জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি দেখুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে গত ২৭.১১.২০১৫ইং তারিখে প্রচার হলো দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছিলো নোয়াখালীর মাইজদীতে। দর্শক ধারণ ক্ষমতার কথা বিবেচনা করে মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠটিকে ধারণ স্থান হিসেবে বেছে নেওয়া হয়।

নিয়মিত পর্ব হিসেবে এবারও ছিলো যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। আরো ছিলো বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। বিউটি পার্লারের একাল/সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টকশো’র প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, ডাক্তারের সিরিয়াল সমস্যা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। প্রচারিত হয়ে গেলো বলে কি সবাই দেখতে পাবে না!!! তা হলে প্রযোক্তি কি জন্য!! এখনে দেখে নিতে পারেন

ইত্যাদি

মায়ের  একটি কুরুন গান শুনতে পারেন।পুত্র এখন পয়সাওয়ালা

 

নিয়মিত পর্ব হিসেবে এবারও ছিলো যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। আরো ছিলো বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস অথচ তীক্ষ নাট্যাংশ। বিউটি পার্লারের একাল/সেকাল, প্রযুক্তির অপব্যবহার, টকশো’র প্রয়োজনীয়তা, টিভি দেখায় উৎপাত, ডাক্তারের সিরিয়াল সমস্যা নিয়ে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। প্রচারিত হয়ে গেলো বলে কি সবাই দেখতে পাবে না!!! তা হলে প্রযোক্তি কি জন্য!! এখনে দেখে নিতে পারেন

ইত্যাদি ৪ঠা অক্টোবর ২০১৫

Level 0

আমি বাবুই পাখি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস