কিস্তি সুবিধায় গ্রামীণফোন গ্রাহকরা পাচ্ছেন iPhone 6s এবং 6s Plus কেনার সুযোগ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গ্রামীণফোন বাজারে আনছে সবচেয়ে আধুনিক iPhone 6s এবং 6s Plus।

আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে বাজারে এই দুই মডেলের আইফোন পাওয়া যাবে। তবে গ্রামীণফোন গ্রাহকরা এখনই প্রি-অর্ডার করতে পারবেন আইফোন ৬ এস এবং ৬এস প্লাস ফোনের জন্য। গ্রামীণফোন ব্যবহারকারীরা অগ্রীম অর্ডার করলেই পাবেন মাসিক কিস্তি সুবিধা, ইন্টারনেট ব্যবহারে ছাড়, জিপি স্পেশাল নম্বর।

আইফোন ৬এস এবং ৬এস প্লাস অফার

  • স্টার গ্রাহকগণের জন্য মাসিক কিস্তি ১,৭০৯ টাকা (শুধুমাত্র প্রি-অর্ডার পিরিয়ডে প্রযোজ্য) এবং অনান্য গ্রাহকগণের জন্য মাসিক কিস্তি ৫,১২৫ টাকা
  • হেভি ব্রাউজিং ননস্টপ ইন্টারনেট ব্যবহারে ৫০% ছাড় (২ মাসে ৮ বার, মেয়াদ ৩০ দিন)
  • ফ্রি ০১৭১১ সিরিজের জিপি স্পেশাল নম্বর
  • ১ বছরের অ্যাপল ওয়ারেন্টি

আইফোন ৬এস এবং ৬এস প্লাস অফারটির শর্তাবলী

  • গ্রাহকগণ ৩০ অক্টোবর থেকে আইফোন ৬এসএবং ৬এস প্লাস প্রি-অর্ডার করতে পারবেন। ওয়েব প্রি-অর্ডার দেয়ার ৭২ ঘণ্টার মধ্যে ১০,০০০ টাকা ডিপজিট মানি গ্রামীণফোন সেন্টারে জমা দিয়ে গ্রাহকগণকে প্রি-অর্ডার নিশ্চিত করতে হবে যা পর্যাপ্ত স্টক ও নির্ধারিত কালারের হ্যান্ডসেট স্টক থাকার উপর নির্ভরশীল। জমাকৃত টাকা অফেরতযোগ্য। আইফোন ৬এসএবং ৬এস প্লাস-এর বিভিন্ন মডেলের মূল্য এবং মাসিক কিস্তি-এর পরিমাণ জানতে এখানে ক্লিক করুন
  • ইএমআই: শুধুমাত্র জিপি স্টার গ্রাহকগণের জন্য সর্বোচ্চ ৩৬ মাস (৩, ৬, ৯, ১২, ১৮, ২৪ এবং ৩৬) পর্যন্ত ইএমআই প্রযোজ্য এবং অন্য গ্রাহকগণের জন্য সর্বোচ্চ ১২ মাস (৩, ৬, ৯, ১২) পর্যন্ত প্রযোজ্য। ইএমআই-এর জন্য প্রযোজ্য ক্রেডিট কার্ডসমূহ: ১. স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ২. সিটি ব্যাংক [এমেক্স] ৩. ইস্টার্ন ব্যাংক
  • অফারটি ক্রয় করলে গ্রাহকগণ ৫০% ডিসকাউন্টে হেভি ব্রাউজিং ইন্টারনেট প্যাক (সর্বোচ্চ ৮জিবি পর্যন্ত) ৪৭৫ টাকায় (৩% সম্পূরক শুল্ক এবং সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য) ২ মাসে সর্বোচ্চ ৮ বার উপভোগ করতে পারবেন এবং গ্রাহকগণ সাথে ০১৭১১ সিরিজের গ্রামীণফোন নম্বর পাবেন (জিপি নম্বরের জন্য গ্রাহকগণকে জাতীয় পরিচয়পত্র এবং ১ কপি ছবি আনতে হবে)
  • ইন্টারনেট অফার পেতে গ্রাহকগণকে আইফোনের সাথে জিপি সংযোগটি ট্যাগ কতে হবে। ট্যাগ করার পদ্ধতি নিম্নে দেয়া হলো-

➡ সিম- আইফোন ট্যাগিং করতে: টাইপ < iPhone > এবং এসএমএস করুন ৫০৫০ নম্বরে (ফ্রি)। ভ্যালিড ট্যাগিং এ অপ্ট-ইন এর                    পর গ্রাহকগণ সাথে সাথে একটি কনফারমেশন এসএমএস পাবেন ও ট্যাগিং সম্পন্ন হবে

➡ পরবর্তী ৭ বার অফার অ্যাক্টিভেশন করতে: <i6s > টাইপ করে এসএমএস করতে হবে ৫০৫০ নম্বরে (ফ্রি)

  • ট্যাগিং করার মেয়াদ ২ মাস কিন্তু যদি কোনো গ্রাহক ৫৯তম দিনে ট্যাগ করেন তবে সে পরবর্তী ২ মাসে ৮ বার ইন্টারনেট অফারটি পাবেন
  • *৫৬৭# ডায়াল করে গ্রাহকগণ ইন্টারনেট ব্যালেন্স জানতে পারবেন এবং অফারটি আর কতোবার অবশিষ্ট আছে তা জানতে <Check i6s> টাইপ করে ৫০৫০ নম্বরে এসএমএস করুন (ফ্রি)
  • অফারটি সীমিত সময়ের জন্য এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
  • ভলিউম ভিত্তিক প্যাকের জন্য অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা ০.০১/১০কেবি হারে চার্জ প্রযোজ্য হবে
  • প্রিপেইড গ্রাহকগণের জন্য ২০০এমবি পর্যন্ত অতিরিক্ত ব্যবহার প্রযোজ্য
  • টিউনপেইড গ্রাহকগণের জন্য অতিরিক্ত ব্যবহারের কোনো সীমা নেই, মেয়াদ শেষ হবার দিন পর্যন্ত অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারে টাকা ০.০১/১০কেবি হারে চার্জ প্রযোজ্য হবে
  • যদি গ্রাহক ৩০ দিনের মধ্যে পুনরায় অফারটি চালু না করেন তবে অফারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কোনো অটো রিনিউয়াল ফিচার নেই
  • যদি গ্রাহক অটো রিনিউয়াল চালু করেন তখন অফারটি অটো রিনিউ হবে এবং মেয়াদ হবে ২৮ দিন
  • একজন গ্রাহকের একাধিক ট্যাগিং এর ক্ষেত্রে প্রথম ভ্যালিড ট্যাগিংটি গ্রহণ করা হবে এবং অফারের সুবিধা প্রযোজ্য হবে। উপযুক্ত ট্যাগিং এর পর বান্ডলটি প্রযোজ্য হবে
  • ০১৭১১ সিরিজের জিপি নম্বরগুলো রিসাইকেলড নম্বর

আইফোন-এর ওয়ারেন্টি এবং বিক্রয় পরবর্তী সেবা

  • ১ বছরের ওয়ারেন্টি প্রযোজ্য
  • ওয়ারেন্টি শর্তসমূহ অ্যাপল স্টান্ডার্ড ওয়ারেন্ট অনুযায়ী হবে
  • গ্রাহকগণ বিক্রয় পরবর্তী সেবা আইফোন ভেন্ডর প্রোভাইডার সার্ভিস পয়েন্ট সমূহে পাবেন
  • আইফোন ৬এস সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট: http://www.apple.com/iPhone

সৌজন্যেঃ সমাধান আইটি

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সুবিধার জন্য, ১. স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ২. সিটি ব্যাংক [এমেক্স] ৩. ইস্টার্ন ব্যাংক এর ক্রেডিট কার্ড থাকতে হবে। আর আইফোনের ৬ এস এর মূল্য ধরা হয়েছে 71,499 যা ইউ.এস অ্যাপল স্টোর থেকে ক্রয় করলে মূল্য হবে,
649 USD + 8% Sales Tax 51.92 USD = 700.92 USD,
অর্থাৎ 700.92 X 78 = 54671.76 টাকা। যা প্রায় বাংলাদেশে 16800+ টাকা বেশী। আর 54000 টাকার প্রোডাক্টে 16/17 হাজার টাকা বেশী দিতে হলে কত পার্সেন্ট বেশী যাচ্ছে? মাপ চাই, সেই সাথে দোয়াও চাই।

ভাই!আপনার ফ্রেন্ডলিস্টে ঢুকমু!পিলিস!