গুগল এডসেন্স পেলো নতুন ইন্টারফেস, ট্রাই করেছেন ?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গুগল এডসেন্সের প্রায় ২ মিলিয়ন ব্যবহারকারীর জন্য গুগল উন্মুক্ত কর দিলো এডসেন্সের নতুন ইউজার ইন্টারফেস । ৩০টির-ও বেশী ভাষায় ২০০ দেশের ব্যবহারকারীদের জন্য এডসেন্সের নতুন রুপ অপেক্ষা করছে । এতে যুক্ত হয়েছে নতুন ফিচারের সাথে পুরোনো ফিচারগুলো শক্তিশালী নতুন ভার্সন ।

খন্ড চিত্র:

নতুন এডসেন্স UI-তে চমকপ্রদ বিষয়গুলো হলো নতুন এড ফরমেট, ইমপ্রুভড পাবলিসার ফিল্টার, গ্রাফিকাল রিপোর্টিং, ইমপ্রুভড ইনসাইটস ইত্যাদি । নতুন এডসেন্সের যে তিনটি গুণের কথা গুগল বিশেষভাবে বলছে তা হলো এডসেন্স এখন বেশী কমর্ক্ষম, বেশী নিয়ন্ত্রনযোগ্য ও আরো বেশী ইনসাইটস সাপোর্টিভ ।

প্রায় ১ বছর আগে থেকেই ভাগ্যবান ৩০,০০০ ব্যবহারকারী এটি ব্যবহার করছেন । ১ বছর পরীক্ষা-নিরীক্ষার পর আজ সবার জন্য উন্মুক্ত হল নতুন এডসেন্স । গুগলে অফিসিয়াল পেজে এই ব্যাপারে আরো জানতে পারবেন ।

পূর্বপ্রকাশ @ব্লগদেশ

Level 0

আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি গতকাল চালু হওয়ার সাথে সাথেই ইউজ করেছি, দারুণ ভালোগেছে ছে তবে প্রথম প্রথম একটু ইউজ করতে কেমন যেন লাগছিল বশ

Level 0

THANK YOU FOR GOOD SHARE

Level New

নতুন ইন্টারফেসটি এককথায় অসাধারণ হয়েছে। গত ১ মাস ধরেই ব্যবহার করছি। আগের চেয়ে যেটা মূল পার্থক্য তা হচ্ছে আগে যেকোনো একটা পেজে শুধু এক ধরণের স্ট্যাট বা তথ্যই পাওয়া যেতো। এখন একই সাথে এক পেজেই আপনার পুরো একাউন্ট সম্পর্কিত তথ্য এক নিমিষেই পাওয়া সম্ভব। আর নতুন আরো অনেক ফিচার তো আছে।

আমি গতকাল ইউজ করেছি। নতুনতো তাই সবকিছু বুঝে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে।

আমি আমার বাংলা ব্লগিং সাইটের মাধ্যমে গুগল এডন্সেস একাউন্ট নিতে পারব কি? সাইটের লিংক http://www.moktoblog.co.cc

আমি এডসেন্স কি তা জানিনা।দয়া করে বিস্তারিত জানালে উপকৃত হব।