বেশি আগের কথা নয়।
সালটা ১৯৭৭ ... মার্কিন প্রেসিডেন্ট তখন জিমি কার্টার। আর কেজিবি Boss, ইউরি আন্দ্রোপভ।
সেই ১৯৬৭ সাল থেকেই RORSAT নামের এক space program গোপনে চালিয়ে আসতেছিলো সোভিয়েত ইউনিয়ন। তাঁরা নিউক্লীয়ার পাওয়ার্ড !! স্পাই স্যাটেলাইট আকাশে পাঠাচ্ছিল একটার পর একটা। এই স্যাটেলাইটগুলো দিয়ে তাঁরা মার্কিন নৌবাহিনী আর নিউক্লীয়ার সাবমেরিনগুলোকে নজরে নজরে রাখতো।
তো ১৯৭৭ সালের ১৮ সেপ্টেম্বর ৪৬ ফুট লম্বা আর ৪ টন ওজনের এক নিউক্লিয়ার স্পাই স্যাটেলাইট Kosmos-954 উৎক্ষেপণ করল রাশিয়া। আমেরিকা তো আর অন্ধ না। তাঁরা এসব জানে। তো এই স্যাটেলাইটটি ১৯৭৭ সালের ডিসেম্বরের দিকে বিশেষভাবে তাঁদের নজরে এলো। কারণ, এই স্যাটেলাইটটি ক্রমশ তাঁর অরবিট চুত হতে শুরু করল ! মার্কিনীরা উঠে পড়ে লাগলো। this is something serious… very serious… এই ৪ টন ওজনের নিউক্লীয় স্যাটেলাইট যদি কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে ঢুকে পড়ে তাহলে সর্বনাশ। সেটা পড়বে নর্থ আমেরিকার উপর !! হয় জিনিসটা VKO ইন্টেনশন্যালি করেছে। অথবা তাঁদের এই স্যাটেলাইটের উপর নিয়ন্ত্রন নাই। নিউক্লীয় রিয়াক্টর সেপারেশনে যান্ত্রিক সমস্যার কারণে স্যাটেলাইটটি এখন পৃথিবীতে আছড়ে পড়বে ! তাঁর নিউক্লীয়ার রিয়াক্টর সহ !! VKO হল রাশিয়ার Aerospace Defence Forces (এটা মিলিটারি নিয়ন্ত্রিত এবং সামরিক স্যাটেলাইটগুলো এরাই পরিচালনা করে) VKO আসলেই নিয়ন্ত্রন হারিয়ে ছিলো। সম্ভবত। কেউ আবার বলে ইন্টেশন্যালি। সে যাই হোক। তো CIA সিদ্ধান্ত নিলো, যে করেই হোক, এই খবর মিডিয়াতে আসতে দেয়া যাবে না। কারণ এতে পাবলিক প্যানিক, অর্থাৎ হাউখাউ শুরু হবে NRO আর সিআইএ মিলে অন্যান্য এজেন্সিগুলোকে নিয়ে কাজ করল। স্যাটেলাইটের ইম্প্যাক্ট ট্রেজিক্টরি পরিবর্তন করার জন্য। যাই হোক, যেভাবেই হোক, লাইভ নিউক্লীয় রিয়াক্টর সমেট ৪৬ ফিট লম্বা স্যাটেলাইটটি কানাডার Great Slave Lake এর পাশে বরফে আছড়ে পড়লো। জনমানব সেখানেই নেই। এটাই রক্ষা।
আমেরিকা তো আমেরিকা !
তাঁর সব কিছু ম্যানেজমেন্ট করার জন্য বিশেষ বাহিনী আছে। যেমন এই টাইপের ঝামেলা ম্যানেজ করার জন্য আছে NEST team. শুরু হয় operation morning light. C-130 বিমানে তুলে যন্ত্রপাতি সমেত তাঁদের পাঠানো হল কানাডা। তিন মাস ধরে তাঁরা ৪০০ বর্গমাইল এলাকা জুড়ে অভিযান চালিয়ে ৯০% radioactive debris উদ্ধার করলো। Kosmos-954 যখন কক্ষচ্যুত হয়, তখন NRO ক্যালকুলেট করেছিলো, লাইভ নিউক্লিয়ার রিয়াক্টর সমত সেটা এসে পড়বে আমেরিকা ইস্ট কোস্টের জনবসতিপূর্ণ যেকোনো একটি শহরে। দ্রুত ব্যবস্থা নিয়েছিলো বলেই বলতে হবে। গিয়ে পড়েছিলো কানাডার বরফে।
যাই হোক, রাশিয়া এটাকে নিছক এক দুর্ঘটনা বলেছিলো। মার্কিন প্রশাসনের রাশিয়ার সাথে কাদা ছোড়াছুড়ি শুরু করে। তো RORSAT program সচল ছিলো ১৯৮৮ পর্যন্ত। এর তিনবছর পর হারিয়ে যায় সোভিয়েত ইউনিয়ন।
যাই হোক, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ।
*Credit: ইন্টারনেট ও ফেসবুক(ফেসবুক আইডি প্রকাশ করছি না প্রাইভেসির কারনে) থেকে সংগৃহীত ও কপিকৃত।
আগের টিউনগুলোঃ
হিটলারের সোনা চুরির কাহিনী [Hints: ২৮০ ট্রাকের বেশি!]
আমি টেকপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
hum এদের তো আদি কাল থেকেই চুলাচুলি