Wi-Fi এর কথা তো আমরা সবাই জানি ৷ Wi-Fi ইউজ করে নাই এমন মানুষ মনে হয় এখন হারিকেন দিয়ে খুঁজতে হবে:p বাড়িঘর, অফিস আদালত, বড় ফ্যাক্টরিতে এখন ওয়াইফাই ছাড়া পুরাই অচল ৷
তো যা বলছিলাম, ওয়াইফাই ইউজ করতে করতে যারা বোর হয়ে গেছেন তাদের জন্য সুখবর ৷ Wi-Fi এর চেয়ে ১০০ গুন গতিসম্পন্ন ওয়্যারলেস ইন্টারনেট প্রযুক্তি “Li-Fi” নিয়ে আসছে এস্তোনিয়ার ভেলমনি (Velmenni) নামের একটি প্রতিষ্ঠান ৷ বর্তমানে এস্তোনিয়ার রাজধানী তালিন (Tallinn) এ কয়েকটি ইন্ডাস্ট্রি এবং অফিসে প্রাথমিকভাবে লাইফাই (Li-Fi) ট্রায়াল দেয়া হচ্ছে ৷
দেখা যায় Li-Fi এ সর্বোচ্চ গতিবেগ সেকেন্ডে ১ জিবির মতো ৷ আর ল্যাবরেটরী টেস্টে এসেছে গতিবেগ থাকবে ২২৪ গিগাবাইট প্রতি সেকেন্ডে যা বর্তমান Wi-Fi এর চেয়ে প্রায় ১০০ গুন বেশি !!! শুধু চিন্তা করেন, আপনি গোটা একটা HD BluRay মুভি নামিয়ে ফেলতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডে !!!
ভেলমনির CEO দিপক সোলাঙ্কি জানান, “লাইফাই পুরোপুরি ছড়িয়ে যেতে আরো তিন চার বছরের মতো লাগতে পারে ৷ ২০১১ সালের দিকে এই প্রযুক্তির উদ্ভাবন হলেও ২০১৫ সালের শেষের দিকে আমরা চূড়ান্ত পরীক্ষা চালাব ৷”
যারা আমার মতো একটু বেশি কৌতুহলী তারা জেনে নিন এই লাইফাই কিভাবে কাজ করবে ৷ Li-Fi তে ব্যবহার করা হয়েছে দৃশ্যমান আলোক যোগাযোগ (Visible Light Communication) প্রযুক্তি ৷ সহজভাবে বলা যায়, Li-Fi এ ইন্টারনেট সংযোগ করবে LED লাইট বাল্বের মাধ্যমে !! মানে যেখানে লাইট জ্বলবে যেখানে আপনি লাইফাই সংযোগ করতে পারবেন ৷ মজার না?
pureLiFi সাইট ওয়াইফাই আর লাইফাই এর মধ্যে তুলনামূলক চিত্র প্রকাশ করেছে ৷ চলুন দেখে নেই –
সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে যেখানে Wi-Fi তে বেতার তরঙ্গের বর্ণালীগুলোর সরবরাহ কম হবে, সেখানে Li-Fi তে আলোক বর্ণালীগুলো ১০,০০০ গুন বেশি সরবরাহ করবে ৷ বুঝতে পারছেন তো কত দ্রুত কানেকশন পাবেন?
এত চমৎকার একটা প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে ৷ কারন ওয়াইফাইতে বেতার তরঙ্গ দেয়াল ভেদ করে যেতে পারলেও লাইফাইর আলোক তরঙ্গে এটি সম্ভব নয় ৷ এটা এক ধরনের সুবিধাও বলা যেতে পারে ৷ কারণ Li-Fi হবে নিরাপদ কানেকশন যাতে অন্য কেউ এটা হ্যাক করে ব্যবহার করতে না পারে 😉
আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই লাইফাই সুবিধাটি হাতে পাব ৷
টিউনটি পূর্বে প্রকাশিত এখানে
সময় পেলে আমার সাইটটি ঘুরে আসতে পারেন।
সবাইকে ধন্যবাদ। সুস্থ্য থাকুন,ভালো থাকুন এবং সব সময় techtunes.io এর সাথেই থাকুন।
আমি রুট কোড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।