পর পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। তবে এ ক্ষেত্রে যদি কেউ প্রিমিয়াম একাউন্ট কিনে ব্যবহার করেন তা হলে প্রতি লাইনে .১৫ সেন্ট পাবেন। আর অন্য চ্যানেল ব্যবহার করলে অর্থাৎ এশিয়ার চ্যানেলে বাংলা রোমান হরফে ব্যবহার করতে পারেন। অনেক নতুন ব্যবহারকারী অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায়। তারা এই সাইটটির মাধ্যমে চেষ্টা করে দেখতে পারেন।

প্রতি মাসে ১ বার ক্যাশ আউট করা যাবে। ২-৪ ঘন্টার মধ্যেই চলে আসে এলার্ট পে কিংবা পেপাল একাউন্ট এ।

অবসর সময়ে চ্যাট করে অর্থ উপার্জনের জন্য এটি একটি সফল সাইট।।।

এলার্ট পে লিংক : নিবন্ধন করার সময় অবশ্যই পার্সোনাল স্টার্টার ব্যবহার করবেন। এতে টাকা আদান প্রদানে কোন টাকা কাটে না। আর মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফাই করে একাউন্ট সচল করুন।

অ্যালার্ট পে

চ্যাট সাইটের লিংক

সবাইকে ধন্যবাদ

Level 0

আমি swordfish। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

swordfish ভাই কিছু মনে করবেন না আমি একটি বলবো। যে আপনি টাকা পেয়েছেন কি না ? কারন অনলাইনে আয় ক্ষেত্রে সবাই আগে প্রমান দেখতে চায় । কারন সাইট যদি ভুয়া তাহলে অঝথা সময় নস্ট কি লাভ । আর আপনার লেখা নরমাল ফন্ট এ প্রকাশ করলে ভাল হয়।

    Level 0

    আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। আমি গত ৫ দিনে এখান থেকে প্রায় ২.২০ ডলার পেয়েছি। কিন্তু মাসে একবার টাকা এখান থেকে এলার্ট পে তে নেত্তয়া যায় বিধায় আমি এই মাসের ৩০ তারিখে ক্যাশ আউট করবো। আর আমি একটি কথা বিশ্বাস করি যে একটি মিথ্যা হয়তো সাময়িকভাবে স্বস্তিকর হলেত্ত পরবর্তীতে বেদনাদায়ক। টেকটিউনে আমি কখনোই ভুল তথ্য দিবো না স্বেচ্ছায়। আমি যাচাই বাছাই করেই টিউন করার চেষ্টা করি।

    অবশ্যই পরবর্তীতে নরমাল ফন্টের ব্যবহার করবো।

সাইটের রেপুটেশন দেখেন http://www.mywot.com/en/scorecard/www.ro2.biz

    Level 0

    ধন্যবাদ।।।

    আপনার সাইটের রেপুটেশন খুবই খারাপ

    Level 0

    কী আর করা।

ধন্যবাদ swordfish ভাই এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।

    Level 0

    ধন্যবাদ। নিয়মিত সাইটে চ্যাট করুন। কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

    [email protected] ইমেইল অথবা সাইটে

ধন্যবাদ। অনলাইন আয়ের জন্য কিছু ওয়েবসাইটের লিংক পেতে নিচের সাইটটিতে
http://bdearnpoint.blogspot.com/

ভাই আপনি যদি স্কিন সর্ট সহ বিস্তারিত লিখতেন ভাল হত..

    Level 0

    কথাটা ভাল বলেছেন তাতে আমাদের আরও ৫০% লাভ বেশি হত ।

রেফারেল লিঙ্ক দেয়া যাবেনা। নিয়ম

Level 0

ভাল একটি পোষ্ট দিয়েছন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । চালিয়ে যান আমরা আছি আপনার সাথে………..

Level 2

vai web sit tar link dilenna ………….

অ্যালার্ট পে te account korbo kivabe? amer to kuno bank account nai-ami ki parbo alert pay te account korte? thanks for share this link