ইসলামিক ওয়াজের কালেকশন নিয়ে banglawaaz.com আজ থেকে চালু হল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়ায় আমাদের আরেকটি প্রজেক্ট আজ থেকে শুরু হল। বিষয়ভিত্তিক বাংলা ইসলামিক লেকচারের কালেকশন নিয়ে আমাদের সাইট banglawaaz.com আজ থেকে চালু হল। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার জানামতে এই রকম উদ্যোগ এই প্রথম। লক্ষ্য রাখবেন সাইটের নামে দুটি A আছে, "banglawaaz"
.
সাইটে যা থাকছে-
১. প্রতিটি লেকচার বিষয়ভিত্তিক সাজানো থাকবে।
২. শায়খ অনুযায়ী লেকচার সাজানো থাকবে
৩. অনলাইনে ভিডিও দেখার সুবিধা
৪. লেকচার সার্চ করার সুবিধা
৫. ছোট সাইজের ডাইরেক্ট অডিও ডাউনলোড লিঙ্ক।
৬. ভিডিও ডাউনলোড সুবিধা
৭. টিউমেন্ট সিস্টেম।
.
সাইটটি মাত্র শুরু হল। এতে অনেক লেকচার যুক্ত করা হবে ইন শা আল্লাহ। আমাদের কিছু ভাই বোন অক্লান্ত পরিশ্রম করে সাইটটি রেডি করেছেন। মহান আল্লাহর কাছে আমাদের জন্য দুয়া করবেন। সাইটে কোন লিঙ্কে সমস্যা থাকলে ঐ টিউনে টিউমেন্ট করে দিবেন, আমরা ঠিক করে দিব ইন শা আল্লাহ।
.
বাংলা ইসলামিক লেকচারের ওয়েব সাইট লিঙ্কঃ
http://www.banglawaaz.com
.
এছাড়াও আমাদের হাদিস প্রজেক্ট-

অনলাইনে বাংলা ভাষায় প্রকাশিত প্রত্যেকটি হাদীসগ্রন্থ সকলের জন্য সহজলভ্য করাটাই আমাদের উদ্দ্যেশ্য। এজন্য আমরা আরবি ও বাংলা হাদীসের একটা পূর্ণাংগ ডাটাবেজ তৈরি করার জন্য কাজ করে চলেছি। এরই ধারাবাহিকতায় এই পর্যন্ত বহু হাদিসগ্রন্থ আমরা টাইপ করেছি। এবং প্রতিনিয়ত আমাদের লিস্টে আরো বই যোগ হচ্ছে, যেগুলো আমরা টাইপ করার পরিকল্পনা নিয়েছি। এই দীর্ঘ পথচলায় অসংখ্য দ্বীনি ভাই ও বোন আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন এবং প্রতিনিয়ত করে যাচ্ছেন। আল্লাহ্তায়ালা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এই দোয়া করি।

ফেসবুকে একটি গ্রুপের মাধ্যমে আমরা আমাদের এই প্রকল্পের অধিকাংশ কাজ পরিচালনা করে আসছি। এছাড়াও কখনো স্কাইপে কনফারেন্সের মাধ্যমে, কখনোবা টেলিফোনে আলোচনা করে, আবার কখনো সরাসরি সাক্ষাত করে আমরা আমাদের পারস্পরিক যোগাযোগ ও প্রকল্পের সমন্বয় সাধন করে থাকি। বর্তমানে হাদীস প্রজেক্টের জন্য একটি পূর্ণাংগ ওয়েবসাইট ও একটি সফটওয়্যার বানানোর জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, এর ফলে আমাদের সামনে এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে ইন-শা-আল্লাহ্।

.
http://www.ihadis.com

Level 0

আমি সুফি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 363 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

BLA...BLA...BLA!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sob j dekhsi ahole hadiser bokta…. :p sunar moto sudhu zakir naik r majur elahi ache

ভাল লাগল সাইটটি দেখে । এই সময়ের সেরা বক্তাদের ব্যক্তব্যগুলো রাখার জন্য ধন্যবাদ । banglawaaz.com এর সাফল্য কামনা করি । 🙂