গত ২০০ বছরে ইউরোপের একটি দেশ নিজেকে যুদ্ধ হানাহানি থেকে একেবারেই দূরে রেখেছে। ইন্টারেস্টিং বিষয় হল, ইউরোপে যুদ্ধ হলেই এই দেশটি নানাভাবে গুটিবাজি করে লাভবান হয়।
আসুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার আলোকেই দেশটির বিতর্কিত ভুমিকা আর গুটিবাজির কাহিনী বলি।
জার্মানিতে নাৎসি বাহিনী ক্ষমতায় আসার সাথেসাথেই হিটলারের বিরোধীরা, বিশেষ করে নাৎসি বাহিনীর মুল টার্গেট, ইহুদীরা ভয় পেতে শুরু করে। ইহুদীরা ছিলো অর্থনৈতিকভাবে প্রভাবশালী।
তো তারা টাকা পয়সা জার্মানি থেকে সরিয়ে নিতে শুরু করে ১৯৩৩ সালের পর থেকেই। এখন প্রশ্ন, টাকা সরিয়ে কোথায় রাখবে? বুঝতেই পারতেছেন কোথায় ! সুইজারল্যান্ড। অর্থাৎ সুইস ব্যাংকগুলোতে।
কেবল ইহুদীরাই নয়, হিটলারের বিরোধিতা করা দলগুলোও নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে। বিশেষ করে যখন নাৎসি বাহিনী পূর্ণ কর্তৃত্ব নিতে শুরু করে জার্মানিতে।
একসময় আগ্রাসী নাৎসিরা ইহুদীদের ব্যবসা বানিজ্য প্রতিষ্ঠান জোর দখল করে নেয় এবং নিজেদের দলের ভেতর ভাগভাটোয়ারা শুরু করে। ইহুদীরা জীবন বাঁচাতে পানির দামে রাষ্ট্রের কাছে ব্যবসা প্রতিষ্ঠান তুলে দিতে বাধ্য হয়। একে বলা হত, “Robbery on a massive Scale”
লূই ডি রথচাইল্ডের মত ক্ষমতাধর ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানও কেড়ে নেয় সরকার। ধনী ইহুদীরা জার্মানি ছাড়তে শুরু করে। ক্ষমতাধর ইহুদি ও নাৎসি বিরোধিরা তাদের জামানত বিদেশে সরিয়ে নিতে শুরু করে। এবং বড় অংশ রাখে সুইজারল্যান্ডে। কারণটা সবার জানা। সুইজারল্যান্ডের ব্যাংকের কড়া গোপনীয়তা, নিরাপত্তা আইন। আপনি সুইস ব্যাংকে টাকা রাখবেন। আপনার একাউন্টে কোনো নামধাম খোঁজখবর তারা গোপন রাখবে। (এতে কিছু ঘাপলাও আছে। সেই ব্যাপারে পরে বলবো) বিষয়টি জটিল।
তো জার্মানির ধনী ইহুদিদের টাকা পয়সা জমা হতে থাকে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। আবার হিটলারের নাৎসি বাহিণীও টাকা জমানো শুরু করে সুইজারল্যান্ডে। কি? ঘোলাটে হয়ে গেলো ব্যাপারটা? Clear করতেছি।
১৯৩৮ সালে জার্মানি অস্ট্রিয়া দখল করে নেয়। (ভুলে যাবেন না, অস্ট্রিয়া কিন্তু হিটলারের জন্মভুমি। তার ছোটবেলার স্বপ্ন ছিলো অস্ট্রিয়া আর জার্মানিকে এক করার) তো হিটলারের জার্মান বাহিণী অস্ট্রিয়া দখল করে বিনা বাধায়। অস্ট্রিয়া আর জার্মানি, দুই দেশের (কিন্তু একই জাতের) মানুষ খুশি হয় অস্ট্রিয়া ও জার্মানির একীভূতকরনে।
হিটলার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার কেন্দ্রীয় ব্যাংককে লিকুয়েডেট করে। ফলে ভিয়েনার সেন্ট্রাল ব্যাংকের যাবতীয় সম্পত্তি (অর্থাৎ সোনা আর টাকা পয়সা) সরিয়ে নেয়া হয় জার্মানির কেন্দ্রীয় ব্যাংক Reichsbank (রাইশ ব্যাংক) এর ভল্টে। (অর্থাৎ একদেশ। সেহেতু কেন্দ্রীয় ব্যাংকও একটি হবে)
৯০ হাজার কেজি সোনা আর বিলিয়ন ডলারের সমমুল্যের সম্পত্তি সরিয়ে নেয়া হয় ভিয়েনা থেকে জার্মানিতে।
অর্থাৎ বুঝতেই পারতেছেন, অস্ট্রিয়া জার্মানির একীভূতকরন হিটলারের জন্য কেবল পলিটিক্যাল সাফল্যই ছিলো না। এটা ছিলো নাৎসি জার্মানির জন্য আর্থিকভাবেও লাভজনক।
তো, লোভ এক ভয়ঙ্কর জিনিস।
সেইবছরের অক্টোবরেই চেকোস্লোভাকিয়ার সংখ্যালঘু জার্মানদের রক্ষাকরার অজুহাত দেখিয়ে হিটলার চেকোস্লোভাকিয়া দখল করে নেয়। খুবই সহজে। চেক সরকার হিটলারের হাত থেকে তাদের asset বাঁচানোর জন্য চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগের সেন্ট্রাল ব্যাংক থেকে সোনা আর টাকা পয়সা ব্যাংক অফ ইংল্যান্ডে সরিয়ে নিতে শুরু করে। যদিও লাভ হয় নি। নাৎসিরা চেক সরকারকে চাপ দিয়ে আবার সব প্রাগে ফিরিয়ে আনে। সেখান থেকে যথারীতি সোনা আর অর্থের গন্তব্য হয় জার্মান সেন্ট্রাল ব্যাংকে। সেই আমলের ৬৬ মিলিয়ন ডলার মুল্যের সোনা ও অর্থ।
অর্থাৎ ভিন্নদেশ দখল করা হিটলারের জন্য বেশ লাভজনক ব্যবসায় পরিণত হতে শুরু করে। একটা দেশ দখল করো, এরপর সেইদেশটিকে নিজ সম্রাজ্যে একীভূত করো। এবং সেই দেশের সেন্ট্রাল ব্যাংক লিকুইডেট করো। সোজা হিসাব। সরল লুটপাট।
১৯৩৯ সালের শুরু থেকেই ইউরোপের আকাশে যুদ্ধের আভাস ভাসতে শুরু করে। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন আর জার্মানির ভেতর করা “মলোটভ-রিবেনটপ প্যাক্ট” একরকম যুদ্ধের দোয়ার খুলে দেয়। এটা মুলত ছিলো সোভিয়েত ইউনিয়ন আর জার্মানির ভেতর ইউরোপ নিয়ে ভাগাভাগির প্রথম পর্বের হিসাব কিতাব।
তো যাই হোক, হিটলার পোলান্ড আক্রমন করার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটেন এবং ফ্রান্স, জার্মানিকে বারবার সতর্ক করেছিলো পোলান্ড আক্রমনের ব্যাপারে। কিন্তু হিটলার সেই হুমকি উপেক্ষা করে পোলান্ড আক্রমন করলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটেন এবং ফ্রান্স অফিসিয়ালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
হিটলার পোলান্ড দখলের পর প্রথম ধাক্কা খায়। পোলান্ডের রাজধানী warshaw এর সেন্ট্রাল ব্যাংক থেকে পোলিশরা সোনা সরিয়ে রোমানিয়া আর তুরস্ক ঘুরে পাঠিয়ে দিয়েছে ফ্রান্সে। অর্থাৎ পোলান্ড দখল করে পোলিশ সেন্ট্রাল ব্যাংক থেকে কিছুই পান নি হিটলার।
এরপর ১৯৪০ সালের মে মাসে নেদারল্যান্ড আক্রমন করে হিটলার। ভয়াবহ লুটপাট চালায় সেখানে। নেদারল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক থেকে ১৬৩ মিলিয়ন ডলারের সমমুল্যের সোনা লুটপাট করে জার্মানি। নেদারল্যান্ড ছিলো একেবারেই অপ্রস্তুত। জার্মানির নেদারল্যান্ড আক্রমনটা ছিলো আনএক্সপেক্টেড।
এরপর বেলজিয়ামের পালা।
কিন্তু বেলজিয়াম অনুসরন করেছিলো পোল্যান্ডকে। ফলাফল, বেলজিয়ামের সেন্ট্রাল ব্যাংক থেকে হিটলার কিছুই পেলো না।
১৯৪০ সালের জুন মাসেই নাৎসি বাহিনীর হাতে ফ্রান্সের পতন হয়। প্যারিসের পতনের আগে ফ্রান্স তার ভল্টের সোনার একটা বড় অংশ পাঠিয়ে দেয় পশ্চিম আফ্রিকার ডাকার আর ক্যারিবিয় ফ্রেন্স কলোনিতে।
১৯৪২ সালে ভিসি ফ্রান্সের পাপেট সরকারকে দিয়ে হিটলার এসব সোনাদানার একটা বড় অংশ ফিরিয়ে আনে। হিটলার হয়ত গোল্ডের সমগ্র মজুদই নিজের কুক্ষিগত করতে পারতো, কিন্তু মিত্রবাহিনী ধীরে ধীরে জয় পেতে শুরু করে। প্রথমে আফ্রিকাতে, এবং পরে ইউরোপে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায় স্তালিনগ্রাডের যুদ্ধের পর। এরপর ফ্রান্সে মিত্র বাহিনীর ল্যান্ডিং। সবমিলিয়ে হারতে শুরু করে হিটলারের পরাক্রমশালী বাহিনী। ঐতিহাসিক ঘটনাগুলো সবারই হয়ত জানা। পূর্বে সোভিয়েত আর্মি, পশ্চিমে মার্কিন, ব্রিটিশ’দের মত সম্মিলিত মিত্র বাহিনীর কাছে জায়গা হারাতে শুরু করে নাৎসিরা।
এবার উল্টো হিটলার ব্যাকফুটে চলে যায়।
এবার দেখুন ইন্টারেন্সটিং ব্যাপারটা।
সমগ্র বিশ্বযুদ্ধে একটি দেশ একেবারে নিউট্রাল ছিলো। সেটা হল সুইজারল্যান্ড। যেহেতু সে নিউট্রাল, সেহেতু সেই হিটলারের সাথে বিজনেস করতে পারবে। (ব্যাপারটা খেয়াল করুণ) সে যদি হিটলারের সাথে বিজনেস না করে, তাহলে সেটা হবে মিত্র বাহিনীর পক্ষে অবস্থান নেয়া। আবার সে মিত্র বাহিনীর সাথেও বিজনেস করবে। কারণ যদি সে মিত্র বাহিনীর সাথে বিজনেস না করে, তাহলে তার নিউট্রাল অবস্থান নষ্ট হবে। সে তখন হয়ে যাবে হিটলারের পক্ষের। অর্থাৎ নিউট্রালিটির নামে আসলে সে দুই ঘাটের পানিই খাবে। খেয়েছেও তা।
নাৎসিদের হাত থেকে বাঁচতে প্রথম দিকে ইহুদীরা যেমন তাদের টাকা পয়সা সুইস ব্যাংকে জমা করতে শুরু করে, তেমন যখন হিটলার একটার পর একটা দেশ দখলে ব্যস্ত, তখন সেইসব দেশের মানুষেরাও তাদের টাকা পয়সার নিরাপত্তার জন্য সুইস ব্যাংকের শরণাপন্ন হয়। আবার যুদ্ধের শেষ দিকে যখন হিটলার আর তার নাৎসি জার্মানি ব্যাকফুটে চলে যায়, তখন তারাও তাদের টাকা পয়সার নিরাপত্তা নিশ্চিত করতে শরনাপন্ন হয় সুইজারল্যান্ডের। অর্থাৎ গোটা বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ডের খালি লাভই হয়েছে। টাকা আর টাকা। বিলিয়ন বিলিয়ন ডলারের সোনা মজুদ হয়েছে সুইস ব্যাংকের ভল্টে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পরার পর হিটলারের সাথে ইউরোপের প্রায় সবগুলো দেশের সম্পর্ক নষ্ট হয়ে যায়। দীর্ঘ বিশ্বযুদ্ধ চালাতে হিটলারের প্রচুর অস্ত্রের দরকার পড়তে থাকে। সবটা জার্মানিতে প্রস্তুত করতে হিমশিম খেতে থাকে জার্মানি। ফলাফল, সুইজারল্যান্ডের কাছে ক্যাশের বদলে আর্টিলারি সেল কিনতে শুরু করে জার্মানি। (এতেও সুইজারল্যান্ডের নিউট্রালিটি খোয়া যায় নি। তার কথা, নিউট্রালিটি রক্ষায় সে হিটলারের সাথে বিজনেস করতে বাধ্য। বিজনেস না করলেই সেটা হবে মিত্র বাহিনীর পক্ষে অবস্থান নেয়া)
আবার জার্মান ও ইউরোপের অন্যসব দখল হয়ে যাওয়া দেশ থেকে ইহুদিরা প্রাণে বাঁচতে সুইজারল্যান্ডে আশ্রয় নিতে গেলে সেখানেও সুইজারল্যান্ড নিউট্রালিটি রক্ষায় ধুয়া তুলে হাত পরিষ্কার রাখে। নাৎসিরা ইহুদিদের পাসপোর্টে “J” লিখে দিতো। এই পাসপোর্টধারীদের সুইজারল্যান্ড সরকারকে আশ্রয় দিতে নিষেধ করেছিলো হিটলার। অপরদিকে আমেরিকা ও ব্রিটেন অনুরোধ করেছিলো সুইজারল্যান্ড’কে আশ্রয় দিতে। এবার সুইজারল্যান্ড নিউট্রালিটির বদলে ‘নিরাপত্তার’ অজুহাত দিলো। অর্থাৎ হিটলারের বিরুদ্ধে গেলে হিটলার সুইজারল্যান্ড আক্রমন করতে পারে। এই ভয়।
অর্থাৎ কখনো নিউট্রালিটি কখনো নিরাপত্তার অজুহাতে সুইজারল্যান্ড ফায়দা তুলেছে। হাত পরিষ্কার রেখেছে।
এই টুকু পড়ার পর হয়ত আপনাদের মাথায় দুইটা প্রশ্ন জেগেছে। এক, হিটলার তো গোটা সুইজারল্যান্ড দখল করে নিলেই খেলা চুকে যেতো।
উত্তর, নাহ। সুইজারল্যান্ডকে হিটলার ব্যাকআপ হিসেবে রেখেছিলো। হিটলারের আগ্রাসনের কারণে গুটি কয়েক দেশ ছাড়া সবাই জার্মানির সাথে সম্পর্ক বাতিল করে। হিটলার তখন সুইজারল্যান্ডকে মিডেলম্যান হিসেবে ব্যবহার করে। জার্মান বিজনেসম্যানরা সুইজারল্যান্ডকে ভায়া করে লেনদেন চালাতে শুরু করে।
ব্যাপারটা clear করি। ধরুন, আপনার হাতে ১০ কেজি স্বর্ণ আছে। তো আপনি ভারত থেকে কিছু জিনিস কিনতে চান। কিন্তু ভারতের সাথে আপনার সম্পর্ক খারাপ। আর সরাসরি সোনা বা টাকায় লেনদেনও করতে পারবেন না। তখন আপনি সুইজারল্যান্ডে ১০ কেজি স্বর্ণ জমা রাখলেন। টাকা জমা করলেন। এবার সুইস ফ্রাঙ্কে (সুইজারল্যান্ডের currency) তে সুইজারল্যান্ডের কোনো মিডেলম্যান মারফৎ ভারতের ব্যবসায়ীর সাথে লেনদেন করলেন। এই যা।
এটা একটা দিক। আরো একটা দিক হল, হিটলার যদি in case, যুদ্ধে হারতে থাকে, তাহলে নাৎসিদের নিজেদের টাকা পয়সার হেফাজতের জন্যেও সুইজারল্যান্ড দরকার। অর্থাৎ সুইজারল্যান্ড দরকার সবার। মিত্রবাহিনী হোক, বা নাৎসি বাহিনী। Switzerland is the safe Heaven of foreign money, after all.
আরেকটি প্রশ্ন আসতে পারে, ইহুদীরা তো সুইজারল্যান্ড যেতেই পারলোনা। তাহলে অর্থ রেখেছিলো কিভাবে?
উত্তর, সুইজারল্যান্ডে টাকা রাখার জন্য আপনার আসলে সুইজারল্যান্ড যাবার দরকার নেই। আপনি বাংলাদেশে বসেই কাজটি করতে পারেন। সেসব নিচে বলতেছি।
তো যা বলতেছিলাম।
হিটলার সুইজারল্যান্ডে লুটপাট করা সোনা দিতো। আর বিনিময়ে hard currency পেতো। যা দিয়ে অস্ত্র বানাতো বা কিনতো।
সুইজারল্যান্ডের অস্ত্র কোম্পানিগুলোও হিটলারের কাছে অস্ত্র বেচতো। অর্থাৎ সবদিক দিয়েই দুহাত ভরে কামাতে শুরু করে সুইজারল্যান্ডে।
আমেরিকা ব্রিটেন সবই বুঝতো। জানতো। সুইস অস্ত্র ফ্যাক্টরিতে তারা বোমা বর্ষণ করতে চেয়েছিলো। যদিও শেষ মুহূর্তে বিরত থেকেছে সেই সুইস নিউট্রালিটির কারণে। আর দিনশেষে সুইজারল্যান্ডকে তো তাদেরও দরকার !!
মুলত ১৯৪৩ সালের বসন্তেই হিটলারের বিশ্বজয়ের স্বপ্ন হাওয়াই মিলিয়ে যায়। সোভিয়েত বাহিনীর কাছে সলিল সমাধি হতে শুরু করে হিটলারের আর্মি ডিভিশনগুলো। হিটলারের একসময়ের স্ট্রাটেজিক্যাল মিত্র স্তালিন এবার হায়নার মত ধেয়ে আসতেছে জার্মানির দিকে। হিটলারের ভালো করেই জানে, সে যদি শয়তান হয়, স্তালিন শয়তানের বাপ !! (হিটলারের একটা বড় ভয় ছিলো স্তালিনের হাতে হিউমিলিয়েট হবার)
তো সে অন্য ব্যাপার।
তো, ১৯৪৩ সালের শেষদিকেই নাৎসিরা বুঝতে পারে তারা হেরে যাবে এবং জার্মানি দখল হয়ে যাবে। ফলে এবার রাইশ ব্যাংকের টাকা পয়সা তারা সরাতে শুরু করে সুইজারল্যান্ডে। থার্ড রাইটের পতন হলেও ফোর্থ রাইটের উত্থানের কথা তারা আগেই ভেবেছিলো। এবং ভবিষ্যৎ ফোর্থ রাইটের উত্থান যাতে সহজ হয়, সেইজন্য আগে থেকেই সুইস ব্যাংকে টাকা জমাতে শুরু করে নাৎসিরা।
১৯৪৪ সালে ব্রিটিশ মার্কিন গোয়েন্দা দল এইসব লেনদেনগুলো ট্রেস করতে শুরু করে। শুরু হয়, Operation safe heaven
১৯৪৫ সালে নাৎসি বাহিনীর পতনের আগ পর্যন্ত ৬০ বিলিয়ন ডলারের লেনদেন ট্রেস করেছিলো মার্কিন আর ব্রিটিশ গোয়েন্দারা। (ধারণা করাই যায় যে এটা মুল লেনদেনের একটা অংশ মাত্র)
ট্রেস করা ৬০ বিলিয়ন ডলারের একটা অংশ রাখা হয়েছিলো হিটলারের পররাষ্ট্র মন্ত্রী Joachim von Ribbentrop এর একাউন্টে। ১৯৪৬ সালে তাকে ফাঁসি দেয়া হয়। ফাঁসির মঞ্চে সে বলেছিলো, “God protect Germany. God have mercy on my soul. My final wish is that Germany should recover her unity and that, for the sake of peace, there should be understanding between East and West. I wish peace to the world."
৩০ জনেরও বেশি সুইস উকিল ব্যারেস্টারদের নাম ছিলো Operation safe Heaven ডকুমেন্টেসে। এসব সুইস উকিলের একাউন্টে নাৎসি অর্থ জমা ছিলো। (অর্থাৎ আপনি আপনার টাকা সুইজারল্যান্ডের কোনো বিশ্বস্ত বন্ধুকে দিলেন। সে তার নামে সুইস ব্যাংকে সেই টাকা জমা রাখলো। আপনার প্রয়োজনে তাকে বললে সে টাকা তুলে পাঠিয়ে দেবে। ব্যাপারটা এমন)
নুরেমবার্গে যখন নাৎসি বাহিনীর কুখ্যাত নেতাদের বিচার শুরু হয়, তখন এরা নিজেদের পক্ষে বড়বড় উকিল ব্যারেস্টার নিয়োগ দিয়েছিলো মুলত এই টাকার জোরে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিতে ফোর্থ রাইট গড়ে তোলার জন্য পরিকল্পনা করে গিয়েছিলো নাৎসিরা তাদের পতনের ঠিক অন্তিমক্ষণে। নেদারল্যান্ড ও ডেনমার্কে নাৎসি মতাদর্শ অনুসরনকারী ব্যবসায়ীদের নামে সুইসব্যাংকে টাকা জমা করা হয়েছিলো। উদ্দেশ্য ছিলো নতুন জার্মানিতে গোপনে গোপনে ইন্ডাস্ট্রিয়াল কম্পেক্স গড়ে তোলা হবে। ফোর্থ রাইটের ফাইনান্সিয়াল শক্তি বাড়ানো হবে। এরপর সময় সুযোগ মত আবার রাজনৈতিকভাবে মাথাতুলে দাঁড়াবে নাৎসিরা।
(আমাদের দেশে নর্দমার কীটতূল্য জামায়াতি ইসলাম কিন্তু এইকাজে সফল। তারা একাত্তরে এতো অকাম কুকাম করে, স্বাধীনতার বিরোধিতা করেও ঠিকই আজ চার দশক পর অর্থনৈতিকভাবে বেশ ভালোমতই প্রতিষ্ঠিত)
জার্মানিতে নাৎসিরা এইকাজটা করতে গিয়েও করতে পারে নি Operation safe heaven এর কারণে। নাৎসিদের ভবিষ্যৎ প্ল্যানগুলো অঙ্কুরেই বিনষ্ট করতে বেশ খানিকটা সক্ষম হয়েছিলো পশ্চিমারা)
নাৎসি বাহিনী রাইশ ব্যাংকের ভল্টের সোনার একটা অংশ ব্যাভেরিয়াতে ট্রাকে করে নিয়ে পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছিলো। এসব পরে মিত্রে বাহিনী গিয়ে উদ্ধার করে।
এই লুকানোর দায়িত্বে নিয়োজিত একজন Nazi কর্নেল Freidrich Josef Rauch মার্কিনীদের সাথে আতাত করে লুকিয়ে থাকা সোনার খোঁজ দেয়। সেই সোনা মাটি খুড়ে তুলতে তিন সপ্তাহ লেগেছিলো। (এটা কিন্তু লুকানো সোনার একটা অংশ)
রাইশ ব্যাংকের বিশাল স্বর্ণ ভান্ডারের এক বিশাল অংশ তখন সুইজারল্যান্ডের অজানা কোনো আকাউন্টে। নুরেমবার্গে বড়বড় নাৎসি নেতার বিচার ও মৃত্যুদন্ড কার্যকর করা হলেও তাদের ব্যক্তিগত অর্থ সম্পদ নিরাপদেই ছিলো সুইস ব্যাংকে।
তো যাই হোক, আবার সুইস ব্যাংকে ফেরা যাক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আমেরিকা ও ব্রিটেন আলোচনায় বসে সুইস সরকারের সাথে। ধ্বংস হয়ে যাওয়া জার্মানি আবার নতুন করে গড়ে তোলার জন্য প্রচুর টাকার দরকার। সুইস সরকার বলে, রাইশ ব্যাংকের ৪০০ মিলিয়ন ডলার মুল্যের স্বর্ণ মজুদ আছে তাদের কাছে। (এটা ছিলো আসল হিসাবের অনেক অনেক কম) (সুইস সিক্রেসি বলে কথা !)
৬০ মিলিয়ন ডলার সুইজারল্যান্ড তুলে দিতে রাজি হয় মিত্র বাহিনীর হাতে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬০ মিলিয়ন ইহদিকে হত্যা করা হয়। এদের অনেকের টাকা পয়সা জমা ছিলো সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বেঁচে থাকা ইহুদীরা তাদের মৃত আত্মিয় স্বজনের জমানো টাকা তুলতে চাইলে বাধে বিপত্তি। অনেক ইহুদি তাদের উত্তরাধিকারসুত্রে রেখে যাওয়া ন্যায্য সম্পদ উদ্ধার করতে ব্যর্থ হয়। সুইস সরকার ইচ্ছাকৃত নানান গরমিল দেখাতে শুরু করে। তারা মৃত স্বজনের Death certificate চায়। এটা ছিলো এক চুড়ান্ত রসিকতা। কনসেন্ট্রেশন ক্যাম্পে নিহত মানুষদের Death Certificate কিভাবে থাকবে ? !!!
(ওই যে, উপরে বলেছিলো, বেশি সিক্রেসি, কিন্তু এর ঝামেলাও আছে। আমাদের বাংলাদেশের ব্যবসায়ী মুসা বিন শমসের ৭ বিলিয়ন ডলারের অর্থ সুইস ব্যাংকে আটকে আছে এখন। কেন আটকে গেছে, সেটা জানা যায় নি। কিন্তু সুইস ব্যাংকের অতিরিক্ত সিক্রেসি আর নানান জটিল নিয়ম কানুনের কিছু ঘাপলা তো আছেই। ৭ বিলিয়ন ডলার দিয়ে একটা পদ্মা সেতু ইজিলি বানানো যায়। মুসা বিন শমসের বাংলাদেশ সরকারের সাহায্য চেয়েছে তার অর্থ ফিরে পেতে)
সুইস সরকার এই কঠিন ব্যাংকিং সিক্রেসি আইন করেছিলো কিন্তু ১৯৩০ সালের দিকে। উদ্দেশ্য ছিলো সম্ভাব্য নাৎসি আগ্রাসনে ইহুদীরা যাতে তাদের সম্পদ নিরাপদে রাখতে পারে, সেটা। অদ্ভুত ব্যাপার হল, সেই একই সিক্রেসি আইনের বলে এবার তারা ইহুদিদের জমিয়ে রাখা সম্পদ ফিরিয়ে দিতে গড়িমসি করতে শুরু করে।
প্রায় ৫০ বছর ধরে হাজার হাজার ইহুদীরা সুইস ব্যাংক থেকে তাদের অর্থ উদ্ধারে ব্যর্থ হয়। কিন্তু এই সময় ইহুদীরা সমগ্র বিশ্বে, বিশেষ করে মার্কিন মুল্লুকে অনেক প্রভাবশালী হয়ে ওঠে।
ফলাফল, এবার সুইস ব্যাংকের হিপোক্রেসি আর জারিজুরির বিরুদ্ধে যুদ্ধে নামে আমেরিকার ক্ষমতাধর ইহুদীরা। Edgar Bronfman ছিলেন সাবেক World Jewish Congress এর প্রেসিডেন্ট। তিনি দীর্ঘদিন সুইস ব্যাংকের বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। ১৯৯৫ সালে Edgar Bronfman সুইজারল্যান্ডে গিয়ে নেগোসিয়েশন করেন। ফলাফল, ৩২ মিলিয়ন ডলারের সম্পত্তি ফিরিয়ে দিতে সুইস ব্যাংক বাধ্য হয় শ’খানেক ইহুদি পরিবারের কাছে। কিন্তু একটা ছিলো ছোট একটা অংশমাত্র।
ফলাফল, ক্ষিপ্ত Edgar Bronfman আমেরিকা ফিরে এসে মার্কিন সিনেটের ব্যাংকিং কমিটিকে দিয়ে wall Street এর সুইস ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে দেন।
সালটা ১৯৯৬।
ভীষণ বিপদে পড়ে যায় সুইজারল্যান্ড। ১৯৯৭ সালে মার্কিন সিনেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্লাসিফাইড তথ্য জনগনের সামনে প্রকাশ করে। তাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর সাথে সুইজারল্যান্ডের লেনদেনের তথ্যচিত্র তুলে ধরা হয়। সুইসব্যাংকের লোকদেখানো নিউট্রালিটিকে জনসম্মুখে তুলে ধরতে থাকে। ফলে ইমেজ সঙ্কটে পড়ে সুইজারল্যান্ড। নাৎসি কলাবোরেটর হিসেবে ট্যাগ খাওয়াটা সুইজারল্যান্ডের জন্য হবে সর্বনাশ। মার্কিন সিনেট হিসাব দেখায়, ২৮০ টি ট্রাক লোডেড হয়ে জার্মান থেকে স্বর্ণ গিয়েছিলো সুইজারল্যান্ডে। জি হা, ২৮০ টি ট্রাক !
সোনা যে কেবল রাইশ ব্যাংকের ভল্ট, বা বিভিন্ন লুটপাট করা দেশের ব্যাংক ভল্ট থেকে এসেছিলো, তায় নয়, ইহদিদের বাড়ি থেকে লুটকরা সোনাদানা গলিয়েও সোনার বার বানিয়ে চালান করে দেয়া হয়েছিলো। সেই সময় বুড়োরা দাঁত বাধাতো সোনা দিতে। সেইসময় এটা ছিলো আভিজাত্যের ব্যাপার। কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষের বাধানো সোনার দাঁত খুলে খুলে গলিয়ে সোনার বার বানানো হয়েছিলো।
এসব তথ্য প্রকাশের পর সুইস ব্যাংকিং ইন্ড্রাস্টির বারোটা বেজে যায়। প্রেসিডেন্ট ক্লিনটন এবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। সুইস ব্যাংক এবার ১০ বিলিয়ন ডলার পূর্ব ইউরোপে বসবাসরত ইহুদিদের ফিরিয়ে দেয়। কিন্তু এতেও আমেরিকা সন্তুষ্ট নয়।
১৯৯৭ সালের ডিসেম্বরে ৪১ টি দেশ আলোচনায় বসে সুইজারল্যান্ডের সাথে। সুইজারল্যান্ড রাজি হয় সব গচ্ছিত সম্পদ ফিরিয়ে দিতে। ৫ টন স্বর্ণ ফিরিয়ে দেয়া হয় পোলান্ডকে। নাৎসি সোনার বারের রাসায়নিক বিশ্লেষণ শুরু হয়। বেশকিছু সোনার বারে ছিলো উচ্চ লেভেলের মারকারির উপস্থিতি। অর্থাৎ এগুলো কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষের খুলে নেয়া বাধানো দাঁত গলিয়ে বানানো হয়েছিলো।
১৯৯৮ সালে মার্কিন সরকার সফল হয়। সুইস ব্যাংক তাদের কাছে গচ্ছিতো ইহুদিদের অর্থ ফিরিয়ে দিতে শুরু করে।
তবে এখানে আসে আরেকটা টুইস্ট। ৪ বিলিয়ন ডলার মুল্যের সোনার হিসাব আবার লাপাত্তা। ইন্টারেন্সটিং বিষয় হল, আমেরিকা নিজেই নাৎসিদের সোনার একটা অংশ গায়েব করেছে। হজম করেছে। এই অবৈধ স্বর্ণ দিয়েই প্রথমে OSS এবং পরে CIA এর covert operation এর funding দিতো সাধু আমেরিকা। সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে স্নায়ু যুদ্ধে যেমন আমেরিকা নাৎসি বিজ্ঞানীদের ঠিকই ব্যবহার করেছে, ঠিক একইভাবে নাৎসিদের চুরি করা অর্থ সোনাদানাও নিজেরা ব্যবহার করেছে গোপনে।
এবার নিশ্চয় বুঝতে পারতেছেন, কেন আমেরিকা দীর্ঘ ৫০ বছর (অর্থাৎ যতদিন সোভিয়েত ইউনিয়ন ছিলো) ততদিন সুইস ব্যাংকের গায়ে হাতও দেয় নি। সবই রাজনীতি।
তো এই হল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইস ব্যাংকের ভুমিকা।
আজও আমরা শুনি, দেশের অমুক ব্যবসায়ী, তমুক রাজনীতিবিদ, অমুক মাফিয়া ডনের টাকা পয়সা সব সুইস ব্যাংকে। অর্থাৎ সমগ্র ব্যাপারস্যাপার সম্পর্কে আমাদের আইডিয়া কম হলেও এটা আমরা বুঝি, ক্ষমতাধর কেউ বিশাল অংকের টাকা লুকিয়ে রাখতে আজও সুইস ব্যাংক ব্যবহার করে। সুইস ব্যাংক বলতে আসলে সুইজারল্যান্ডের একটা ব্যাংক হয়, বেশকিছু ব্যাংককে বোঝানো হয়। যেমন, UBS, Credit Swiss, Julius Bar ইত্যাদি। সবচেয়ে নামকরা UBS… সুইজারল্যান্ডের সব ব্যাংকই সুইস সিক্রেসি act এর আয়তায় পড়ে।
কিছুদিন আগে Wikileaks এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আস্যাঞ্জ বলেছিলেন, সুইস ব্যাংকে থাকা টাকার একটা বড় অংশ আসে ইন্ডিয়ার মত দেশ থেকে।
ব্যবসায়ীরা তাদের লুটপাটের টাকা বা কালো টাকা নিরাপদে সুইস ব্যাংকে গোপন করে।
মিশরের সাবেক ডিক্টেটর হোসনী মোবাররকের পতনের পর সুইস ব্যাংক থেকে তার নামে রাখা ১১০ বিলিয়ন ডলার ফিরিয়ে আনা হয়েছিলো। অর্থাৎ বিল গেইটসের সম্পদের চেয়ে অনেক অনেক বেশি।
এই রকম বহুত আছে।
মধ্যপ্রাচ্যের আরব শেখ থেকে রাশিয়ার মাফিয়া ডনেরা। এদের টাকার গন্তব্য সেই সুইজারল্যান্ড।
ভারতের অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলেছিলো সুইস ব্যাংকের কথা। তিনি একটা ফোন নাম্বার সাংবাদিকদের দিয়েছিলো। ইন্ডিয়া থেকে ওই নাম্বারে ফোন করলে (আপনি যদি বড় কোনো পয়সাওয়ালা ব্যক্তি হন) তাহলে পরদিন বিমানে করে সুইস ব্যাংকের লোকেরা চলে আসবে।
অর্থাৎ আপনি ভারতে বসেই সুইস ব্যাংকের কাজকর্ম সারতে পারবেন। সুইস ব্যাংকই আপনার কাছে আসবে। আপনাকে যেতে হবে না। আপনাকে কেবল পয়সাওয়ালা হতে হবে। এই যা।
অরবিন্দ কেজিরিওয়াল ভারতের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর ব্যবসায়ী মুকেশ আমভানির বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছিলেন।
সংবাদ সম্মেলন করে, কখনো’বা টক শো’তে এসে তিনি মুকেশ আমভানির ব্যাপারে বলেছিলেন। তিনি দাবি করেন, বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ভারত থেকে সুইস ব্যাংকে পাচার করেছেন মুকেশ ও মুকেশের মত রাঘব বোয়ালেরা। ভারতের ইনকাম ট্যাক্স বিভাগে কর্মরত অবস্থায় ধনুকুবদের এসব জারিজুরি নিজে দেখেছেন কেজিরিওয়াল।
যাই হোক, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ।
*Credit: ইন্টারনেট ও ফেসবুক(ফেসবুক আইডি প্রকাশ করছি না প্রাইভেসির কারনে) থেকে সংগৃহীত ও কপিকৃত।
আমি টেকপোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লাগল…. 🙂