২৬শে অক্টোবর ২০১৫, বিডিনিউজ২৪ এর ‘এত ব্যবসা প্রতিষ্ঠান হ্যাক হচ্ছে কীভাবে’ শীর্ষক সংবাদ বলছে - সম্প্রতি একটি টেলিকম কোম্পানির ওয়েবসাইট হ্যাকড হওয়ার ফলে প্রায় ৪০ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চলে গেছে সাইবার অপরাধীদের হাতে।
সাধারণত কোনো একাউন্ট বা ডিভাইস হ্যাক করার ক্ষেত্রে দরজা হিসেবে ব্যবহৃত হয় পাসওয়ার্ড।
কোনো কারণে দরজা না ভাঙ্গা গেলে জানালা তথা ম্যালওয়্যার ব্যবহৃত হয় হ্যাক করার কাজে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র তথ্যমতে, ইন্টারনেটে প্রতিদিন গড়ে প্রায় দশ লাখ ম্যালওয়্যারযুক্ত প্রোগ্রাম ছড়ায় যেসব ব্যবহৃত হয় হ্যাকিং টুলস হিসেবে।
আর, নতুন মডেলের আইফোন রিলিজ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা যদি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে ঢাকার মোতালেব প্লাজার শোকেসে শোকেসে জায়গা করে নিতে পারে, তবে ম্যালওয়্যার কেন নয়!
আগের পর্বগুলোতে ম্যালওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনার ধারাবাহিকতায় আমাদের এবারের টপিক পাসওয়ার্ড।
ভাবছেন, এ নিয়ে আবার আলোচনার কী আছে? যে কোনো আইডি খোলার সময় এবিসিডিওয়ানটুথ্রিফোর দিতে হয় – এই তো! তাহলে শুনুন...।
এক ভদ্রলোক তার স্ত্রীর জন্য আইডি খুলে দিচ্ছেন কোনো এক সোশ্যাল মিডিয়ায়। তো ইউজার নেম দেয়ার পর সঙ্গিনীকে মুগ্ধ করতে পাসওয়ার্ডের ঘরে লিখলেন এলওভিই – চিন্তা করতে পারেন এতে ভদ্রলোকের স্ত্রী খুশি হয়ে মুচকি হাসি দিয়েছিলেন। জ্বী না, বস! ওই আন্টি মোবাইলটাই ছুড়ে ফেলে দিয়েছিলেন – কারণ ‘লাভ’ লেখার পর সেখানে এরর দেখিয়ে বলা হয়েছিল ‘নট এনাফ স্ট্রং’!!
এবার বলুন, যে নিরাপদ মহল্লা বা এলাকায়ই আপনি থাকেন না কেন কিংবা হয়ে থাকেন যত বড় রইস আদমী – আজ পর্যন্ত কখনও স্বেচ্ছায় ঘরের দরজা খোলা রেখে ঘুমিয়েছেন কি? কিংবা, ঘরের তালা ঠিকঠাক লাগিয়ে এসেছিলেন কি না – দ্বিধা রেখে কোথাও বেড়াতে গিয়ে ভাবনাহীন থাকতে পেরেছিলেন কখনও??
উত্তর যদি ‘না’ হয়ে থাকে, তবে আপনার অনলাইন বাড়িতে এমন তালা (0000/aabbcc/123456789) কেন লাগান - যার চাবি পাড়াপ্রতিবেশী সবার কাছেই আছে!
শুধুমাত্র সহজ পাসওয়ার্ডের কারণে ২০১৪ সালে বেহাত হয়েছে ৩৩ লক্ষ পার্সোনাল একাউন্ট (ফেইসবুক, ইমেইল ইত্যাদি) বলে আরেক খবরে জানিয়েছে বাংলানিউজ২৪।
উল্লেখিত সেই সহজ পাসওয়ার্ডগুলির সাথে মিলে গিয়ে যেন ২০১৫ সালে হ্যাকড হওয়া লিস্টে আপনার আইডি স্থান না পায় অথবা ওয়েবসাইটে ওয়েবসাইটে যেন না ছড়িয়ে পড়ে আপনার ‘অনলি মি’ অপশনে থাকা কোনো ছবি, তাই এখানে তুলে ধরা হলো সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের কয়েকটি:
যেহেতু, তথ্য-প্রযুক্তি দুনিয়ায় আপনার গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র ভরসা এই শব্দ সংকেত, তাই পাসওয়ার্ড অবশ্যই হওয়া উচিত মজবুত এবং অননুমানযোগ্য।
সহজ পাসওয়ার্ডযুক্ত একাউন্ট হ্যাকের ধারাবাহিক ঘটনা বিশ্লেষণে আজকের এই গাইডলাইন:
কমপক্ষে আট অক্ষরের দীর্ঘ ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। বড় হাতের এবং ছোট হাতের অক্ষর, সংখ্যা ও চিহ্ন ইত্যাদির কম্বিনেশনে পাসওয়ার্ড তৈরি করুন এবং প্রতিটি ওয়েবসাইটের জন্যই আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
ভড়কে যাবার কিছু নেই – দার্শনিকের আইডিয়া ফলো করতে পারেন!
ধরুন প্রথমে বড় ও ছোট হাতের মিলিয়ে ৩টি অক্ষর (a,B,c) নিয়ে তার সাথে দু’টি অংক (1,2) আর একটি চিহ্ন ($) যুক্ত করে ৬ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করুন। এবার যখন যে সাইটে এটা ব্যবহার করবেন তার প্রথম আর শেষ অক্ষর লাগিয়ে দিন (যেমন গুগলে aBc12$ge আবার ফেইসবুকে aBc12$fk)!
এতে সব সাইটে আলাদা আলাদা পাসওয়ার্ডও যেমন দেয়া যাবে তেমনি তা মনে রাখাও সহজ হবে।
তবে, কোনো অবস্থাতেই পাসওয়ার্ডে নিজের নামের বা প্রতিষ্ঠানের কোনো অংশ বা ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ, মোবাইল নম্বর বা প্রিয় মানুষের নাম ইত্যাদি যুক্ত করবেন না।
হ্যাকাররা সাধারণত পাসওয়ার্ড অনুমানের ক্ষেত্রে ডিকশনারি ওয়ার্ড এনালাইসিস করে থাকে, তাই কোনো সম্পূর্ণ শব্দ পাসওয়ার্ডে ব্যবহার করা যাবে না। প্রয়োজনে শব্দের মাঝে সংখ্যা বা চিহ্ন ঢুকিয়ে তা এলোমেলো করে দিতে হবে।
চাইলে পাসওয়ার্ড মনে রাখতে ব্রাউজারে মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। মজিলা ফায়ারফক্সসহ সব অ্যাডভান্সড লেভেল ব্রাউজারের সেটিংসে এই অপশনটি দেয়া আছে। তবে, মাস্টার পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ‘এইচটিটিপিএস এভরিহোয়্যার’ টুলটি ব্যবহার করবেন (যথারীতি পেয়ে যাবেন মামার বাড়ির ভাঁড়ার তথা গুগলে)।
এই টুলটি আপনার ব্রাউজারের সব তথ্য এনক্রিপ্টেড করে ব্যবহার করে, ফলে কেউ নজরদারি করলেও কোন তথ্য সংগ্রহ করতে পারে না।
অথবা পাসওয়ার্ড মনে রাখতে ম্যানেজারও ব্যবহার করতে পারেন। ‘গুগল’ করলেই পেয়ে যাবেন অনেক ফ্রি পাসওয়ার্ড ম্যানেজারের খোঁজ। ট্রাই করে দেখতে পারেন ‘লাসপাস’ বা ‘পাসওয়ার্ড সেফ’।
সর্বশেষ পরামর্শ এই যে, কোন সমস্যা হউক বা না হউক - বছরে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।।
এছাড়াও, আগের টিউন ‘ভিনদেশী’ এন্টিভাইরাস কীভাবে বুঝবে আপনার প্রয়োজন! পড়তে ও ‘টেক সমাধান’ পেতে থাকুন আমাদের সঙ্গেই।
আমি টেক সমাধান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর,তথ্যবহুল টিউন। ধন্যবাদ। 🙂