যে কোন অপারেটরের সিম রেজিস্ট্রেশন করুন এসএমএসের মাধ্যমে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ কারনে দেশের সব মোবাইল ফোন অপারেটর সিম পুনরায় রেজিস্ট্রেশন করার অপশন চালু করে। এখন থেকে আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে কাস্টমার কেয়ার অফিসে যাওয়া লাগবে না। চাইলে ঘরে বসেই আপনার মূল্যবান সিম কার্ডটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এ জন্য আপনাকে রি-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের অধীনে একটি এসএমএস পাঠাতে হবে (এসএমএস-এর কোন ফি কাটবে না)।

আপনি যদি এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক মোবাইল ফোন অপারেটরের গ্রাহক হন তাহলে প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।

আর আপনি যদি সিটিসেলের গ্রাহক হন তাহলে প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন U (স্পেস) জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।

ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা।

 

চলতি সপ্তাহে অনলাইন বা এস.এম.এসে সিম নিবন্ধন করার সুবিধা চালু করবে গ্রামীণফোন। আর আগামী ১৫ অক্টোবর এই সেবা চালু করবে রবি। অন্য অপারেটররা শীঘ্রই অফলাইনের পাশাপাশি অনলাইনে বা এস.এম.এসে সিম নিবন্ধন করার সুবিধা চালু করবে। তবে সিম নিবন্ধন করার পদ্ধতি ও প্রক্রিয়া উপরের বর্ননা অনুযায়ী হবে।

 

আমার অন্যান্য টিউনগুলোঃ

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।

টিউনটি এখান থেকে সংগ্রহীত।

আর হ্যাঁ, সময় পেলে ঘুরে আসবেন আমার নতুন টেক বিষয়ক সাইট  BEST5TRICK থেকে।আর টিউনগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে অ্যাক্টিভ থাকুন।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাইয়া যাদের ভোটার আইডি কার্ড নাই। তারা কি ভাবে Registration করবে((বাংলালিংক))

Nice post. 1 ta National ID diya koyta Sim registration Kora jabe?

Level 0

এভাবে রেজিষ্ট্রেশন হবেনা রেজিষ্ট্রেশানের জন্য অপেক্ষা করুন ১৬ ই ডিসেম্বার পর্যন্ত, তাছাড় এর আগে যদি গ্রামীনফোন থেকে বা অন্য কোন কোম্পানী থেকে কোন নোটিশ পায় তাহলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিবো। অপেক্ষা করুন

আপনি এই নিয়মে করছেন? আমি ট্রাই করলাম হয় রং ফরমেট ফিরতি মেসেজ দেয়

আমার জানামতে এসএমএসের মাধ্যমে সিম নিবন্ধনের বিষয়টি এখনও কোনো অপারেটর চালু করেনি। এমনকি কোথায় তাদের প্রচারণা দেখিনি। শুধুমাত্র বাংলালিংক অনলাইনে সিমের তথ্য আপডেট বা পুন:নিবন্ধন চালু করেছে বেশ আগেই। যা আমি বিস্তারিতভাবে এই পোস্টে (http://bmtuhin.com/telecom/61) লিখেছি।

Level 2

সম্মানিত ভাইয়েরা,আপনাদের সকলকে ধন্যবাদ টিউমেন্টে আপনাদের মন্তব্য জানানোর জন্য।

এস.এম.এসের মাধ্যমে সিম নিবন্ধন এখন পর্যন্ত কোন অপারেটরই চালু করেনি। এই সপ্তাহে গ্রামীণফোন এস.এম এস বা অনলাইনের মাধ্যমে সিম নিবন্ধন করা যাবে। আর আগামী ১৫ অক্টোবর এই সেবা চালু করবে রবি। অন্য অপারেটররা শীঘ্রই অফলাইনের পাশাপাশি অনলাইনে বা এস.এম.এসে সিম নিবন্ধন করার সুবিধা চালু করবে। তবে নিবন্ধন করার পদ্ধতি বা প্রক্রিয়া উপরের বর্ননা অনুযায়ী হবে।