সবাইকে ঈদের শুভেচ্ছা ( ঈদ মোবারক) ঈদের মধ্যে আমরা সবাই বন্ধুদের আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাতাম ঈদ Card দিয়ে আর এই Card কিনতে গিয়ে কত-ই না সময়ের অপচয় করেছি, কত-ই না ধাক্কা-ধাক্কি করেছি, কেন করবেন এই ডিজিটাল যোগে সময় এর অপচয় আর ধাক্কা-ধাক্কি ...। সেই দিন কি আর আছে দিন বদলাইছে না .........! আপনি ইচ্ছে করলে ঘরে বসে আপনার বন্ধুকে আমন্ত্রণ পএ পাঠাতে পারেন আপনার পছন্দ মত, আর এর জন্য নিছের লিংকে ক্লিক করে আপনার পছন্দের Ecard-এ ক্লিক করলে একটি উইন্ডো খোলবে, নিচে Send this ecard –এ ক্লিক করলে যে উইন্ডো খোলবে সেখানে আপনার নাম এবং ই-মেইল, মধ্যের অংশে আপানার যা কিছু লিখার আছে লিখে নিচে যাকে পাঠাতে চান তার নাম এবং ই-মেইল লিখে (add Receiver-এ ক্লিক করে এক সাথে কয়েক জন বন্ধুকে পাঠাতে পারবেন) নিচে Send this ecard –এ ক্লিক করলে-ই চলে যাবে আপানার বন্ধুর কাছে। আবারও আপনাদের সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ***** ঈদ-মোবারক****** হোসাইন
আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই ।