পড়াশোনা এখন আরো সহজ পরীক্ষা দিন অনলাইনে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কেমন আছেন সবাই? অনেক দিন পর টেকটিউনস এ লিখতে বসলাম। এত দিন পড়ালেখার কাজে ব্যাস্ত ছিলাম। আর পড়াশুনার জন্য এমন কিছু খুজছিলাম যাতে পড়ালেখা সহজ হয়। পেয়েও গেলাম এমন একটি সাইট। আজ আপনাদের সেই সাইটের সাথে পরিচয়  করিয়ে দিব। চলুন দেখি কি কি আছে সাইটেঃ

ব্যাংক, বিসিএস, এমবিএ, ভার্সিটি ভর্তি প্রভৃতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহনের ক্ষেত্রে Job Study (http://thejobstudy.com) আপনার প্রস্তুতিকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে জন্মলাভ করেছে। আপনার কোন পার্সোনাল কম্পিউটার নাই। তো কী হয়েছে! ফোন তো আছে? আপনার এই Android ফোনটিই হয়ে উঠবে আপনার শিক্ষার মাধ্যম। আপনাকে করে তুলবে যে কোন পরীক্ষার জন্য যোগ্য এবং সাফল্য এসে ধরা দেবে হাতে। সাইটটি যে সকল কারণে অনন্য তা নিম্নরূপ:

১. সাইটটিকে প্রতিদিন আপডেট করা হয়;

২. অন-লাইন টেস্টের ক্ষেত্রে রয়েছে ২ ধরনের ব্যবস্থা-

ক. ৪টি অপশন সম্বলিত MCQ Test;

খ. অপশনহীন Fill in the Gap Type Test (সবথেকে বেশি কার্যকরী);

৩. প্রতিমাসের কারেন্ট অ্যাফেয়ার্সের উপর MCQ ও Merit Test;

৪. ব্যাংক, বিসিএস, এমবিএ, ভার্সিটি ভর্তির বিভিন্ন বই, নোটস ও সাপ্লিমেন্ট ডাউনলোড;

৫. যাদের মনে থাকতে চায় না, তাদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।

৬. একই MCQ Test বা Fill in the Gap Type Test বারবার দেয়া যায়। একঘেয়েমি লাগে না। কারণ, প্রশ্ন ও উত্তর উভয়ই Randomly সেট করা;

৭. সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে, প্রয়োজন অনুযায়ী সকল ইংরেজি, ম্যাথ, বাংলা প্রভৃতির প্রশ্নের সমাধানের পাশাপাশি শর্ট  নোটস্‌সের এক বিশাল সমাহার।

মোটকথা, বিভিন্ন পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি আপনি সাইটটি থেকেই গ্রহণ করতে পারবেন। যারা আগ্রহী তারা একবার সাইটটি Visit করেই দেখতে পারেন।

সাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন

Level 2

আমি ইসলাম আমিনুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস