গুগল এডসেন্সের প্রায় ২ মিলিয়ন ব্যবহারকারীর জন্য গুগল উন্মুক্ত কর দিলো এডসেন্সের নতুন ইউজার ইন্টারফেস । ৩০টির-ও বেশী ভাষায় ২০০ দেশের ব্যবহারকারীদের জন্য এডসেন্সের নতুন রুপ অপেক্ষা করছে । এতে যুক্ত হয়েছে নতুন ফিচারের সাথে পুরোনো ফিচারগুলো শক্তিশালী নতুন ভার্সন ।
খন্ড চিত্র:
নতুন এডসেন্স UI-তে চমকপ্রদ বিষয়গুলো হলো নতুন এড ফরমেট, ইমপ্রুভড পাবলিসার ফিল্টার, গ্রাফিকাল রিপোর্টিং, ইমপ্রুভড ইনসাইটস ইত্যাদি । নতুন এডসেন্সের যে তিনটি গুণের কথা গুগল বিশেষভাবে বলছে তা হলো এডসেন্স এখন বেশী কমর্ক্ষম, বেশী নিয়ন্ত্রনযোগ্য ও আরো বেশী ইনসাইটস সাপোর্টিভ ।
প্রায় ১ বছর আগে থেকেই ভাগ্যবান ৩০,০০০ ব্যবহারকারী এটি ব্যবহার করছেন । ১ বছর পরীক্ষা-নিরীক্ষার পর আজ সবার জন্য উন্মুক্ত হল নতুন এডসেন্স । গুগলে অফিসিয়াল পেজে এই ব্যাপারে আরো জানতে পারবেন ।
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি গতকাল চালু হওয়ার সাথে সাথেই ইউজ করেছি, দারুণ ভালোগেছে ছে তবে প্রথম প্রথম একটু ইউজ করতে কেমন যেন লাগছিল বশ